রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
00000 আবুল বাশার : আজ ঐতিহাসিক ১০ এপ্রিল, ১৯৭১ সালের এ দিনে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের মধ্যদিয়ে নবগঠিত স্বাধীন বাংলাদেশে সরকারের আত্নপ্রকাশ ঘটেছিল। প্রধানমন্ত্রীর এ ভাষণের খসড়াটি তাজউদ্দীন আহমদ,আমিরুল ইসলাম ও রেহমান সোবহান মিলে তৈরী করেছিলেন। পরে দিল্লিতে রেকর্ড করা নতুন আতœপ্রকাশিতব্য বাংলাদেশ সরকারের নবগঠিত প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর বক্তৃতাটি শিলিগুড়ির কোন এক জঙ্গলের গোপন বেতার কেন্দ্র থেকে প্রচার করা হয়েছিল। ১০ এপ্রিল,বাংলাদেশ সময় রাত ১০ টায় বেতারের মাধ্যমেবঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে স্বাধীন বাংলাদেশ সরকার গঠনসহ পাকিস্থান হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অকুতোভয় সংগ্রামের খবরসারা বিশ্বে ছড়িয়ে পড়ে।এর রাতাটি বাংগালি জাতির জন্য একটি সম্পূর্ণ ভিন্ন এক অনুভূতির ও আকাংখিত দিন। এদিন আকাশবাণী কোলকাতা বেতার কেন্দ্র থেকে বার বারই প্রচার করা হচ্ছিল যে রাত ১০ টার পর একটি বিশেষ সংবাদ প্রচারিত হবে। এ এদিন বাংলাদেশের মানুষ ঐ বিশেষ খবরটি শোনার জন্য উদগ্রীব হয়ে রেডিওর সামনে বসে দলবেঁধে অপেক্ষা করছিলো । রাত ১০টায় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সতেজ ও মসৃণ কন্ঠে উচ্চারিত হলো শতাব্দীর অন্যতম শ্রেষ্ট সংবাদটি। তিনি বললেন,স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামের নতুন এই রাষ্ট্রের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এখন বালাদেশের বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে। এরপরই ইথার তরঙ্গের মধ্যদিয়ে ভেসে আসলো তাজউদ্দীন আহমদের কন্ঠস্বর। তিনি বললেন, ‘ স্বাধীণ বাংলাদেশের ভাই-বোনেরা বাংলাদেশের সাড়ে সাতকোটি মুক্তি পাগল গণমানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সরকারের পক্ষ থেকে আমি আপনাদের আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি তাঁদের যাঁরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাঁদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। যতদিন বাংলার আকাশে চন্দ্র-সূর্য-গ্রহ-তারা রইবে,যতদিন বাংলার মাটিতে মানুষ থাকবে, তত দিন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামের বীর শহীদদেও অমর স্মৃতি বাংগালির মানসপটে চির অম্লান হয়ে থাকবে। পুরাতন পূর্ব-পাকিস্তানের ধ্বংসাবশেষের ওপর নতুন বাংলাদেশ গড়ে তুলবার সংকল্পে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের এই পবিত্র দায়িত্ব পালনে এক মূহুর্তের জন্যও ভূলে গেলে চলবে না যে এ যুদ্ধ গণযুদ্ধ এবং সত্যিকার অর্থে এক কথাই বলতে হয় যে, এ যুদ্ধ বাংলাদেশের দু:খী মানুষের যুদ্ধ। খেটে খাওয়া কৃষক-শ্রমিক,ছাত্র-জনতাদের সাহস ও ত্যাগের দেশ প্রেম, তাদের বিশ্বাস, স্বাধীন বাংলাদেশের চিন্তায় তাদের নিমগ্নপ্রাণ, তাদের আতœহুতি, তাদের ত্যাগ ও তিতিক্ষায় জন্ম নিল এই নতুন স্বাধীন বাংলাদেশ। সাড়ে-সাতকোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফলপ্রসু হয়ে উঠুক আমাদের স্বাধীনতার সম্পদ। বাংলাদেশের নিরন্ন দু:খী মানুষের জন্য রচিত হোক এক নতুন পৃথিবী, যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। আমাদের প্রতিজ্ঞা হোক ক্ষুধা, রোগ, বেকারত্ব আর অজ্ঞানতার অভিষাপ থেকে মুক্তি। এই পবিত্র দায়িত্বে নিয়োজিত হোক সাড়ে-সাতকোটি বীর বাঙালি ভাইবোনের সম্মিলিত মনোবল ও অসীম শক্তি। যারা আজ রক্ত দিয়েছে উর্বর করেছে বাংলাদেশের মাটি, সেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ, তাদেও রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক নতুণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা।গণ-মাণুষের কল্যাণে সাম্য আর সুবিচারের ভিত্তিপ্রস্তরে লেখা হোক ‘জয়বাংলা’ জয় স্বাধীন বাংলাদেশ। রক্তঝরা গণহত্যার শিকার একটি জাতির চরম সংকটপূর্ণ সময়ে দূরদর্শী নেতা তাজউদ্দীন আহমদ এর এই ভাষণ প্রতিটি বাঙালির প্রাণে সারা জাগিয়েছিল। আমরা দলে দলে মুক্তিযুদ্ধে অংশগ্রহনের জন্য ভারতে গমণ করি। সেখানে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে স্বশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশী রাষ্ট্রের উপরাষ্ট্র হওয়ার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠেিত উপযুক্ত স্থান আমাদো প্রাপ্য। এ অধিকার বালাদেশের সাড়ে-সাতকোটি মানুষের জন্মগত আধিকার ছিল।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...