

বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২-এ অংশগ্রহণকারী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দলসমূহ ঘোষণা করা হয়েছে। দল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
অনুষ্ঠানের শুরুতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলসমূহের একটি স্মারক উপাচার্য মহোদয়ের হাতে তুলে দেন উক্ত স্পোর্টস চ্যাম্পিয়নশিপের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেন্টর বিজন কুমার।
রবি'র উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী দলসমূহের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি বলেন, 'জাতির পিতার নামাঙ্কিত এই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দেশের যুবসমাজের শারীরীক, মানসিক ও স্বাস্থ্যগত উন্নতি সাধনের পাশাপাশি সকলের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক সুদৃঢ় করতে সহায়তা করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্ব দেশের যুব সমাজকে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করছে। এই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ তারই একটি অন্যতম ক্ষেত্র। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা মানসন্মত খেলা উপহার দিয়ে নিজেদের দক্ষতা মেলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম সকলের মাঝে ছড়িয়ে দিবে, সে প্রত্যাশা করেন রবি'র উপাচার্য।'
উল্লেখ্য, গত ২২ আগস্ট ২০২২ তারিখ এই চ্যাম্পিয়নশিপের মশাল প্রজ্বালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি'র উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম। জাতির পিতার সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় অনুষ্ঠিত মশাল প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। এছাড়া বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি এবং সংশ্লিষ্ট ফেডারেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
৩১ আগস্ট ২০২২ তারিখ বিকেল ০৫টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাকক্ষে বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান এবং সকল দলের ক্যাপ্টেন উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ

জীবনজাপন
সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা
ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...

রাজনীতি
শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এ বিষয়ে বলেন, ‘এখনো কোন পক্ষেরই অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আই...

জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুর
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

রাজনীতি
আ.লীগের সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর
সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।