বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
05 শাহজাদপুর সংবাদ ডটকম, (চট্টগ্রাম) : তিনি একজন স্কুল শিক্ষিকা। একসাথে সংসার করছেন দুইজন স্বামীর। ১ম স্বামীকে তালাক দিয়ে পরবর্তীতে তা প্রত্যাহার করে আবার ফিরে যান প্রথম স্বামীর কাছে। কৌশলে স্বামীকে বিদেশ পাঠিয়ে দিয়ে তার কলেজ জীবনের প্রেমিক আরেক স্কুল শিক্ষককে বিয়ে করেন। এক সাথে দুই স্বামীর সংসার করা ওই স্কুল শিক্ষিকার নাম নাছিমা আক্তার। তিনি জোরারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষিকা। আর ২য় স্বামী একই স্কুলের শিক্ষক ২ সন্তানের জনক সাইফুল আলম। শিক্ষিকা নাছিমার ঘরেও রয়েছে একটি সন্তান। সাইফুল- নাছিমা দম্পতির প্রেম বিয়ের খবর এখন টক অব দ্যা মিরসরাইতে পরিনত হয়েছে। শিক্ষক শিক্ষিকার এই ন্যাক্কারজনক ঘটনায় বিব্রত স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পরিষদ এবং অভিভাবকরা। জানা গেছে, ১৯৯৭ সালের ৩ জানুয়ারী মিঠানালা ইউনিয়নের জাহাঙ্গীর আলমের সাথে একই ইউনিয়নের নাছিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়ন ছিলো। নাছিমা আক্তার তখন সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খন্ডকালীন হিসেবে শিক্ষকতা করতেন। ২০১১ সালের ফেব্রুয়ারী মাসে তার কলেজ জীবনের প্রেমিক জোরারগঞ্জ স্কুলের শিক্ষক সাইফুল আলমের সহযোগীতায় সুফিয়া স্কুল থেকে চলে আসেন খন্ডকালিন শিক্ষিকা হিসেবে জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। জোরারগঞ্জ স্কুলে যোগদানের পর নাছিমা আক্তার বাসা ভাড়া নেন সাইফুল ইসলামের বাসার পাশ্ববর্তী একটি রুমে। তখন থেকে সাইফুলের সাথে নাছিমার অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি নাছিমার স্বামী জাহাঙ্গীর জানতে পারলে শুরু হয় টানা পোড়ন। এক পর্যায়ে ২০১২ সালের ২৯ ডিসেম্বর নাছিমা ডিভোর্স লেটার পাঠায় জাহাঙ্গীরের কাছে। ২০১৩ সালের ২৯ ফেব্রুয়ারী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের ভূইয়ার উপস্থিতিতে শালিশী পরিষদে নাছিমা ভিভোর্স লেটার প্রত্যাহার করে নেন। তারা আবার সংসার শুরু করেন। এর মধ্যে জাহাঙ্গীর ওমান চলে যান। এই সুযোগে নাছিমা আক্তার আরো ঘনিষ্ট হন প্রেমিক সাইফুল আলমের সাথে। ১ম স্বামীর সাথে সংসার থাকা অবস্থায় ২০১৩ সালের ৩০ এপ্রিল চট্টগ্রামের চকবাজার কাজী অফিসে গিয়ে সাইফুল আলমকে বিয়ে করেন। সাইফুলকে বিয়ে করার বিষয়টি গোপন রাখেন নাছিমা আক্তার। তাদের দুজনের চলাফেরায় জোরারগঞ্জ স্কুলের শিক্ষকদের মাঝে সন্দেহের উদ্রেক হলে একপর্যায়ে সাইফূল প্রধান শিক্ষক নুরুল আমিনের কাছে বিয়ের বিষয়টি স্বীকার করেন। নাছিমার প্রথম স্বামী জাহাঙ্গীরের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নাছিমার সাথে তার সংসার চলছে। প্রতিদিনই তাদের যোগাযোগ হয়। সাইফুলের সাথে তার স্ত্রীর বিয়ের খবর শুনে তিনি বিষ্ময় প্রকাশ করেন। তিনি বলেন, লম্পট সাইফুলের কারণে তার সুখের সংসার তছনছ হয়ে গেছে। জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কথা হয় শিক্ষক সাইফুল আলমের সাথে। তিনি বলেন, স্কুলের সহকর্মী শিক্ষকরা তার আর নাছিমার নামে বানোয়াট অপপ্রচার শুরু করলে অসহায় হয়ে পড়ে নাছিমা। তাই অনেকটা করুনা করে নাছিমাকে অপবাদের হাত থেকে রক্ষা করতেই তাকে বিয়ে করেছি। নাছিমার পূর্বের স্বামীর সাথে ডিভোর্স প্রত্যাহার করে পুনরায় সংসারে ফিরে যাওয়ার বিষয়টি জানতেন না। বিয়ের পূর্বে নাছিমার সাথে দীর্ঘ দিন ধরে চলা অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেন তিনি। শিক্ষিকা নাছিমা আক্তার সাইফুল আলমের সাথে ২য় বিয়ের কথা স্বীকার করেন। ১ম স্বামী জাহাঙ্গীরের সাথে ডিভোর্স হয় বলে তিনি দাবী করেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাছির উদ্দিন দিদার বলেন, শিক্ষক নাছিমা আর সাইফুলের প্রেম বিয়ের খবরে আমরা খুবই বিব্রত। আমি নাছিমা আক্তারকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছি। এক সাথে দুইজন স্বামীর সাথে সংসারের বিষয়ে একাধিক মাওলানার সাথে আলাপকালে তারা বলেন, ১ম স্বামীর সংসারে থেকে ২য় বিয়েটি শরীয়ত সমর্থন করে না। এটি অবৈধ বিয়ে বলে বিবেচিত হবে।                     শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/09/09/2014  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে চুরি হওয়া শাড়িসহ গ্রেফতার ৪

শাহজাদপুর

শাহজাদপুরে চুরি হওয়া শাড়িসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জ শাহজাদপুরে কাপরের হাটের গোডাউন থেকে চুরি হওয়া শাড়িসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- পৌর...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

শাহজাদপুরে বঙ্গবন্ধু পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ শাখার মানববন্ধন অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে বঙ্গবন্ধু পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ শাখার মানববন্ধন অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্য বিনষ্ট ও অবমাননার প্রতিবাদে শাহজাদপুরে বঙ্গবন্ধু পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ...

যমুনার পানি বেড়ে নতুন এলাকা প্লাবিত

সিরাজগঞ্জ জেলার সংবাদ

যমুনার পানি বেড়ে নতুন এলাকা প্লাবিত

যমুনা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি নতুন এলাকা। যমুনা নদীতে দুই সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার...

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন