

এ যেন কোন যুদ্ধের ময়দান। হঠাৎ যুদ্ধবিরতির সংবাদে কাঁথা- বালিশ, ঘটিবাটি গুটিয়ে নিয়ে গ্রাম ছেড়ে দলে দলে পালিয়ে যাচ্ছে মানুষ। মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে ডেকে ৪টি গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এমনই এক ভয়াবহ চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর গ্রামে।
সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, ২০ মে (মঙ্গলবার) সকাল দশটার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের কৈলিয়ার চর, বাগধুনাইল, করশালিকা ও রূপবাটি গ্রামের মসজিদের মাইক থেকে হঠাৎই গ্রামবাসীকে লাঠিসোঁটা, ফালা, হাঁসুয়া নিয়ে বের হতে আহ্বান করা হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে ৪ গ্রামের শত শত মানুষ বের হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী এ রক্তক্ষয়ী সংঘর্ষে বাগধুনাইল গ্রামের সিরাজ প্রামানিকের ছেলে নজরুল প্রামাণিক (৫০) নিহত হয়েছে। এছাড়া উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়েছে।
এলাকাবাসী আরও জানায়, উপজেলার বাগধুনাইল গ্রামের একটি খেলার মাঠ নিয়ে দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ৬ মাস আগে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হলেও স্থানীয়ভাবে মিমাংসা করা হয়। এরপর গত সোমবার বাগধুনাইল গ্রামের নিজুবর নামের একজন কৃষক নিজের জমির ধান কাটতে গেলে কলিয়ার চর গ্রামের লোকজন মারধর করে। সেই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার (১৯ মে) বিকেলে রূপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরোয়ারকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে কলিয়ার চর গ্রামের মানুষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগধুনাইল, করশালিকা এবং রূপবাটি গ্রাম ঐক্যবদ্ধ হয়ে কলিয়ারচর গ্রামের সাথে মঙ্গলবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ চলাকালেই নজরুল প্রামাণিক নামের একজন কৃষক নিহত হন। এতে আরও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও নজরুল প্রামাণিকের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুব্ধ গ্রামবাসী ধাওয়া দিলে কলিয়ার চর গ্রামের মানুষ পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক হলে দলে দলে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে কলিয়ার চর গ্রামের নারী-পুরুষ। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের সূত্র ধরেই কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে নজরুল প্রামাণিক নামে একজন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনঃরায় সংঘর্ষের আশংকায় এসব গ্রামের নারী, শিশুসহ আমজনতা বিচলিত হয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সেনা ও র্যবের (RAB) টহলজোড়দার করা হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পর্কিত সংবাদ

জাতীয়
শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অব...

জাতীয়
‘আইনের শাসন, গণতন্ত্র ও উন্নয়নে এগিয়ে গেছে বাংলাদেশ’- আইন সচিব
নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক রক্তের...

জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

বন্যা
অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন
বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...

জীবনজাপন
সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকার ভিলেজ নার্সারী মালিক আব্দুল হাকিম ফুল বিক্রিতে স্বাবলম্বী
বেলকুচিতে ফুল বিক্রি করছে প্রতিদিন

অপরাধ
শাহজাদপুরে পুলিশের ওপর গ্রামবাসীর ইটপাটকেল নিক্ষেপ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০...