

পৃথিবীতে আল্লাহর অপরূপ সৃষ্টি গাছ। বিশ্বের শোভাবর্ধনে গাছের ভূমিকা অপরিসীম। মানুষের প্রাণ রক্ষায় গাছ বড় ভূমিকা পালন করে। মানব জীবনের জন্য গাছের নির্মল বাতাস খুব বেশি প্রয়োজন। সুতরাং গাছ ও মানুষ একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় এই গাছ। শুধু তাই নয়, মানুষ প্রশ্বাসের সঙ্গে যে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে গাছ তা গ্রহণ করে। এক বছরে একটি গাছ প্রায় ১৩ কেজি কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য।
গাছ আল্লাহর গুণগান করে। আল্লাহর ধ্যানে সর্বদা মত্ত থাকে এই গাছ। পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মেনে সিজদা করে।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তুমি কি দেখ না যে, আল্লাহকে সিজদা করে যারা আছে আসমানে ও জমিনে, আর সূর্য, চাঁদ, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে। সুরা-আল হাজ, ১৮
ইসলামের দৃষ্টিতে গাছ লাগানো ইবাদত। হযরত মোহাম্মদ (সা.) বৃক্ষরোপণ করতে বারবার তাগিদ দিয়েছেন। শুধু বৃক্ষরোপণ নয়, রাসুল (সা.) রোপিত গাছের পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেছেন।
মহানবি (সা.) বৃক্ষরোপণ ও কৃষিকাজে উৎসাহিত করেছেন। বিভিন্ন হাদিসে তার প্রমাণ পাওয়া যায়। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যদি কোনো মুসলিম বৃক্ষরোপণ করে অথবা ক্ষেতে ফসল ফলায়, সেখান থেকে মানুষ কিংবা চতুষ্পদ প্রাণী কিছু অংশ খায়, তাহলে তার জন্য তা সদকা হিসেবে গণ্য হবে। সহি আল বোখারি: ২৩২০ ও মুসলিম: ৪০৫৫
অপর এক হাদিসে মহানবি (সা.) বলেছেন, যদি কোনো ব্যক্তি বৃক্ষরোপণ করে, তা ফলদার হওয়া পর্যন্ত পরিচর্যা ও সংরক্ষণে ধৈর্য ধারণ করে, তার প্রতিটি ফল যা নষ্ট হয়, তার বিনিময়ে আল্লাহ তাকে সদকার নেকি দেবেন।-মুসনাদে আহমদ: ১৬৭০২
বৃক্ষরোপণকে যেমন ইসলাম উৎসাহ দিয়েছে তেমনি অপ্রয়োজনে বৃক্ষ নিধনকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। মহানবি (সা.) বলেছেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন।–সুনানে আবু দাউদ: ৫২৪১
তবে মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়, ঘর-বাড়ির ক্ষতি করে এবং মানুষের প্রয়োজনে গাছ কাটতে কোনো নিষেধ নেই। এ প্রসঙ্গে রাসুল (সা.) একটি হাদিস উল্লেখযোগ্য। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, আমি এক ব্যক্তিকে ওই গাছের ছায়ায় চলাচল করতে দেখেছি যা সে রাস্তার মোড় থেকে কেটেছিল, গাছটি মানুষকে কষ্ট দিত। - সহিহ মুসলিম: ৫৮৩৭
সমকালীন সময়ে বিশ্বের পরিবেশবিদরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রচুর পরিমাণ গাছ থাকলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিয়ে প্রশান্তি লাভ করা যায়। মানুষ সহজে রোগ-ব্যাধিতে আক্রান্ত হয় না। জমির উর্বর শক্তি ও ফলন বাড়াতে গাছের ভূমিকা অনেক।
পৃথিবীতে শিশুর পুষ্টির জন্য মায়ের দুধ যেমন অপরিহার্য, তেমনি পরিবেশ রক্ষায় বৃক্ষ অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিশ্বকে সুন্দরভাবে গড়ে তুলতে বৃক্ষরোপণের প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
সম্পর্কিত সংবাদ

জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন
নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...

জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

জাতীয়
শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

শাহজাদপুর
শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

অপরাধ
শাহজাদপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১
সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের এক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছ...