শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের দুগ্ধ অঞ্চল শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের খারুয়াজংলা গ্রামের বাইদারজোলা নামক একটি শাখা নদীর উপর ৪ বছর আগে ৪০ ফুট দৈর্ঘ্যরে একটি কংক্রিট সেতু নির্মাণ করা হয়েছে। দূর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভাট নির্মাণ প্রকল্পর অধিন ৩০ লাখ টাকা ব্যয়ে এ সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের পর থেকেই গত ৪ বছর ধরে সেতুটির দু’পাশে কোন সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে এ এলাকার ১৫টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে। গ্রাম গুলো হল, খারুয়াজংলা, বৃ-আঙ্গারু, চরআঙ্গারু, চুলধরি, ভাইমারা,বনগ্রাম, রেশমবাড়ি, কায়েমকোলা, নলুয়া, কাশিনাথপুর, সায়েস্তাবাদ,কায়েমপুর, ব্রজবালা, প্যাচপাড়া ও সরাতৈল। এ ব্যাপারে কায়েমপুর ইউপির ৮নং ওয়ার্ড মেম্বর আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ড মেম্বর আওয়ামীলীগের সভাপতি আলতাফ বিশ্বাস, মোঃ জিন্নাহ প্রামানিক, বাদশাহ মিয়া, মানিক মিয়া, আব্দুল হামিদ, আজাদ আলী, হাসিবুর রহমান, সাইফুল ইসলাম ও চাঁদ বিশ্বাস জানান, এলাকাবাসি চলাচল, দুধ,ধান, চাল ও কৃষিপণ্য সরবরাহের সুবিধার জন্য বাড়িবিল দক্ষিণপাড়া বাজার হতে খারুয়াজংলা গ্রাম পর্যন্ত কাচা সড়কের মাঝে অবস্থিত বাইদারজোলার উপর ব্রীজ নির্মাণ করা হলেও এর দু’পাশের সংযোগ সড়কে মাটি না থাকায় ব্রীজটি এলাকাবাসির কোন কাজেই আসছেনা। ৮/১০ ফুট উচু ব্রীজটি পাড় হতে গিয়ে গত ৪ বছরে শতাধিক পথচারি বয়বৃদ্ধ পড়ে গিয়ে হাত পা মাজা কমড় ভেঙ্গে পঙ্গুত্ব বরণ করেছেন। এ ছাড়া এ সড়ক দিয়ে কোন ভাবেই দুধের গাড়ি নিয়ে যাওয়া যায়না। ফলে মিল্কভিটা সহ বেসরকারি প্রতিষ্ঠানে দুধ সরবরাহ চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। এ সেতুটির কারণে এ অঞ্চলের উন্নয়ন মুখথুবরে পড়েছে। এ ছাড়া ৩টি মাদ্রাসা, ৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মসজিদ ও ৩টি বাজারে যাতায়াতকারী ছাত্র ছাত্রী ও পথচারি চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এ ব্রীজটির দু’পাশের সংযোগ সড়কে মাটি ভরাটসহ বাড়িবিল দক্ষিণপাড়া বাজার হতে খারুয়াজংলা গ্রাম পর্যন্ত পাকা রাস্তা নির্মানের জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী বলেন, সামনের কর্মসৃজন কর্মসূচির মাধ্যমে মাটিভরাটের কাজ করে ব্রীজটি দিয়ে যাতে পথচারি চলাচল করতে পারে তার ব্যবস্থা করা হবে। আর শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব বলেন, সরেজমিনে ব্রীজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

মিল্ক ভিটার অনিয়মের বিরুদ্ধে শাহজাদপুরে সমবায়ীদের প্রতিবাদ

শাহজাদপুর

মিল্ক ভিটার অনিয়মের বিরুদ্ধে শাহজাদপুরে সমবায়ীদের প্রতিবাদ

‘সমবায়ী বাঁচলে মিল্ক ভিটা বাঁচবে’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার বিভিন্ন অনিয়মের...