সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
অাগামী ৩ মে বিশ্ব গনমাধ্যম দিবসকে সামনে রেখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জাতীয় ভাবে সাংবাদিকদের তালিকা প্রনয়ন, সাংবাদিকদের পেশাগত কাজের স্বাধীনতা ও নিরাপত্তার দাবীতে ১৪ দফা দাবী সহ গনমাধ্যম সপ্তাহ উদযাপন এর দাবী জানিয়েছে। বিএমএসএফ'র দাবীর স্বপক্ষে সাড়া দিতে দেশের সাংবাদিক মহল সহ জনগনকে সপ্তাহ ব্যাপী গনমাধ্যম দিবস উদযাপনের জন্য অাহবান জানিয়েছে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। গত ৮ এপ্রিল শনিবার বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় গনমাধ্যম সপ্তাহ উদযাপনের স্বপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে আগামী ১ মে থেকে ৭ মে ২০১৭ সাল থেকে সপ্তাহ ব্যাপী গনমাধ্যম সপ্তাহ উদযাপনে জাতীয় পর্যায় স্বীকৃতি দেয়ার দাবী জাতির সামনে তুলে ধরতে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রককাশ হয়। তারই ধারাবাহিকতায় সপ্তাহ ব্যাপী জাতীয় গনমাধ্যম সপ্তাহ উদযাপনে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে জেলা উপজেলা কমিটিকে নির্দেশ দেন বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক অাহমেদ অাবু জাফর জাতীয় ভাবে গনমাধ্যম সপ্তাহ উদযাপনের স্বপক্ষে যৌক্তিকতা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলেন, অামাদের দেশের প্রায় সকল পেশাজীবীদের কার্যক্রম জাতীর সামনে তুলে ধরতে পৃথক পৃথক সময় সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কিন্তু দেশের গনমাধ্যম ও গনমাধ্যম কর্মীদের কর্মপরিচালনা সহ বিবিধ বিষয় সম্পর্কে জনগনের সামনে তুলে ধরতে সপ্তাহ ব্যাপী একটি কর্মসূচি প্রয়োজন। অাসন্ন ৩ মে "বিশ্ব গনমাধ্যম দিবস" কে সামনে রেখে গনমাধ্যমের সকল কার্যক্রম জনগনের সামনে তুলে ধরা এবং গন্যমাধ্যম সম্পর্কে জনগনকে অবহিত করার লক্ষ্যে অামাদের এ দাবী। শুধু তাই নয় দেশের শ্রমজীবী মানুষের অধিকারের দিবস উপলক্ষে অাগামী পহেলা মে [মে দিবস] উপলক্ষে শ্রমজীবী মানুষের মত সাংবাদিক পেশায় নিয়োজিত মফস্বল সাংবাদিকসহ সাংবাদিকেদের শ্রমের বিনিময় তারা কি কতটুকুই বা পাচ্ছে, অথচ সমাজের বিভিন্ন পেশার মানুষের জন্য সরকারের নানা অনুদান বরাদ্ধ, কল্যানের কথা চিন্তা করলেও সাংবাদিকদের জন্য কোন সরকারই স্বাধীনতার ৪৬ বছরে চিন্তা করেনি। চিন্তা করেনি কিন্তু বিএমএসএফ'র দাবীতে সাড়া দিয়ে বর্তমান সরকার সাংবাদিকের উন্নয়নের কথা চিন্তা করে দাবীকে প্রাধান্য দিয়ে সারাদেশে সাংবাদিকদের জাতীয় তালিকা প্রনয়নের কাজ শুরু করেছে। অামরা অাশা করছি দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের পেশাগত কাজের স্বাধীনতা বজায় রাখার জন্য সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী অাইন প্রনয়ন, নিয়োগ নীতি মালা প্রনয়ন ও হত্যার হুমকি, মিথ্যা মামলা সহ সাংবাদিক সুরক্ষায় দেশে কোন অাইন না থাকায় বর্তমান সময় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকের নির্যাতন, নিপিড়ন, মিথ্যা মামলা সহ হত্যার হুমকি বেড়েই চলছে। যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান থেকে অকারনে প্রতিনিয়ত ছাটাই করা হচ্ছে সাংবাদিকদের। কর্মক্ষেত্রে ও জীবনের নিরাপত্তার ঝুকি নিয়েই একজন সাংবাদিক এই পেশায় শ্রম দিয়ে যাচ্ছে। কিন্তু নিদিষ্ট শ্রমঘন্টার বিপরিতে অধিকাংশের ভাগ্যেই মেলেনা ওয়েজবোর্ড অনুযায়ী বেতন ভাতা। তাই দেশের গনমাধ্যমকে ঢেলে সাজাতে এবং দেশের জনগনের কাছে গনমাধ্যমের চিত্র তুলে ধরতে অাগামী (১মে থেকে ৭ মে) সপ্তাহ ব্যাপী "জাতীয় গনমাধ্যম সপ্তাহ " হিসেবে সকল বিএমএসএফ 'র জেলা ও উপজেলা কমিটি সহ সাংবাদিকদের এগিয়ে অাসার অাহবান জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী

খেলাধুলা

শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী

আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাহজাদপুর পৌরসভা আয়োজিত পৌর...

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

সিরাজগঞ্জে নৌকা-ধানের শীষের লড়াই শুরু

রাজনীতি

সিরাজগঞ্জে নৌকা-ধানের শীষের লড়াই শুরু

ডেস্ক নিউজ: আওয়ামী লীগ-বিএনপি দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্তের পরই প্রার্থীর সমর্থক ও দলীয় কর্ম...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...