মঙ্গলবার, ০৭ মে ২০২৪
মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুর উপজেলার পানি বৃদ্ধি অব্যহত থাকায় কৈজুরি,সোনাতুনি,খুকনি ও জালালপুর ইউনিয়নের কমপক্ষে ১৭টি গ্রামে যমুনা নদীর ভাঙ্গণ তীব্র আকার ধারণ করেছে। ভাঙ্গণ কবলিত গ্রাম গুলি হল, উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া, গুদিবাড়ি, জগতলা, ঠুটিয়া ও হাটপাচিল, জালালপুর ইউনিয়নের পাকুরতলা, ভেকা, বাঐখোলা, খুকনি ইউনিয়নের আরকান্দি ও ব্রাহ্মণগ্রাম,সোনাতুনি ইউনিয়নের ধীতপুর, শ্রীপুর, মাকড়া, সোনাতুনি, বড় চানতারা, বারপাখিয়া ও বানতিয়ার। ইতিমধ্যেই এ সব গ্রামের অন্তত ২ শতাধিক ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ,৫‘শ বিঘা আবাদি জমি ও ২টি প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এলাকাবাসির মধ্যে চরম ভাঙ্গণ আতংক বিরাজ মধ্যে করছে। এলাকাবাসি জানায়, বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। আর এই পানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে উপজেলার এ সব গ্রামে এ ভাঙ্গণ শুরু হয়েছে। গত ১ সপ্তাহে ভাটপাড়া এলাকার যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৫টি স্থানের অন্তত ১ হাজার ফুট এলাকার সিসি ব্লক ও জিও টেক্সপেপার নদীগর্ভে ধসে গিয়ে বিলীন হয়ে গেছে। ভাঙ্গণ কবলিত এলাকাবাসির অভিযোগ, সিরাজগঞ্জ পানিউন্নয়ন বোর্ড গত বছরের ভাঙ্গণ এলাকা মেরামত না করায় এবং এ বছর এখনো ভাঙ্গণ রোধে কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় এই ভাঙ্গণ আরো তীব্র আকার ধারণ করেছে। ফলে বাড়িঘর ভিটেমাটি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙ্গণ আতঙ্কে এখানকার মানুষেরা প্রতিদিন নির্ঘুম রাত কাটাচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত লোকজন এখন মানবেতর জীবন যাপন করছেন। যমুনার ভাঙ্গণে ভিটেমাটি ও আবাদি জমি হারিয়ে পগল প্রায় আলমাস হোসেন জানান, ভাঙ্গণের চিন্তায় রাতে ঘুমাতে পারি না। ৮ বার বাড়ি ভেঙ্গেছে। প্রতিবারই সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আবারও যদি বাড়িঘর যমুনার পেটে চলে যায়,তবে আর ঘুরে দাড়াতে পারব না। এ ব্যাপারে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, জালালপুর ইউনিয়নের সুলতান মাহমুদ ও সোনাতুনি ইউনিয়নের লুৎফর রহমান জানান, নদীর পানি বৃদ্ধি অব্যহত থাকায় স্রোত তীব্র আকার ধারণ করেছে। ফলে শাহজাদপুরের যমুনা নদীর তীর এলাকায় ব্যাপক ভাঙ্গণ শুরু হয়েছে। এ ভাঙ্গণের কবল থেকে রেহাই পাচ্ছে না তীরসংরক্ষণ বাঁধ। এলাকাবাসি নিজেদের টাকায় বাঁশ-চাটাই কিনে ভাঙ্গণ রোধের চেষ্টা করছেন। কিন্তু তাতে কোন কাজ হচ্ছে না। এ ভাঙ্গণ রোধে অতিদ্রুত পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে তারা অনুরোধ করেন। এলাকাবাসি জানায়,সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কোন প্রকার কার্যকরি ব্যবস্থা গ্রহণ না করায় তারা এবারও ভাঙ্গণের কবলে পড়েছে। এখনও এ ভাঙ্গণ রোধে কোন পদক্ষেপ না নেয়ায় তারা চরম আতংকে দিন কাটাচ্ছে। এলাকাবাসি আরো জানায়,এ ভাঙ্গন রোধে গত ৬ বছর আগে ১১০ কোটি টাকা ব্যয়ে শাহজাদপুরের কৈজুরী থেকে বেনুটিয়া পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় তীরসংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়। গত ৪ বছর ধরে এ বাঁধে কোন সংস্কার কাজ না করায় বাঁধের বিভিন্ন স্থান দুর্বল হয়ে পড়েছে। ওই সব দুর্বল স্থানে লিকেজ সৃষ্টি হওয়ায় সেখানে নতুন করে ধস দেখা দিয়েছে। এ ধসে মুহুর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয় যাচ্ছে পাথরের ব্লক ও জিও টেক্স পেপার। এ জন্য তীরবর্তী হাজারো মানুষের মাঝে দেখা দিয়েছে আতংক। এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, টাকার সংকুলান না থাকায় আপাতত বাঁধ রক্ষায় কাজ করা যাচ্ছেনা। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাঙ্গণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে। অপর দিকে শাহজাদপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যহত থাকায় পশ্চিম এলাকার আরো ১৫টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। গ্রাম গুলি হল, রাউতারা, পোতাজিয়া, ভাইমারা, রেশমবাড়ি, চিথুলিয়া, কাশিনাথপুর, সড়াতৈল, বনগ্রাম, কাকিলামারী, মাদলা, বাড়াবিল, নলুয়া,বৃ-আঙ্গারু, চর আঙ্গারু ও চুলধরি। এ সব গ্রামের অধিকাংশ কৃষক তাদের গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছে। রাস্তা-ঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় নৌকাই তাদের চলাচলের একমাত্র ভরসা। অপর দিকে পোতাজিয়া-রেশমবাড়ি, বাড়াবিল-চুলধরি ও বৃ-আঙ্গারু লো-হাইড পাকা সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় এ সব সড়কে অটো রিক্সা-ভ্যান, ভটভটি, মটরসাইকেল, নছিমন-করিমন, বাস, ট্রাক সহ সকল প্রকার যানবহণ চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এ সব গ্রামের মানুষের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ধর্ম

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শারিয়তের পরিভাষায় অনাবৃষ...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদন্ড

শাহজাদপুর

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে চাচাতো বোনের দায়ের করা প্রতারণার মামলায় আপন ভাই বোনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতসোমবার দুপ...

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...

শাহজাদপুরে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলার বিচার কাজ ৬ বছরেও শেষ হয়নি

অপরাধ

শাহজাদপুরে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলার বিচার কাজ ৬ বছরেও শেষ হয়নি

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র সাব্ব...