সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচর গ্রামের আনোয়ার হোসেন মনির ছেলে তাঁত শ্রমিক জাহিদ হাসান (১৮) কে পিকনিকের কথা বলে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ করতোয়া নদীতে ফেলে দিয়েছে বলে এক অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে শাহজাদপুর পৌর সদরের রূপপুর নতুনপাড়া উড়িরচর এলাকার করতোয়া নদী থেকে জাহিদ হাসানের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জাহিদের দুই বন্ধু আকাশ (১৮) ও সাগর (১৯) কে তাদের দরগাপাড়ার নিজ বাড়ি থেকে সন্দেহজনকভাবে আটক করেছে। এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন মনি বাদি হয়ে জাহিদের ৭ বন্ধুর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জন বন্ধুকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই শুক্রবার সকাল ৭টার দিকে জাহিদকে নৌকায় পিকনিকে যাওয়ার কথা বলে বন্ধু রনি, তালেব, ও উজ্জল বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর দুদিন পেরিয়ে গেলেও জাহিদকে খুঁজে না পেয়ে জাহিদের মোবাইল ফোনে কল করলে রনি ফোন রিসিভ করে জানায়, মোবাইল রেখে জাহিদ বাড়ি চলে গেছে। এর একদিন পর শনিবার বিকেলে জাহিদের মোবাইল, জামা-কাপড় ও জুতা ৭ বন্ধু মিলে জাহিদের বাড়িতে পৌঁছে দিয়ে জানায়, পিকনিক শেষে জাহিদ জামা-কাপড় খুলে রেখে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে বাড়ি চলে এসেছে। এতে জাহিদের পরিবারের সন্দেহ হলে তারা রাতে শাহজাদপুর থানায় একটি জিডি মামলা দায়ের করে। সেই থেকে তিন দিন জাহিদ নিখোঁজ থাকার পর রোববার সকালে দরগারচর এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে রূপপুর নতুনপাড়া উড়িরচর এলাকার করতোয়া নদীতে তার ক্ষত-বিক্ষত ও বিভৎস লাশ ভেসে ওঠে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জাহিদের পিকনিকের সাথী বন্ধুরা সবাই গাঁ ঢাকা দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহত জাহিদের পিতা আনোয়ার হোসেন মনি দাবি করেন, পিকনিকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুরা পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে। শাহজাদপুর থানার এসআই কমল ও এসআই রেজাউল করিম জানান, নিহত জাহিদের হাত, গলা, নাক, চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে জাহিদের পিতা আনোয়ার হোসেন মনি বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

অর্থ-বাণিজ্য

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর, বিন্দু সিরাজগঞ্জের ত...