

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের দুগ্ধ অঞ্চল শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের খারুয়াজংলা গ্রামের বাইদারজোলা নামক একটি শাখা নদীর উপর ৪ বছর আগে ৪০ ফুট দৈর্ঘ্যরে একটি কংক্রিট সেতু নির্মাণ করা হয়েছে। দূর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভাট নির্মাণ প্রকল্পর অধিন ৩০ লাখ টাকা ব্যয়ে এ সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের পর থেকেই গত ৪ বছর ধরে সেতুটির দু’পাশে কোন সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে এ এলাকার ১৫টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে। গ্রাম গুলো হল, খারুয়াজংলা, বৃ-আঙ্গারু, চরআঙ্গারু, চুলধরি, ভাইমারা,বনগ্রাম, রেশমবাড়ি, কায়েমকোলা, নলুয়া, কাশিনাথপুর, সায়েস্তাবাদ,কায়েমপুর, ব্রজবালা, প্যাচপাড়া ও সরাতৈল। এ ব্যাপারে কায়েমপুর ইউপির ৮নং ওয়ার্ড মেম্বর আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ড মেম্বর আওয়ামীলীগের সভাপতি আলতাফ বিশ্বাস, মোঃ জিন্নাহ প্রামানিক, বাদশাহ মিয়া, মানিক মিয়া, আব্দুল হামিদ, আজাদ আলী, হাসিবুর রহমান, সাইফুল ইসলাম ও চাঁদ বিশ্বাস জানান, এলাকাবাসি চলাচল, দুধ,ধান, চাল ও কৃষিপণ্য সরবরাহের সুবিধার জন্য বাড়িবিল দক্ষিণপাড়া বাজার হতে খারুয়াজংলা গ্রাম পর্যন্ত কাচা সড়কের মাঝে অবস্থিত বাইদারজোলার উপর ব্রীজ নির্মাণ করা হলেও এর দু’পাশের সংযোগ সড়কে মাটি না থাকায় ব্রীজটি এলাকাবাসির কোন কাজেই আসছেনা। ৮/১০ ফুট উচু ব্রীজটি পাড় হতে গিয়ে গত ৪ বছরে শতাধিক পথচারি বয়বৃদ্ধ পড়ে গিয়ে হাত পা মাজা কমড় ভেঙ্গে পঙ্গুত্ব বরণ করেছেন। এ ছাড়া এ সড়ক দিয়ে কোন ভাবেই দুধের গাড়ি নিয়ে যাওয়া যায়না। ফলে মিল্কভিটা সহ বেসরকারি প্রতিষ্ঠানে দুধ সরবরাহ চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। এ সেতুটির কারণে এ অঞ্চলের উন্নয়ন মুখথুবরে পড়েছে। এ ছাড়া ৩টি মাদ্রাসা, ৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মসজিদ ও ৩টি বাজারে যাতায়াতকারী ছাত্র ছাত্রী ও পথচারি চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এ ব্রীজটির দু’পাশের সংযোগ সড়কে মাটি ভরাটসহ বাড়িবিল দক্ষিণপাড়া বাজার হতে খারুয়াজংলা গ্রাম পর্যন্ত পাকা রাস্তা নির্মানের জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী বলেন, সামনের কর্মসৃজন কর্মসূচির মাধ্যমে মাটিভরাটের কাজ করে ব্রীজটি দিয়ে যাতে পথচারি চলাচল করতে পারে তার ব্যবস্থা করা হবে। আর শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব বলেন, সরেজমিনে ব্রীজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
সম্পর্কিত সংবাদ

জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

তথ্য-প্রযুক্তি
ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো
শাহজাদপুর প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত ‘হারানো বিজ্ঞপ্...

আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

আইন-আদালত
শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক
ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।...

আন্তর্জাতিক
সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে
জাহিদ হোসাইন খানঃ ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র সাজিদ আখতার পেয়েছিলেন জিপিএ-৪.৫০। আর এ...

অপরাধ
শাহজাদপুরে ইভটিজিং এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে যুবক-যুবতীর সাজা
শাহজাদপুর প্রতিনিধি :- শাহজাদপুরে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক বেলা...