শাহজাদপুর প্রতিনিধিঃ অবিরাম ভারি বর্ষণ ও উজানের ঢলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা, করতোয়া ও বড়াল নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। স্কুল খোলা থাকায় কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে নড়বড়ে বাঁশের সাকো, ডিঙ্গি নৌকা অথবা কলার ভেলায় চড়ে ক্লাসে যাচ্ছে। স্কুলগুলি বন্যার পানিতে ডুবে যাওয়ায় ক্লাস চলছে পাশের বাড়ির উঠোনের খোলা আকাশের নিচে। কাঠফাটা রোদে পুরে এসব কোমলমতি শিশুরা চরম কষ্ট করে ক্লাস করছে। প্রচন্ড রোদে পুরে অধিকাংশ শিশু অসুস্থ হয়ে পড়ছে। অপরদিকে বাঁশের সাকো পার হতে অনেক শিশু দুর্ঘটনার শিকার হচ্ছে।
আজ রোববার দুপুরে চর কৈজুরী গ্রামে অবস্থিত সাহেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে শিক্ষার্থীদের এ করুন দুরাবস্থা দেখা গেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, স্কুল বন্ধের সিদ্ধান্ত এখনও না হওয়ায় ঝুকির মধ্যেও ক্লাস অব্যাহত রাখা হয়েছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন। অপরদিকে বন্যার পানিতে নতুন করে উপজেলার দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি ও ১২ হাজার হেক্টর আবাদি জমি ডুবে গেছে। এ ছাড়া ৩ শতাধিক বিঘার বোনা আমন ধান ও সব্জি ক্ষেত ডুবে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে উপজেলার দেড় লক্ষাধিক মানুষ। উপজেলার ১৩ টি ইউনিয়নে ১ মেট্টিকটন করে চাল সরকারী বরাদ্দ দেয়া হয়েছে।
অধিকাংশ বন্যা দূর্গতরা অভিযোগ করেছে,তারা এখনো কোন ত্রাণ সামগ্রী তাদের হাতে এসে পৌছায়নি। ফলে তারা অর্ধহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। গ্রাম অঞ্চলের অধিকাংশ কাঁচা রাস্তা বন্যার পানিতে ডুবে যাওয়ায় গ্রামের মানুষ যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে। এ ব্যপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ ও দূর্গতদের তালিকা প্রস্তুত করে জেলা সদরে পাঠানো হয়েছে। এছাড়া দূর্গতদের জন্য ত্রাণ সামগ্রীর আবেদন জানানো হয়েছে। হাতে এসে পৌছালে তা দ্রুত বিতরণ করা হবে।
সম্পর্কিত সংবাদ
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন
শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...
অপরাধ
শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...
জানা-অজানা
কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!
শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
শাহজাদপুর
শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...