শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক শিমুল হত্যাকান্ডে ব্যবহৃত শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুর ব্যবহৃত আগ্নেয়াস্ত্র গত ৮ দিনেও উদ্ধার করতে পারেনি আইন শৃংখ্যলা রক্ষাকারী বাহিনী। গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে ওই হত্যাযজ্ঞ সংগঠিত হবার সময় মেয়র ও তার ভাই মিন্টুকে গুলি করতে করতে প্রতিপক্ষের দিকে ধাওয়া করতে দেখা যায় ঘটনার সময় ধারণকৃত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ভিডিও ফুটেজে। ওই ভিডিও ফুটেজের কপি ইতিমধ্যেই শাহজাদপুর থানা পুলিশের হাতে পৌছেছে বলে জানা গেছে। এদিকে, নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের ব্যবহৃত মোবাইল ফোন ও ঘটনাস্থলে ছবি তোলার কাজে ব্যবহৃত তার ক্যামেরাটিও উদ্ধার হয়নি এখনও। এ নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে নিহতের ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ফোন ও মেয়র এবং তার ভাই কর্তৃক ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি ক্রমশ জোড়ালো হচ্ছে। প্রত্যক্ষদর্শী চাদ ও জহুরুল জানান, ‘ পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টু গুলি ছুঁড়ে ছুঁড়তে প্রতিপক্ষকে ধাওয়া কালে সাংবাদিক শিমুল তার ব্যবহৃত ক্যামেরা দিয়ে পরপর দুটি ছবি ধারণ করেন। তৃতীয় ছবি তোলার চেষ্টাকালে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।’ ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, মেয়র হালিমুল হক মিরুর বাম হাতে একটি শর্টগান রয়েছে এবং সাদা কাপড়ে মোড়ানো ডান হাতে ক্ষুদ্র পিস্তল সাদৃশ্য অস্ত্র দিয়ে এক রাউন্ড গুলি ছুঁড়তে ছুঁড়তে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। তার কিছ্টুা অগ্রভাগে তার ভাই মিন্টু শটগান মাথার উপরে তুলে লোড করে গুলি ছুঁড়তে ছুঁড়তে প্রতিপক্ষকে ধাওয়া করছেন। মেয়র মিরু তার ডান হাতে থাকা ক্ষুদ্র পিস্তল সাদৃশ্য অস্ত্র দিয়ে এক রাউন্ড গুলি ছুঁড়েই তা লুকিয়ে ফেলেন এবং তার ভাই মিন্টু প্রতিপক্ষকে ধাওয়া শেষে ফেরার পথে শটগানটি আগের মতো হাতে না রেখে লুকিয়ে ফেলেন এবং গেট দিয়ে মেয়রের বাড়ি ঢোকাকালে কোমড়ে পিস্তল সাদৃশ্য কিছু লুকাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের দাবী, ‘মেয়র ও তার ভাই মিন্টু ছাড়াও মেয়রের বাহিনীর হাতে আরও অবৈধ আগ্নেয়াস্ত্র ছিলো যা সাংবাদিক শিমুলের গায়ে গুলি লাগার পরপরই লুকিয়ে ফেলা হয়।’ এ ঘটনার পর পুলিশ মেয়রের লাইসেন্সকৃত শটগানটি জব্দ ও ৩৪ রাউন্ড গুলি এবং ছোঁড়া গুলির খোসা উদ্ধার করলেও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি। ভিডিও ফুটেজ সূত্রে প্রকাশ, ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদের সমর্থকেরা লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র দিয়ে মেয়রের বাড়ির টিনের বেড়া পেটাতে শুরু করলে তাৎক্ষনিক পুলিশ তাদের বাধা দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। মেয়রের বাড়ি থেকে বিজয় মাহমুদের সমর্থকেরা ফিরে যেতে শুরু করলে ঠিক তখনই মেয়রের বাড়ির ভেতরে থাকা একদল সশস্ত্র সস্ত্রাসী পুলিশী বাধাকে উপেক্ষা করে পিছু হটে যাওয়া বিজয় মাহমুদের সমর্থকদের ধাওয়া দেয়। এ সময় মেয়রের ভাই মিন্টুর হাতে থাকা শটগান মাথার উপরে তুলে লোড করে গুলি ছুড়তে ছুড়তে সামনের দিকে দৌড়াতে ও তার কিছুটা পরেই মেয়রের বাম হাতে থাকা শটগান ও ডান হাতে থাকা ক্ষুদ্র পিস্তল সাদৃশ্য অস্ত্র দিয়ে এক রাউন্ড গুলি ছুঁড়তে ছুঁড়তে সামনে এগুতে দেখা যায়। কিছুক্ষণ পর গুলিবিদ্ধ একজনকে ধরাধরি করে মেয়রের বাড়ির ভেতরে নিয়ে যেতেও দেখা যায়। নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন নাহারের দায়ের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ‘হামলা ও সংঘর্ষের সময়ে ধারণকৃত একাধিক ভিডিও ফুটেজ ও বেশ কিছু স্থির চিত্র পুলিশ সংগ্রহ করেছে। ওই সময় আর কী কী ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে তা সনাক্তের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখনও মেয়রের লাইসেন্সকৃত শটগানটি ছাড়া অন্য কোন অস্ত্র এবং নিহতের মোবাইল ফোন ও ক্যামেরা উদ্ধার সম্ভব হয়নি।’ উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনকালে ওইদিন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক ও মানবাধিকার কর্মী আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন ও পরদিন শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার্থে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা গেলে নিহতের স্ত্রী নুরুন নাহার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আইন শৃংখ্যলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা থেকে রোববার ওই হত্যা মামলার প্রধান আসামী হালিমুল হক মিরুকে গ্রেফতার করে।

সম্পর্কিত সংবাদ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

বাংলাদেশ

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার...

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

অপরাধ

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

মাদক ব্যবসা, অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণের ভ...

পাবনা -সিরাজগঞ্জের বাতিঘর, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইউনুস আলী খান আর নেই

শাহজাদপুর

পাবনা -সিরাজগঞ্জের বাতিঘর, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইউনুস আলী খান আর নেই

রকীব আহমেদ (বিশেষ প্রতিবেদক): শাহজাদপুরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইউনুস আলী খান আজ ২৪ জুন সকাল ৯.৫৩ টায় এই বর্ষীয়ান চিকিৎসক...

শাহজাদপুরে ঝূঁকি নিয়ে শত শত শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে; দুর্ভোগ চরমে !

শিক্ষাঙ্গন

শাহজাদপুরে ঝূঁকি নিয়ে শত শত শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে; দুর্ভোগ চরমে !

শামছুর রহমান শিশির: শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী পূর্বপাড়া মহল্লার এক কিলোমিটার সড়কটি প্রায় দেড় যুগ ধর...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...