

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইস গেট সংলগ্ন বন্যার পানিতে নৌকা নিয়ে গোসল করতে নেমে ফাহিম হোসেন অনিক (২২) নামের এক শিক্ষার্থী শুক্রবার দুপুরে পানিতে ডুবে নিখোঁজের ৫ ঘন্টা পর রাজশাহী ফায়ার সার্ভেসের ডুবুরি দল ২ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সে পাবনার সাঁথিয়া উপজেলা উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে ও ঢাকার ডেফডিল ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ২য় বর্ষের ছাত্র।
এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর মামা আতাউর রহমান জানান,এ দিন সকালে শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর ভূষিপট্টি এলাকায় অবস্থিত তার বাড়িতে বেড়াতে আসে অনিক। এরপর দুপুরের দিকে অন্যান্যদের সাথে রাউতারা স্লুইস গেট সংলগ্ন বন্যার পানিতে নৌকা নিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এদিকে নিখোঁজের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ঢল নামে। এদিকে খবর পেয়ে নিখোঁজ শিক্ষার্থীর বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনা স্থলে পৌছে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করে। এতে ব্যার্থ হয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এ ডুবুরি দলটি এনায়েতপুরে নিখোঁজ এক ছাত্রের উদ্ধার অভিযান শেষে বিকেল পৌনে ৫টার দিকে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। এর ২ ঘন্টা পর ডুবুরি দল ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের ইনচার্জ মিনহাজ উদ্দিন জানান,খবর পেয়ে এদিন বিকেল পৌনে ৫টার দিকে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে পৌছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি লাশ উদ্ধারে শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করে।
সম্পর্কিত সংবাদ

জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

তথ্য-প্রযুক্তি
ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো
শাহজাদপুর প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত ‘হারানো বিজ্ঞপ্...

আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

আইন-আদালত
শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক
ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।...

আন্তর্জাতিক
সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে
জাহিদ হোসাইন খানঃ ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র সাজিদ আখতার পেয়েছিলেন জিপিএ-৪.৫০। আর এ...

অপরাধ
শাহজাদপুরে ইভটিজিং এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে যুবক-যুবতীর সাজা
শাহজাদপুর প্রতিনিধি :- শাহজাদপুরে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক বেলা...