শুক্রবার, ০৩ মে ২০২৪

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মাদক তিনটি শব্দ দ্বারা গঠিত। সমাজকল্যান বইয়ে মাদকের উপকার ও অপকার সম্পর্কে জানা যায়, যুবকরা প্রথমে ঘুমের জন্য মাদক সেবন করে। পরবর্র্তীতে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ে। তখন মাদক সেবন না করলে তাদের আর চলেই না। এই ভাবেই আসক্ত হয়ে পড়ে অনেক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা। তা ছাড়া মাদক এমন করালগ্রাসী পেশা খুনিরা মনুষ্যত্ব বোধকে মাদক সেবন করেই মানুষকে খুন করে। এমন নজির আছে বাংলাদেশে। বিভিন্ন ডেক্স রিপোর্ট থেকে জানা যায়, বিদেশীরা মাদক সেবন করে ঠিকই, কিন্তু তারা কর্ম বিহীন অবস্থায় থাকে না। বাংলাদেশে মানুষ মাদক সেবন করে, হয়তো বা চোর হয়, না হয় ছিনতাই কারী হিসাবে চিহ্নিত হয়। এই সব মাদক সেবনকারীরা, খুন, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে। মাদক সেকনকারীরা বিভিন্ন অভিনব কায়দায় মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকে। যেমন-বোনের বিয়ে, হয়তো বা চিকিৎসার নাম করে টাকা ইত্যাদি ভাবে নিয়ে থাকে। মাদকের চালান আসে, হিলি, দর্শনা, রাজশাহী, পাটগ্রাম, বুড়িমারী বর্ডার এবং রাজধানী ঢাকা থেকে। ইতি মধ্যে সিরাজগঞ্জে-র‌্যাব বেশ কয়েকটি উপজেলায় মাদক ব্যবসায়ী সহ বেশ কিছু মাদক অর্থ্যাৎ ইয়াবা, গাজা, মদ ইত্যাদি সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে র‌্যাব-১২। রোববার (৯ আগস্ট) গভীর রাতে এ অভিযান চালানো হয়। আটক তারা মণ্ডল হাসানপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। সলঙ্গা থানার হাসানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি ২৫০গ্রাম গাঁজাসহ তারা মণ্ডল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শুক্রবার (৩১ জুলাই) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাদকপল্লী খ্যাত মাহমুদপুর মহল্লায় এ অভিযান চালিয়ে র‌্যাব-১২ সদস্যরা আটক করে-মাহমুদপুর মহল্লার মো. আব্দুল করিমের স্ত্রী রত্না খাতুন (২৮), ধানবান্ধী ঢুলিপাড়া মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেহেদী হাসান মুন্না (৩৬), ঢাকা জেলার বাড্ডা বাটপাড়া এলাকার যুগের চন্দ্র রাজবংশীর ছেলে কমলচন্দ রাজবংশী (৩৮) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মোল্লাপাড়া পল্লী বিদ্যুৎ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেলিম হোসেন (৩৬) কে গ্রেফতার করে র‌্যাব-১২। মঙ্গলবার (২৮ জুলাই) ৩৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত আলু বোঝাই একটি ট্রাকসহ চারজনকে আটক করা হয়। ডিবি পুলিশের অভিযান চালিয়ে শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার মাইঝাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বেলকুচি উপজেলায় ৫০ লিটার দেশীয় মদসহ ৫ ক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার মুকিমপুর গ্রামের মৃত বাহাজ আলী মোল্লার ছেলে জাবেদ আলী (৫৫), আগুরিয়া দক্ষিণ পাড়ার মো. সরকারের ছেলে আলী সরকার (৩৮), রাজাপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল বারেক (৩২), মাইঝাইল গ্রামের রাম চন্দ্রের ছেলে সুব্রত (২৫) ও গইটাপাড়ার শহিদুল ইসলামের ছেলে মো. আরিফ (১৮)। এ সময় মীনা রানী ঘোষ পালিয়ে যায়। বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (০৪ আগস্ট) ভোরে উপজেলার কল্যাণপুর দক্ষিণপাড়ায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলেন, কল্যাণপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মো. জাকারিয়া মোল্লা (৪২) ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৮)। বিকেল সাড়ে ৫টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র‌্যাব-১২ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সাহাব উদ্দিন খান। তিনি বলেন, অভিযানকালে তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ৮ রাউন্ড শটগানের কার্তুজ, ১৮টি ককটেল, ২ কেজি