শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
বিশেষ প্রতিনিধি : করোনা ভাইরাসের ক্রান্তিকালে সারাদেশে পুলিশ সদস্যরা যখন জনসেবায় ব্যস্ত তখন যৌতুকের দাবীতে এক পুলিশ সদস্য কর্তৃক তার স্ত্রীকে পিটিয়ে মারাত্বক জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী নাসিমা খাতুন রিয়া (২৮) বাদী হয়ে তার স্বামী ইউসুফ আলী (বিপি নং-৯১১০১২৬৪৯২)সহ শশুরবাড়ীর ৫ জনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দাযের করেছে। মামলার অপর আসামীরা হলো, মিঠুন আলী ওরফে দরবেশ (৩৫), নিজাম উদ্দীন (৪০), আসাদুল (৩২) ও শাহজাহান মাষ্টার (৫৬)। এদিন শনিবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে মামলার বাদী নাসিমা খাতুন তার উপর নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে যৌতুকলোভী স্বামীসহ শ্বশুরবাড়ীর লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মামলা সূত্রে জানা গেছে, ১০ বছর পূর্বে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী গ্রামের মৃত হাজী শাহজাহান আলীর মেয়ে নাসিমা খাতুন রিয়ার সাথে পার্শবর্তী উল্লাপাড়া উপজেলার দত্ত খারুয়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে পুলিশ সদস্য ইউসুফ আলীর বিয়ে হয়। তাদের ঘরে ইহান (৯) নামের একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে, বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবীতে স্বামী ইউসুফ আলী তার স্ত্রী নাসিমার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। একই অভিযোগে ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর স্বামী ইউসুফ আলীর বিরুদ্ধে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা ( মামলা নং-২০) দায়ের করে স্ত্রী নাসিমা। এ ঘটনা নিয়ে উভয়পক্ষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ইউসুফ আলী ভবিষ্যতে স্ত্রীকে নির্যাতন করবে না মর্মে মুচলেকা দেয়ায় নাসিমা খাতুন মামলাটি প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে, সংসার করাবস্থায় পুলিশ সদস্য ইউসুফ আলী ছুটিতে বাড়ি এসে স্ত্রী নাসিমা খাতুনের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুকের দাবী মেটাতে না পারায় গত ২৬ এপ্রিল স্বামী পুলিশ সদস্য ইউসুফ আলীসহ শশুরবাড়ীর লোকজন ক্ষিপ্ত হয়ে নাসিমাকে বেধড়ক পিটিয়ে মারাত্বক জখম করে। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশের সহযোগীতায় নাসিমার স্বজনেরা সঙ্গাহীন অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন নাসিমা খাতুন। নির্যাতিতা নাসিমা শাহজাদপুর নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, ‘এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গাল...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ

পড়াশোনা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ

অনলাইন নিউজ ডেস্ক : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’ এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের...

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

জাতীয়

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট : বৃহত্তর পাবনা জেলা পিস কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিন এহিয়ার নামে থাকা শাহজাদপুরে স্থাপিত বিভিন্ন শিক্ষা...

মহানবী (সাঃ) কে কুটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ

ধর্ম

মহানবী (সাঃ) কে কুটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ

এসময় মহানবী হযরত মুহাম্মদ( সাঃ) নিয়ে কুটুক্তি করায় সংসদে নিন্দা জানানোর আহবান জানানো হয়।এছারাও বক্তাদের পক্ষ থেকে ভারতী...

দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করছেন চিত্রনায়িকা বর্ষা

শাহজাদপুর

দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করছেন চিত্রনায়িকা বর্ষা

চিত্রনায়িকা বর্ষার জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরের গারাদহ ইউনিয়নে। সেখানেই বেড়ে উঠেছেন এই নায়িকা। এদিকে নিজের এলাকায় এ...

শাহজাদপুরে উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক হিরু'র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রাজনীতি

শাহজাদপুরে উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক হিরু'র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আজ শুক্রবার (২৮ মে) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক ও শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ম...