শাহজাদপুর সংবাদ ডেক্স: এলাকায় অমুক্তিযোদ্ধা বলে পরিচিত- সারাদেশে এমন অনেক ব্যাক্তি মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়ে মুক্তিযোদ্ধা সনদ ও ভাতা নিয়েছেন। এদের কেউ কউ মুক্তিযোদ্ধা কোটায় নিজেরাও চাকুরীর বর্ধিত সময়, বেতন-ভাতাদি নিয়েছেন এবং চাকরিও করছেন তাদের সন্তানেরা। শাহজাদপুরেও এমন অমুক্তিযোদ্ধারা ভাতাসহ অন্যান্য সরকারী সুবিধা ভোগ করছেন বলে এলাকাবাসী ও যুদ্ধকালীন কমান্ডারদের অভিযোগে জানাযায়। এদেরই একজন হচ্ছেন উপজেলার কৈজুরী ইউনিয়নের মনাকষা গ্রামের মীর আব্দুল হাকিম, পিতার নাম আলহাজ্ব মরতুজা আলী, জন্ম তারিখ-২৯/০৫/১৯৪৭। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি কৈজুরী ইউনিয়ন পিস কমিটি গঠনকালীন সভায় উপস্থিথ থেকে পিস কমিটি গঠনে ভূমিকা রেখেছেন এবং পাকবাহিনীর সহযোগি হিসেবে কাজ করেছেন। ১৯৭১ সালের নথি পর্যালোচনা করে দেখা যায়, ১৯৭১ সালে ১৪ মে ইউনিয়ন পিস কমিটি গঠনে কৈজুরী ইউনিয়ন পরিষদে ইউনিয়ন চেয়ারম্যানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় মোট ৪৪ জন ব্যাক্তি উপস্থিত ছিলেন। এর ২৩ নং ক্রমিকে মীর আব্দুল হাকিম এর নাম রয়েছে। সভায় আলোচনা শেষে সর্ব্বসম্মতিক্রমে মীর আজাহার আলীকে প্রেসিডেন্ট ও আলহাজ জয়েন উদ্দিন তালুকদারকে সেক্রেটারী করে ২০ সদস্যের কৈজুরী ইউনিয়ন পিস কমিটি গঠন করা হয়। মীর আজাহার আলী মীর আব্দুল হাকিমের তার ভাই। তিনি পাকবাহিনীর সহযোগি হলেও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়ে ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করছেন। তার মুক্তিবার্তায় (লাল বই) নাম নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ব সনদ নেই, তার গেজেট নং ২৭৫৮(২০০৫ সালে প্রকাশিত), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সনদ নং- ম-১১৭৪৬৬, স্বারক নং-২০১৩ তারিখ- ২৫/৪/২০০৬ইং। ভাতা বই নং-২০১। অপরজন হলেন, শাহজাদপুর বঙ্গবন্ধু মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বজলুর রশীদ, জন্ম তারিখ-১০/১০/১৯৫৫ ইং,। তার পিতা- মৃত জয়নাল আবেদীন জালালপুর ইউনিয়ন পিস কমিটির সদস্য এবং পাকবাহিনীর সহযোগি ছিলেন। বজলুর রশীদ মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেননি। বরঞ্চ মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারেরন সদস্য হয়েও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়ে সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন। তার মুক্তিবার্তয় (লালাবই ) নাম নেই, মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ব সনদ নেই। তার গেজেট নং-১৭৯৪ (২০০৪ সালে প্রকাশিত), মন্ত্রনালয় সনদ নং- ম-৭৬২৩, স্মারক নং-১৫৫, তারিখ-২৭/১১/২০০২ ইং, ভাতা বই নং- ৩২৮। ১৯৭১ ইং সালের নথি পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৭১ সালের ১২ মে জালালপুর ইউনিয়ন পিস কমিটি গঠনের লক্ষে ইউ’পি চেয়ারম্যান এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় এলাকার মোট ২৭ ব্যাক্তি উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যের সর্ব্বসম্মতিক্রমে মোঃ আবুল হোসেনকে প্রেসিডেন্ট, মোঃ কাশেম আলী সরকারকে সেক্রেটারী এবং মোঃ আকছেদ আলী সরকারকে সহ-সেক্রেটারী করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। । ঐ কমিটির ১১ নং সদস্য জয়নাল আবেদীন। তিনি পাকবাহিনীর দালাল হিসেবে পরিচিত। এলাকার যুদ্ধকালীন কমান্ডার মো মো: বদউজ্জামান ও রুহুল আমিন শাহজাদপুরসংবাদ ডটকমকে জানান, এলাকার সবাই জানেন এরা মুক্তিযোদ্ধা নন। মীর আব্দুল হাকিম ও বজলুর রশীদ পাকবাহিনীর দালাল ও দালাল পরিবারের সদস্য। মুক্তিযোদ্ধা নন। এলাকার ছাত্রলীগ নেতা নূরে আলাম বলেন, এ দু’জন মুক্তিযুদ্ধে কখনও অংশগ্রহন করেনি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী হয়েও তারা কিভাবে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হলো ? এ প্রশ্ন আমাদের। সরকার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আমাদের দাবী এ ধরনের অমুক্তিযোদ্ধাদের দেও সকল সুযোগ সুবিধা বাতিল সহ তাদের সনদ বাতিল করা হোক। অ-মুক্তিযোদ্ধাদের কারনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিনিষ্ট হচ্ছে। তাঁরা আরো বলেন, আমরা পত্রপত্রিকার খবরে জানতে পেরেছি, সরকার ইতিমধ্যে প্রায় তিন হাজার জনের মুক্তিযোদ্ধা ভাতা বাতিল বা স্থগিত করেছে। যারা মুক্তিযোদ্ধার সনদ ও ভাতা নিয়েছেন। মুক্তিযোদ্ধা কোটায় চাকরিও করছেন তাঁদের সন্তানেরা। এই তিন হাজারের মধ্যে ২ হাজার ৫৭৫ জনের ভাতা স্থগিত করা হয়েছে এবং বাকিদের সনদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে অমুক্তিযোদ্ধাদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা সহ তালিকায় থাকা অমুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করার জন্য দ্রুত উদ্যোগ গ্রহন করা হোক। অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, মীর আব্দুল হাকিম ও বজলুর রশীদ অভিযোগ মিথ্যা দাবী করে সাংবাদিকদের সকল প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন
শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...
অপরাধ
শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...
জানা-অজানা
কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!
শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...
শাহজাদপুর
শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...