শাহজাদপুর প্রতিনিধিঃ আজ শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলা হাইস্কুল মাঠের মুক্ত মঞ্চে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের এক বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণ সংবর্ধনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনুস আলী, আব্দুল হাশেম, এডভোকেট আবুল কাশেম, শামছুল ইসলাম প্রমূখ। এ গণ সংবর্ধনায় বক্তারা কেন্দ্রীয় আওয়ামীলীগ মনোনীত হালিমুল হক মিরুকে দলীয় মনোনয়ন প্রদান প্রত্যাহার করে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিমকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানান। এমপি হাসিবুর রহমান স্বপন ঢাকা থেকে সড়ক পথে গাড়াদহ এসে পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর এমপি স্বপন দুই শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা ও ৫ হাজার নেতা-কর্মী নিয়ে গাড়াদহ থেকে আনন্দ মিছিল নিয়ে হাইস্কুল মাঠে এসে উপস্থিত হন। এ সময় হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এমপি স্বপন তার বক্তব্যে বলেন দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ষড়যন্ত্রমূলকভাবে দলছুট ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় দলের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছে। অপরদিকে ত্যাগী নেতাদের মনোনয়ন না দেওয়ায় তারা ক্ষোভে ফেটে পড়েছে। তাই তিনি এসময় মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা’র দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে দলীয় প্রার্থী পরিবর্তনের মাধ্যমে তৃণমূল নেতা আব্দুর রহিমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন নেতারা ফুলের তোড়া ও মালা দিয়ে এমপি স্বপনকে সংবর্ধনা প্রদান করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...
মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর
ডেস্ক নিউজ: আওয়ামী লীগ-বিএনপি দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্তের পরই প্রার্থীর সমর্থক ও দলীয় কর্ম... পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ... ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...রাজনীতি
সিরাজগঞ্জে নৌকা-ধানের শীষের লড়াই শুরু
নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প
সম্পাদকীয়
এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি
লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...
শাহজাদপুর
শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের