শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
1

শাহজাদপুর সংবাদ ডটকম : বাগান হারিয়ে যায়নি, তবু এর নাম দেয়া হয়েছে লস্ট গার্ডেন। অবশ্যই লস্ট শব্দটি জুড়ে দেয়ার কোনো না কোনো কারণ আছে। এটি একটি স্মৃতি ভাস্কর্যময় বাগান। ইংল্যান্ডের হেলিগ্যানে নির্মিত এই বিশাল বাগানে অদ্ভুত সব স্মৃতিচিহ্নের সমাহার- যেগুলো দেখে একই সঙ্গে ভীতসন্ত্রস্ত ও বিস্মিত হতে হয়। ১৯৯০ সালে ইংল্যান্ডে এক মহাপ্রলয় হয়েছিল। সে সময়ের চিত্রও এই বাগানে ধারণ করা হয়েছে খণ্ড খণ্ডভাবে। কোথাও যেন একজন মানুষ মৃত পড়ে আছে মাটিতে, কোথাও একজোড়া বুট- যার ভেতর থেকে গাছ উঠে গেছে ওপরের দিকে, আবার কোথাও একজন মানুষের অর্ধেক চেহারা দেখা যায় মাটির ওপরে এবং বাকি অর্ধেক মাটির নিচে। সবই ভাস্কর্য। তাও আবার গাছ এবং ঘাসের সমাহারে তৈরি। দেখতে অসাধারণ! আবার রয়েছে দারুণ রঙিন সব টিউলিপ, রয়েছে মানুষের তৈরি পাখিদের বাসা। সাইকাস, পাইন বা জারুল- কী নেই এ বাগানে? আছে যেন সবই। আর এ কারণেই ব্যক্তিমালিকানায় তৈরি এই বাগানের জনপ্রিয়তা এতই, এটি বিবিসির জরিপে ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় বাগান।দ্য স্টেপ গার্ডেন জাপানের ফুকুওকায় তৈরি হয়েছে স্টেপ গার্ডেন। জার্মানির ওয়ার্ল্ড স্পাইরালের মতো হুবহু নয়, কাছাকাছি। তবে এটি আবাসিক নয়, অফিসের জন্য তৈরি ভবন। ১৫ তলা ভবনটি একতলা করে সিঁড়ির মতো উঠে গেছে ওপরের দিকে। প্রতিটি ছাদই পরিপূর্ণ বাগান। ভূমি থেকে মেঠোপথের মতো সিঁড়ি উঠে গেছে ১৫ তলার ছাদে। উদ্দেশ্য, মানুষ ও উদ্ভিদের মধ্যে চমৎকার সম্পর্ক তৈরি। প্রকৃতির প্রতি নাগরিকদের মমতা তৈরির জন্য উৎসাহ জোগানো। ৫ হাজার ৪শ’ বর্গমিটার বিস্তৃত এই বাগানে ১২০ প্রজাতির ৫০ হাজারের বেশি লতাগুল্মের সারি। যাদের অর্ধেক হচ্ছে ফুল আর ওষধি গাছ। ভবনটির অফিসে যারা কাজ করেন, তারা সময় পেলে প্রতিদিনই একবার ছাদে ওঠেন সিঁড়ি বেয়ে। তারা বলেন, ফুলের সৌরভ নিতে নিতে ওঠেন বলেই ছাদে ওঠায় তাদের ক্লান্তি নেই। নগরীর বিভিন্ন এলাকা থেকে ডায়াবেটিক রোগীরা হাঁটতে চলে আসেন এই বাগানে। তৈরি হয়েছে এই হাঁটিয়েদের একটি সোসাইটিও।সেলিম কামাল ওয়াল্ড স্পাইরাল বিল্ডিং এটির অন্য নাম ফরেস্ট স্পাইরাল। একই সঙ্গে মানুষ ও গাছের বাড়ি। নামের সঙ্গে একটাই মিল- এর দরজা জানালাগুলো এমনভাবে এমন রঙে সাজানো হয়েছে যেন একটি ভবনকে স্পাইরাল করা হয়েছে। ওয়ালকে স্পাইরাল করার কারণে নাম হয়েছে ওয়াল্ড স্পাইরাল। পুরো ভবনে যেন আলো-বাতাসের খেলায় প্রকৃতির বিশুদ্ধতাকে উপভোগ করা যায়, তাই এটিকে স্পাইরাল করা হয়েছে। ইউ আকৃতির এই বাড়ির ডিজাইন করে সৌন্দর্যের ধারণা দিয়েছেন অস্ট্রিয়ান ফ্রাইডেনস্ট্রিচ হান্ডারটওয়েজার। নির্মিত ভবনটিকে বলা যায় একটি বাড়ি, অথবা একটি বাগান, অথবা দুটোই। মানুষ যদি প্রকৃতির মধ্য দিয়ে হেঁটে যায় তখন সে প্রকৃতির অতিথি- এই ধারণাকে পুঁজি করেই ডিজাইন করেছেন ফ্রাইডেনস্প্রিচ। ভবনটির শুরু হয়েছে মাটি থেকে, গাছ দিয়ে যেন শুরু হয়। সেখান থেকে আপনি সরাসরি ছাদবাগান হয়ে উঠে যেতে পারবেন একেবারে সাততলা ভবনের চূড়ায়। এর ছাদ যেমন নানান গাছগাছালিতে সাজানো, আশপাশের খালি জায়গায়ও রয়েছে শত রকমের ফলফলারি আর ফুলের গাছ। এর ছাদে কখনোই পানি জমার সুযোগ হয় না। সব গাছের পিপাসা মিটিয়ে নেমে যায় একেবারে রাস্তায়। আবাসিক এই বাগানভবন দেখতে পৃথিবীর বহু দেশের পর্যটক প্রতি বছর শীতে ভিড় জমান জার্মানিতে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...