

ডেস্ক নিউজ:: শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কে,এম নাসির উদ্দিন গ্রুপের সাথে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু গ্রুপের করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে গত দুইদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে এ দু’পক্ষের রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এনিয়ে শাহজাদপুর পৌর শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে সংঘর্ষের আশংকায় এলাকাবাসীর মধ্যেও চরম আতংক বিরাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার সকালে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। এদিন সকাল সাড়ে ১০ টায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহুর নেতৃত্বে পুকুরপাড় গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল করে শহর প্রদক্ষীন শেষে এমপি হাসিবুর রহমান স্বপনের দারিয়াপুরের বাসভবনে উপস্থিত হয়ে তার কাছে প্রতিকার দ্বাবি করেন। তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মিছিল শেষ করে বাড়ী ফিরে যান। এর কিছুক্ষন পর শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কে,এম নাসির উদ্দিনের নেতৃত্বে ছয়আনীপাড়া গ্রামবাসী তাদের গ্রাম থেকে এক বিশল বিক্ষোভ মিছিল বের করে মনিরামপুরও দ্বারিয়াপুর বাজারের গুরুত্বপুর্ণ সড়ক ও মোড় প্রদক্ষীন করে শাহজাদপুর থানার প্রধান গেটে কিছুক্ষন অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এর পর মিছিলটি ছয়আনীপাড়া গ্রামে গিয়ে শেষ হয়। এ দুটি মিছিল চলাকালে শাহজাদপুর শহরে ভিতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পরে। এব্যপারে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু বলেন, ড্রেজার দিয়ে দরগারচর এলাকার করতোয়া নদী থেকে মাত্রাতিরিক্ত বালু উত্তোলনের ফলে দরগারচর, বাজীয়ারপাড়া , চরনারুয়া,শান্তিপুর, নারুয়া ও পুকুড়পাড় গ্রামের আবাদী জমি ও বাড়ী ঘর গাছপালা নদী ভাঙ্গনের কবলে পরেছে। এতে শত শত লোকের চরম ক্ষতি হচ্ছে। এরই প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। অপরদিকে আমিরুল ইসলাম শাহুর সকল অভিযোগ অস্বিকার করে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কে,এম নাসির উদ্দিন বলেন, করতোয়া- ফুলজোড় বালু মহলের শাহজাদপুর, রতনকান্দি, কুমিরগোয়ালিয়া ও ইশ্বরদিয়া মৌজার বালুমহল সর্বোচ্চ দরদাতা হিসেবে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ইজারা নিয়ে সকল প্রকার নিয়ম কানুন মেনে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ঐ এলাকার কোথাও ভাঙ্গন সৃষ্টি হয়নি অথবা কারো কোন ক্ষতি সাধন হয়নি। এবছর দ্বিতীয় দফা বন্যায় পানির ব্যাপক চাপে করতোয়া নদীর পাড় ভেঙ্গে কিছু লোকের সামান্য ক্ষতি সাধন হয়েছে। তার পরেও আমি তাদের ক্ষতি পুরন দেওয়ার আশ্বাস প্রদান করা সত্বেও আমিরুল ইসলাম শাহু অবৈধভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে। এ দিকে এ ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক কর্মকর্তা ও শাহজাদপুর থানা পুলিশ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন । কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তারা প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ

ইতিহাস ও ঐতিহ্য
সিরাজগঞ্জে মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান
সিরাজগঞ্জ সদর উপজেলায় মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান। ভবিষ্যতে ঐতিহাসিক মসজিদ হতে পারে কালিয়া হরিপুর ইউনিয়নে অবস...

দিনের বিশেষ নিউজ
করোনায় নতুন শনাক্ত ৭০৯, মৃত্যু ৭
দেশে ২৪ ঘণ্টায় ৭০৯ জনের দেহে নভেল করোনাভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু...

অপরাধ
পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়
শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের নিউজিল্যান্ড খ্যাত জনপদ শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জের বিভিন্ন দুগ্ধসমৃদ্...

দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

খেলাধুলা
সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে
নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে আরভিন বলেন, ‘আমাদের উচিত হবে পুরো বিষয়টিকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। এরপর নিজেদের প্রক্র...