রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
image_150407

 শাহজাদপুর সংবাদ ডট কমঃ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার প্রথমবারের  মতো একযোগে ৬ হাজার ২২১ জন চিকিৎক সরকারি চাকরিতে নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে  এ নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৭ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  আনুষ্ঠানিকভাবে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী এসব চিকিত্সক নিয়োগ পাবেন।স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গত সোমবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।  মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। আর  এ জন্য সরকার দেশের হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রে ও কমিউনিটি হেলথ সেন্টারগুলোতে চিকিৎসকদের শূন্য পদ  পূরণে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছে। সরকারি কর্ম কমিশন পরীক্ষা গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সম্প্রতি  ৬ হাজার ২২১ জন চিকিৎসককে মেডিক্যাল অফিসার হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। গত মাসে  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডিজিটাল পদ্ধতিতে এই  নিয়োগ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। নিয়োগের একটি কাঠামো (ফরমেট) মন্ত্রণালয়ের ওয়েবসাইটের  অনলাইনে দেয়া হয়েছে। এই কাঠামো পূরণের মাধ্যমে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট চিকিৎসকগণ নিয়োগ  লাভ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় এই যুগন্তকারী উদ্যোগ নিয়েছে। মন্ত্রী জানান, এই নিয়োগের ফলে দেশে দীর্ঘ দিনের চিকিৎসক সংকট বহুলাংশে লাঘব হবে। তৃণমূলের মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পাবেন। তবে নতুন নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসকদের প্রথমে যে স্থানে নিয়োগ দেয়া হবে, আগামী দু'বছর তাদেরকে বাধ্যতামূলকভাবে সেই কর্মস্থলেই মানুষকে চিকিৎসা সেবা দিতে হবে। দু'বছর আগে তারা নিজ কর্মস্থল থেকে অন্য কোথাও বদলি হতে পারবেন না। এক্ষেত্রে কোন সুপারিশ কাজে আসবে না। মোহাম্মদ নাসিম বলেন, স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশ যদি কোন স্বামী ও স্ত্রী দু'জনই চিকিৎসক হিসেবে নিয়োগ পান তাদের উভয়ই একই কর্মস্থলে নিয়োগ পাবেন। এমনকি নতুন চিকিৎসকরা তাদের ইচ্ছানুযায়ী নিজ জেলা, উপজেলা কিংবা ইউনিয়নে পোস্টিং লাভে কোন বাধা থাকবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন চিকিত্সক নিয়োগের পাশাপাশি বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে চাকরিরত অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের পদোন্নতিরও উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ৫ শতাধিক মেডিক্যাল অফিসার ও সহকারী সার্জনকে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। চলতি মাসে আরো প্রায় দুই হাজার যোগ্যতা সম্পন্ন চিকিৎসককে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালট্যান্ট, সহকারী পরিচালক ও উপ-পরিচালক হিসেবে পদোন্নতি দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে চিকিত্সকের শূন্য পদের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। পদোন্নতির কারণে আরো কিছু পদ শূন্য হবে। কিন্তু ৬ হাজার ২২১ জন নতুন চিকিত্সক নিয়োগ পাওয়ার পর তৃণমূল পর্যায়ে আর কোন চিকিত্সকের অভাব থাকবে না। মোহাম্মদ নাসিম জানান, আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিনে দেশের ছয়টি নতুন সরকারি মেডিক্যাল কলেজ ক্লাশ শুরু করা হবে। কলেজগুলো হচ্ছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, টাঙ্গাইল ও রাঙ্গামাটি সরকারি মেডিক্যাল কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এই কলেজগুলোর কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

মিল্কভিটা'র চেয়ারম্যানের শাহজাদপুর বাথান পরিদর্শণ; কোর্ডায়াল রিসিপশান

ফটোগ্যালারী

মিল্কভিটা'র চেয়ারম্যানের শাহজাদপুর বাথান পরিদর্শণ; কোর্ডায়াল রিসিপশান

শামছুর রহমান শিশির,বিশেষ প্রদিবেদক, শাহজাদপুর : আজ (সোমবার) বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এ...

বেলকুচিতে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

বেলকুচিতে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন,...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...