মঙ্গলবার, ০৭ মে ২০২৪
732ef93bfb7a848296d3377e944ea3b0 দীপংকর গৌতম, শাহজাদপুর সংবাদ ডটকম : ১৯ বছর, দেখতে দেখতে পার হয়ে গেল। তবু স্মৃতির পট থেকে মুছে যায়নি ইয়াসমিনের কথা। ইয়াসমিন এক দরিদ্র ঘরে সন্তান। ঢাকায় সে কাজ করতো। দিনাজপুরের এই হতভাগ্য মেয়েটি ২৪ আগস্ট বাড়ি যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসে । এবং উঠে পড়ে ঠাকুরগাঁওগামী নৈশ কোচে।ভোরে ঢাকা থেকে নৈশ কোচ-এর সুপারভাইজার যাত্রী ইয়াসমিনকে দিনাজপুরের দশমাইল মোড়ে এক চায়ের দোকানের সামনে নামিয়ে দেয়। কিছুক্ষণ পরই সেখানে রাতে টহল পুলিশের একটি দল পৌঁছে। ইয়াসমিনকে দিনাজপুর শহরে পৌঁছে দেয়ার কথা বলে জোরপূর্বক পিকআপ ভ্যানে তুলে নেয় তারা। এরপর তারা দশমাইল সংলগ্ন সাধনা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এ ঘটনা ১৯৯৫ সালের। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিলো আপামর জনসাধারণ । জ্বলে ওঠে উত্তর জনপদের লাল মাটি ।অগ্নিগর্ভা মৃত্তিকার সন্তানরা জেগে ওঠে। কেঁপে ওঠে পেটোয়া বাহিনীর হাতিয়ার। আজও সে দিনটি যেন দরোজায় কড়া নেড়ে বলে যায়-ধর্ষক-খুনীর ঠাঁই নেই বাংলায়। । এ ঘটনায় বাংলাদেশসহ বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠে। ১৯৯৫ সালের ২৪ আগষ্ট এই ঘটনার প্রতিবাদে দিনাজপুরের সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। ওদিন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা কোতয়ালী থানা ঘেরাও করে। এতে উত্তেজিত জনতা ৩টি পুলিশ ফাঁড়ি, ৪টি পুলিশ পিকআপ জ্বালিয়ে দিয়ে কোতয়ালী থানায় আক্রমণ করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে ৩ জনকে হত্যা করে এই প্রতিবাদীরা হচ্ছে সামু, সিরাজ, কাদের । আহত হয় প্রায় শতাধিক মানুষ। শহরের আইন-শৃংখলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় কার্ফ্যু। শহরে নামানো হয় তৎকালীন বিডিআর। তৎকালীন রাজশাহী বিভাগীয় কমিশনার দোষী পুলিশ সদস্যদের বরখাস্ত ও গ্রেফতার এবং তৎকালীন পুলিশ সুপার মোতালেব হোসেন, জেলা প্রশাসক আব্দুল জব্বারসহ কোতয়ালী থানার কর্মরত সব পুলিশ সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। এর পর থেকেই ২৪ আগষ্ট দেশব্যাপী নারী নির্যাতন (ইয়াসমিন দিবস) প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। পরবর্তীতে ওই ঘটনায় ১৯৯৭ সালের ৩১ আগষ্ট রংপুরে বিশেষ আদালতের বিচারক পুলিশের এএসআই ময়নুল হোসেন, কনষ্টেবল আব্দুস সাত্তার ও অমৃতলালকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। পরবর্তীতে তাদের মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা হয়েছে।ইয়াসমিনের মা শরীফা বেগম আক্ষেপ করে বলেন, বর্তমান সরকার প্রধান তখন বিরোধী দলের নেত্রী থাকাবস্থায় প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি দিবেন। কিন্তু আজও তা রক্ষা হয়নি। পুলিশের গুলিতে নিহত সামুর বিধবা স্ত্রী ও তার পরিজনের খোঁজ নেয়নিকেউ ১৯ বছরেও । মাহমুদা বেগম তার ২ মেয়ে নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন। পুলিশের গুলিতে আহত মনোজ এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। দিনটিকে সামনে রেখে নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন নারী সংগঠনের নেত্রী দিনাজপুর মহিলা পরিষদ সভানেত্রী কানিজ রহমান। ইয়াসমিন ট্রাজেডি ঘটনাকে কেন্দ্র করে ২৪ আগষ্ট দেশব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে পালন করে আসছে বিভিন্ন সংগঠন। দিনাজপুরে দিবসটি পালনে মহিলা পরিষদ, সিপিবি, ছাত্র ইউনিয়ন, জাগপা, পল্লীশ্রীসহ বিভিন্ন এনজিও শোকর‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...

শাহজাদপুরে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলার বিচার কাজ ৬ বছরেও শেষ হয়নি

অপরাধ

শাহজাদপুরে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলার বিচার কাজ ৬ বছরেও শেষ হয়নি

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র সাব্ব...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাওয়াল মাসে বিয়ের কোনো ফজিলত আছে কি?

ধর্ম

শাওয়াল মাসে বিয়ের কোনো ফজিলত আছে কি?

সুতরাং শাওয়াল মাসে বিয়ে করাকে যেমন অশুভ মনে করা যাবে না, এ মাসে বিয়ে করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করারও কোনো ভিত্তি নেই। ত...

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...