বোমা তৈরির, ২টি রামদা, ১টি চোরাই মোটরসাইকেল ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় বাকীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জাকারিয়া মোল্লার বিরুদ্ধে সন্ত্রাস, সরকারি কাজে বাধা ও মারামারির অভিযোগ ৪টি মামলা রয়েছে। তিনি একটি হত্যা মামলারও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। যমুনা নদীতে নৌ ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এতে স্কুলছাত্রসহ দুইজন রাবার বুলেট বিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তাদের আটক করেছে।  এরা হলেন- সদর উপজেলার ভাঙ্গারারচর এলাকার আমজাদের ছেলে মো. লিটন (২২) ও একই এলাকার আয়নাল ডাকাতের ছেলে এবং মেছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আবু মোতালেব (১৬)। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নৌ-ডাকাতি ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পাট ব্যবসায়ীদের কাছ থেকে ২০ লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং নৌকায় থাকা পাঁচ ব্যবসায়ী বেদম মারধর করে। বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে মেঘাই-নাটুয়ারপাড়া নৌপথের যমুনার দুর্গম চরাঞ্চল তেকানী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ৯ই আগষ্ট-২০১৫ তাড়াশে উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনির ছেলে ইয়াবা ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন মিন্টুকে ইয়াবা ও ধারালো চাকুসহ গ্রেফতার করে পুলিশ। শনিবার রাতে তাড়াশ সদর থেকে আটক করা হয়েছে । এসময় তার দেহ তল্লাসী করে ৯৮ পিচ ইয়াবা ও একটি ধারালো টিপ চাকু উদ্ধার করা হয়। উল্লাপাড়া উপজেলায় চর মোহনপুর ৫শ ২০ লিটার মদ সহ গ্রেফতার করে র‌্যান-১২। এ ছাড়া স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, অচিরেই যদি র‌্যাব-১২ এব ডিবি পুলিশ কাজ না করে তাহলে সিরাজগঞ্জ জেলা এক মাদকের অভয়ারন্য হিসাবে গড়ে উঠবে। ভাবমূর্তি ক্ষুন্ন হবে সরকারের। এ ছাড়া জেলার কিছু থানায় মাদক বিক্রি হচ্ছে দেদারচ্ছে। তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না। এটা অত্যন্ত চিন্তার বিষয়। অভিজ্ঞ মহলের ধারণা অনতি বিলম্বের এই সব থানায় অচিরেই তল্লাশী চালানো হোক তবেই ধরা পরবে ঐ মাদক ব্যবসায়ীরা। এমন কায়দায় মাদক বিক্রি হচ্ছে, নিজে টাকা দিয়ে অন্যের দ্বারা ব্যবস করে যাচ্ছে। এই সব মাদক ব্যবসায়ীকে অচিরেই ধরতে না পারলে মাদক ছোবল থেকে সহজে যুবক রেহাই পাবে না। হয়ে উঠবে এক ভয়ংকর মাদক সাম্রাজ্য সিরাজগঞ্জ।

কড্ডার মোড় এলাকায় রাত্রি ৮-৯ টার মধ্যে হিরোইন খোড়, খাজা খোড় দেখা যায়। এদের ঠিকানা টাংগাইল জেলার বাইপাস এলাকা এবং টাংগাইল শহরে। এরা গাড়িতে উঠে গাড়ি ষ্টাফ অথবা টাকা নেই বলে প্রতিদিন আসা যাওয়া করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে  আক্রান্ত গরু

শাহজাদপুর

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, ‘নতুন এ রোগটি দেখা দেয়ায় কৃষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ...

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

আপাতত গরম কমছে না

জাতীয়

আপাতত গরম কমছে না

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তা প্রবাহ বয...

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ধর্ম

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শারিয়তের পরিভাষায় অনাবৃষ...

দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

রাজনীতি

দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম শারীরিক চিকিৎসা শেষে দেশে ফিরে উপজেলা আওয়ামী...

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

খেলাধুলা

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

মুুহিতের রেকর্ড খরুচে বোলিংয়ের ম্যাচে ৪ উইকেটে ২২৪ করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে শ্বাসরুদ্ধকর শেষ ওভারে ৪ রানে হারে...