রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
500x350_55b06694dea27900e20050db7aaf389d_530620972534e-2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট, আইনজীবীসহ নয়জন বিশিষ্ট নাগরিককে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের সকল শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করেছে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’সহ কয়েকটি সংগঠন। গত শুক্রবার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে না আনার দাবীতে অবস্থানকালে তারা এ ঘোষণা দেয়। এ সময় দেশে-বিদেশে খ্যাত এই নয় বিশিষ্টজনকে নিয়ে অশ্লীল ভাষায় কটূক্তিও করা হয়েছে। তারা হলেন কলামিস্ট ও টকশো’র পরিচিত মুখ মাহফুজ উল্লাহ, কবি ও কলামিস্ট ফরহাদ মজহার, দৈনিক নিউএজ সম্পাদক নূরুল কবীর, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, মরহুম পিয়াস করিমের সহধর্মিণী অধ্যাপক আমেনা মহসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, সাপ্তাহিক-২০০০ সম্পাদক গোলাম মুর্তজা ও ব্যারিস্টার তুহিন মালিক। বরেণ্য চিন্তাবিদ ড. পিয়াস করিমের লাশ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনতে না দেয়ায় এমনিতেই দেশবাসীর মধ্যে ক্ষোভ ছিল। এখন কয়েকটি সংগঠনের এই অবাঞ্ছিত ঘোষণায় দেশজুড়ে সেই ক্ষোভ ও নিন্দা আরও তীব্র আকার ধারণ করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ- ইত্যাদি জাতীয় প্রতিষ্ঠান বা স্থাপনা। এগুলো কোন রাজনৈতিক দলের বা মতের অনুসারীদের আওতাধীন নয়। কোন দলমতের একচ্ছত্র আধিপত্যও এসব স্থানে থাকতে পারে না। যে কোন পরিবার তার ইচ্ছানুযায়ী মৃত স্বজনের লাশের জানাযার জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররম নিয়ে যেতে পারে। এ যাবত এরকম কোন উদ্যোগে বাধা দেয়া হয়েছে বলে শোনা যায়নি। দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের লাশ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়ে থাকে। বিভিন্ন সংগঠন শহীদ মিনার চত্বরে সমাবেশও করে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশের বিশিষ্ট একজন শিক্ষাবিদ ড. পিয়াস করিমের লাশ নেয়ায় বাধা দেয়া এবং নয় বিশিষ্ট ব্যক্তিত্বকে শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করা কোন সুস্থ চিন্তার পরিচায়ক হতে পারে না। কেন্দ্রীয় শহীদ মিনার স্বমহিমায় দেশবাসীর কাছে জাতীয় মঞ্চের গুরুত্বও লাভ করেছে। জাতির আবেগে-সম্মানে সিক্ত কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদাকে কোন কোন মহলের পক্ষ থেকে কলুষিত করার অপচেষ্টা অতীতেও লক্ষ্য করা গেছে। এক সময় একুশের প্রথম প্রহরে বা ভোররাতে বিবদমান দল ও গ্রুপগুলোর মধ্যে দুঃখজনক সংঘাতের ঘটনাও দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং মর্মাহত হয়েছে। দীর্ঘদিন ধরে সেসব অবাঞ্ছিত ঘটনা থেকে মুক্ত রয়েছে শহীদ মিনার। এবার নতুন করে জাতীয় ঐক্যের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় ও গোষ্ঠীগত আধিপত্য বিস্তারের অপচেষ্টা লক্ষ্যণীয় হয়ে উঠল দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, মুক্তবুদ্ধির চর্চাকারী বিশিষ্ট নাগরিক ড. পিয়াস করিমের লাশ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা ঠেকানোর মধ্য দিয়ে। শুধু তাই নয়, এই অন্যায় চেষ্টার প্রতিবাদে যারা কথা বলেছেন, সেই বিশিষ্ট ব্যক্তিত্বদেরও কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের সকল শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে। জাতিকে বিভক্ত করার অপচেষ্টা যে কতটা মোটা দাগে গভীরভাবে চলছে, এটা তারই প্রমাণ হিসেবে গণ্য হতে পারে। শাহবাগে গণজাগরণ মঞ্চ স্থাপনের মধ্য দিয়ে জাতিকে দ্বিধাবিভক্ত করার যে তৎপরতা শুরু হয়েছে, এটা যেন তারই আরেক পদক্ষেপ। কোন জাতি চিন্তা-চেতনায় দ্বিধাবিভক্ত হয়ে পড়লে তার মানসিক শক্তি হ্রাস পায় এবং অস্তিত্ব দুর্বল হয়ে পড়ে। এই বাস্তবতা হৃদয়ঙ্গম করতে না পারা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। রাজনৈতিক মতভেদ বা ভিন্নমত সত্ত্বেও জাতীয় সংহতি সুরক্ষার মধ্য দিয়েই জাতি বস্তু সভ্যতা ও মনন সভ্যতায় অগ্রগতি লাভ করে। স্মরণ রাখতে হবে, জাতীয় প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনার ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে আত্মার আবেগের মিনার। কেন্দ্রীয় শহীদ মিনারের সঙ্গে দেশের ১৬ কোটি মানুষের আবেগ জড়িত, সেই শহীদ মিনারে গোষ্ঠীগত; দলীয় আধিপত্য বিস্তারের অধিকার কারও থাকার কথা না থাকলেও যখন এরকম ঘটনার অবতারণা হয়, তখন বুঝতে হবে, এই অপতৎপরতা জাতীয় ঐক্যের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা-মহিমা ও আবেগ ক্ষুণ্ন করারই অপচেষ্টা। জাতীয় ঐক্য-সংহতি বজায় রাখার বৃহত্তর স্বার্থে এমন অপচেষ্টা থেকে বিরত থাকা সময়ৈর দাবি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

নগ্ননৃত্য ও দেহ ব্যবসার সাথে জড়িত ১১ নারী ও ৫ ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নগ্ননৃত্য ও দেহ ব্যবসার সাথে জড়িত ১১ নারী ও ৫ ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে বিভিন্ন নদী-বিলে নৌকায় পিকনিক ও বিনোদনের...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...

ভারত, ভুটানের পর এবার চীনের নজরে তাজাকিস্তান

আন্তর্জাতিক

ভারত, ভুটানের পর এবার চীনের নজরে তাজাকিস্তান

ভারত, ভুটানের পর এবার চীনের নজর তাজাকিস্তানের দিকে। বেইজিংয়ের নজর পড়েছে পৃথিবীর ছাদ অর্থাৎ পামির মালভূমির দিকে। চীনের ই...