

আবুল বাশার, সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডট কম :: ভাষা-মতিন। তিনি এমন একজন, বাংলা ভাষায় এ নামে আর কেউ নেই। গত বছর ৮ অক্টোবর বুধবার আমাদের সবাইকে ব্যাকুল করে নিরঙ্কুশ বিদায় নিয়ে চলে গেছেন মহাকালে। রেখে গেছেন আমরি বাংলা ভাষা। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে জাতিসংঘ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে মান্য করে। সারা পৃথিবীর বহু ভাষাভাষী জানে, কেন এই মাতৃভাষা দিবস। বাংলার গৌরব মহিমান্বিত হয়েছে ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে। সেদিন ভাষা আন্দোলনকারীরা শহীদ হয়েছেন, অসহনীয় নির্যাতন সইতে হয়েছে। কারাবরণ করেছেন প্রায় সবাই। সবার কথা সমানভাবে মনে রাখিনি আমরা।
আবদুল মতিন—নির্ভেজাল ও নিরহংকার এই মানুষ বায়ান্ন সালে বাংলা ভাষার দাবিতে যে আন্দোলন করেছিলেন, সেটি তিনি পরবর্তী সময়ে জীবনের প্রতিটি বাঁকে শাণিত করে আমাদের জন্য উপহার দিয়ে গেছেন বাঙালির একমাত্র রাষ্ট্রভাষা বাংলা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এ নিয়ে কিছু বিতর্ক থাকলেও পাকিস্তানি সেনাবাহিনী তাঁর এক ভাই ও বাবাকে হত্যা করেছিল। বাম রাজনীতি করেছেন আজীবন, যুক্ত ছিলেন কৃষক-শ্রমিকদের সঙ্গে। সমকালে মওলানা ভাসানী ছিলেন তাঁর আদর্শ। গৌরবময় ইতিহাসের নায়ক কীভাবে জীবিতকালে লোকচক্ষুর আড়ালের কারাগারে দীর্ঘকাল বন্দী থেকে এবং সুযোগ্য সম্মান না পেয়ে আমাদের এই বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবাস করে গেলেন—ভাবলে দুঃখ হয়। বিলম্বে জুটেছিল রাষ্ট্রীয় পুরস্কার। বাংলা ভাষার এই দেশে যেন তিনি ছিলেন এক আগন্তুক। কোনো সরকার তাঁকে চিনতে চায়নি।
তাঁর সাথে দীর্ঘদিন মেশবার সুযোগ হয়েছে। অত্যন্ত কাছ থেকে তাঁকে দেখেছি। তাঁকে কখনো ব্যক্তিগত বিষয়-আশয় নিয়ে আক্ষেপ বা ক্ষোভ প্রকাশ করতে দেখিনি।দারিদ্র্যের বিরুদ্ধে আজীবন সংগ্রামী আবদুল মতিন দরিদ্রতা পরিহার করতে পারেননি। তাঁকে এই অভিশাপ থেকে উদ্ধার করে একটু স্বস্তি দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের। কিন্তু কোনো সরকার তাঁর এই বাস্তবতাকে সমর্থন দেয়নি, করেনি যোগ্য সম্মান। মতিন সাহেব ছিলেন এমন একজন, যিনি শুধু দিয়ে গিয়েছেন, পেলেন না তেমন কিছু। আর যা দিলেন, তা হলো বাঙালির আত্মপরিচয়, বাংলা ভাষা। আমাদের সবচেয়ে বড় অহংকার। এভাবে ভাষা-মতিন আমাদের অনিবার্য নায়ক। বাংলা ভাষার মতিন, আপনাকে বাঙালি জাতি কোনো দিন ভুলে থাকতে পারবে না। বিপুল আয়োজন ও আন্দোলনের ভেতর দিয়ে বাংলা ভাষাকে আপনি সমৃদ্ধ করেছেন। আপনি আমাদের সবচেয়ে সম্মানিত মানুষদের অন্যতম।আপনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন প্রতিটি বাঙালির মানসপটে।
সম্পর্কিত সংবাদ

অপরাধ
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া মহল্লায় মঙ্গলবার রাতে তুচ্ছ ঘট...

শিক্ষাঙ্গন
বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন
তানিম তূর্যঃ বাংলা নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া পাইকপাড়া মডেল একডেমীর উদ্দ্যোগে তরুণ প্রজন্মের লেখা 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়...

আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

রাজনীতি
শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়
সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

শাহজাদপুর
সভাপতি প্রার্থী বিজয় ঘোষ ও সাধারন সম্পাদক প্রার্থী সেতু সেনের মতবিনিময়
আসছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শনিবার(১০আগষ্ট) রাতে উপজেলার নরিনা ই...

সিরাজগঞ্জ জেলার সংবাদ
উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নে ডোবার পানিতে ডুবে তাসকিয়া খাতুন (১৪) নামে একটি শিশুর মৃত...