বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরের সাহাপাড়া গ্রামের ৮০ বছর বয়সী গোলাম মোস্তফা নামক বৃদ্ধ ও তার স্ত্রী’র হজ্ব করতে যাওয়ার জন্য প্রদানকৃত ৪ লাখ ৬২ হাজার আত্মসাতকৃত টাকা আদায়ে প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠেছে। ওই বৃদ্ধের হজ্ব করতে যাওয়ার জন্য খোয়া যাওয়া টাকা আদায়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার শাহজাদপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তা আদায় হয়নি। ভূক্তভোগী বৃদ্ধ এ ব্যাপারে বাদী হয়ে ২ জনকে বিবাদী করে গত ১০ আগস্ট শাহজাদপুর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছিলেন। একইদিন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হক থানার এসআই আব্দুল জলিল বরারব তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধ ফিরে পায়নি আত্মসাতকৃত হজ্বের টাকা। এ ব্যাপারে তিনি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। গত ১০ আগস্ট বৃদ্ধ গোলাম মোস্তফার দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ‘স্বস্ত্রীক হজ্ব করতে যাওয়ার জন্য বৃদ্ধ গোলাম মোস্তফা গত ১১/০১/১৫ ইং তারিখে ৯৮ হাজার,২৬/০২/১৫ ইং তারিখে ২ লক্ষ ও সর্বশেষ ১৪/০৫/১৫ ইং তারিখে ১ লক্ষ ৬২ হাজার টাকা বিবাদী আইকবাড়ী পাড়কোলা গ্রামের মৃত করিম উদ্দিনের পুত্র মোঃ সানোয়ার হোসেন (৫৫) ও দ্বারিয়াপুর গ্রামের মৃত সকিম উদ্দিনের পুত্র মান্নান বিশ্বাসের হাত দিয়ে সর্বমোট ৪ লক্ষ ৬২ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে হজ্বে যেতে না পেরে বৃদ্ধ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। হজ্ব করতে যাওয়ার জন্য সানোয়ার হোসেন ও মান্নান বিশ্বাসকে প্রদানকৃত ওই ৪ লক্ষ ৬২ হাজার টাকা পরবর্তীতে তিনি ফেরত চেয়েও অধ্যবধি ফেরত পাননি- পেয়েছেন শুধু আশ্বাস। বিবাদীদের কাছ থেকে প্রাপ্ত আশ্বাসের বাধ ভেঙ্গে যাওয়ায় গত ১০ আগস্ট তিনি থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হক ওই দিনই বিষয়টি তদন্তের জন্য থানার এসআই জলিলকে দায়িত্ব দেন। এসআই জলিল গত বৃহস্পতিবার গভীর রাতেই অভিযুক্ত ২ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে ওসি (তদন্ত) মনিরুল ইসলামের কাছে ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন ও শাহজাদপুর পৌরসভার সাবেক কমিশনার মোস্তাফিজুর রহমান পিযুশের উপস্থিতিতে আটককৃত ২ জন হজ্বের টাকা নেয়ার কথা স্বীকার করেন এবং ফেরত প্রদানের অঙ্গীকার করেন। দ্রুত বৃদ্ধের নিকট থেকে নেয়া হজ্বের টাকার অর্ধাংশ ফেরতদানের শর্তে শাহজাদপুর পৌরমেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর ভাই হাবিবুল হক মিন্টুর হস্তক্ষেপে ও সাবেক কমিশনার মোস্তাফিজুর রহমান পিযুশের উপস্থিতিতে উভয়েরই জিডি বহিতে মুচলেকা নিয়ে ও বাদীর অনুপস্থিতিতে (জুম্মার নামাজ আদায়ে মসজিদে অবস্থান করায়) তার একমাত্র মেয়ের জামাতা শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা এবং আদর্শ মৎস্যচাষী কে এম নাছির উদ্দিনের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর গ্রহন করে থানা পুলিশ সানোয়ার হোসেনকে শুক্রবার দুপুরে ছেড়ে দেয় । পরবর্তীতে বৃদ্ধ গোলাম মোস্তফা যখন জানতে পারেন যে, অপর বিবাদী মান্নান বিশ্বাসকে একটি জিডিমূলে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে- তাৎক্ষণিক বৃদ্ধ বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ফিরোজ আল মুজাহিদকে অবহিত করলে এআইজি অবিলম্বে বৃদ্ধের হজ্ব করতে যাওয়ার টাকা ফেরতে তার বার্তার মাধ্যমে সিরাজগঞ্জ পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পরে জেলা পুলিশ সুপার তাৎক্ষণিক শাহজাদপুর থানার অফিসার ইনচার্জকে বৃদ্ধের হজ্বে যাওয়ার জন্য প্রদানকৃত টাকা আদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পুলিশ সুপারের ওই নির্দেশ মোতাবেক শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য এসআই জলিলকে নির্দেশ প্রদান করলেও অজ্ঞাত কারনে বৃদ্ধ এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রতিকার পাননি। এ ব্যাপারে বাদী বৃদ্ধ গোলাম মোস্তফার সাথে সংবাদকর্মীরা যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তবে তার একমাত্র মেয়ের জামাতা শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা এবং আদর্শ মৎস্যচাষী কে এম নাছির উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,‘ হজ্বের টাকা আদায়ে প্রশাসনের গাফিলতি রয়েছে। এ সময় এর বেশী কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।’ এদিকে, দীর্ঘদিনেও স্বস্ত্রীক হজ্ব করতে যাওয়ার জন্য প্রায় ১৯ মাস পূর্বে আনোয়ার হোসেন ও মান্নান বিশ্বাসের হাতে প্রদানকৃত ৪ লাখ ৬২ হাজার টাকা অবধি ফেরত না পেয়ে বাদী প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

শাহজাদপুর

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

শাহজাদপুর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...

বান্দরবানে জুম ঘর থেকে গলাকাটা মহিলার লাশ উদ্ধার

বাংলাদেশ

বান্দরবানে জুম ঘর থেকে গলাকাটা মহিলার লাশ উদ্ধার

জুম ঘর থেকে বান্দরবানে মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩মার্চ) দিবাগত রাতে পাহাড়ের জুম ঘর থেকে উদ্ধার...

ঘুষি মারা সেই বৃদ্ধকে এবার নিজ হাতে চাল দিলেন কাদের মির্জা

বাংলাদেশ

ঘুষি মারা সেই বৃদ্ধকে এবার নিজ হাতে চাল দিলেন কাদের মির্জা

ঈদ উপহার নিতে যাওয়া সেই বৃদ্ধকে ঘুষি দেওয়ার এক দিন পর আজ রোববার তাঁকে নিজ হাতে সহায়তার চাল দিলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভ...

সলঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সলঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত যুবকের (৩৬) হাত-পা ও চোখ বাঁধা লাশ উদ্ধার করে থানা পুলিশ। গক...

নবনির্বাচিত কাউন্সিলর হত্যা ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত

নবনির্বাচিত কাউন্সিলর হত্যা ঘটনায় গ্রেফতার ১

  পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জ পৌরসভার  ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম (৪৫) হত্যার ঘটনায় স্বপন ব্যাপা...