বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জ শহরে মানুষের উপচেপড়া ভিড়। রাস্তায় যানজট। দোকানপাট বিপণীবিতাণগুলোতে মানুষ আর মানুষ। আগে থেকেই সিরাজগঞ্জ জেলা লকডাউন থাকলেও বাজার ও রাস্তাঘাটে কিছুটা ভিড় ছিল । এখন রবিবার থেকে দোকান-পাট খুলে দেয়ার পর শহরের এবং উপজেলা পর্যায়ের মার্কেটগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। কয়দিন আগেও ত্রাণ সামগ্রীর জন্য যারা অধির আগ্রহে অপেক্ষা করেছেন, সেই মানুষগুলোও বিপণি বিতাণে কেনাকাটার জন্য ভীড় করছেন। কোন রকম নিরাপত্তা নিশ্চিত না করেই চলছে কেনা-বেচা। তবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাকেটগুলোর সামনে দাঁড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা কাটাসহ ভীড় না করার জন্য হ্যান্ড মাইকে আহবান জানাচ্ছেন। কিন্তু কে শোনে এসব সতর্কবার্তা। কেনা কাটাই আগে দরকার, জীবন বাঁচবে পরে। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ১০টায় মার্কেটগুলো খোলার কথা থাকলেও তা আগেই খোলা হচ্ছে। মার্কেট খোলার সাথে সাথে সাথে উপচে পড়া ভীড় শুরু হয়েছে। দূর-দূরান্তের ক্রেতারা সকাল থেকে শহরে আসতে শুরু করে। অনেকেই মার্কেট খোলার অপেক্ষায় সামনে বসে থাকেন। সিরাজগঞ্জ শহরের মার্কেটগুলোর মধ্যে শহরের প্রাণকেন্দ্র শহীদ সোহরাওয়ার্দ্দী সড়কে অবস্থিত মার্কেটে ভিড় সবচেয়ে বেশি। নিউ মার্কেটেও বেড়েছে কেনা কাটা। অভিজাত কিছু মার্কেট ও শপিং মলগুলোতে জীবাণুনাশক ও ব্যবহারের ব্যবস্থা রাখা হলেও অধিকাংশ মার্কেটগুলোতে কোন বিধি নিষেধের তোয়াক্কা করছেন না ক্রেতা বিক্রেতাগণ। সিরাজগঞ্জ নিউ মার্কেটে আসা ক্রেতা শরিফা বেগম বলেন, দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকায় জরুরী অনেক কিছুই কিনতে পারিনি। এ কারণে বাধ্য হয়ে নিজের ব্যবহারী এবং বাসার কিছু মালামাল কিনতে এসেছি। তৈরি পোশাক বিক্রির দোকানিরা বলেন, আরো এক সপ্তাহ পর থেকে তাদের দোকানে ভিড় হবে। তখন জীবাণুনাশক ব্যবহারের ব্যবস্থা করা হবে। শহরের প্রাণকেন্দ্র শহীদ সোহরাওয়ার্দী সড়কের ব্যস্ততম মার্কেটগুরোতে নামে মাত্র জীবাণুনাশক ব্যবহারের ব্যবস্থা, তবে তা কে ব্যবহার করে, কে বা তা খেয়াল রাখে এমন অবস্থা। সবই পুলিশের কাজ। ব্যবসায়ীদেরও দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। এ দিকে দোকান পাট খোলার কারণে শহরে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। লোকজনকে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত না করার আহবান জানিয়ে শহরে মাইকিং করা হলেও কেউ মানছে না। শহরে রিক্সা চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে কিছু কিছু সড়কে। তার পরও যানজট কমছে না। কর্তূব্যপালনরত সিরাজগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর আবু জাফর ও সাইফুল ইসলাম বলেন, পুলিশ সর্বাত্বক চেষ্টা করছে মানুষকে সচেতন করার পাশাপাশি করোনা আইন মেনে চলার জন্য। হ্যান্ড মাইক দিয়ে মার্কেটগুলোর সামনে এবং রাস্তায় প্রচার করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কথা শুনছে না। তারা জীবনের মায়া তুচ্ছ করে ছুটছেন বিপনী বিতানগুলোতে। ঈদে নতুন কিছু চাই, করোনা আক্রমণ করুক বা না করুক তা পরে দেখা যাবে। তবে পুলিশের তৎপরতায় ফুটপাতগুলোতে এখনও কোন দোকানী পসরা সাজিয়ে বসার সুযোগ পায়নি।

সম্পর্কিত সংবাদ

যুবলীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে বেলকুচিতে বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর:  সড়কে অনির্দিষ্ট কালের বাস, মিনিবাস ধর্মঘট চলছে

রাজনীতি

যুবলীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে বেলকুচিতে বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর: সড়কে অনির্দিষ্ট কালের বাস, মিনিবাস ধর্মঘট চলছে

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর মেয়রের দায়ের করা মামলায় যুবলীগ ও ছাত্...

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

অপরাধ

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

“শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের একটি ঘাট দিয়ে অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল উত্তরাঞ্চ...

শতকোটি টাকার কাজ নিয়ন্ত্রণে রাখতে দুই ভাই আর ক্যাডার নিয়ে মিরু গড়ে তোলেন সাম্রাজ্য

অপরাধ

শতকোটি টাকার কাজ নিয়ন্ত্রণে রাখতে দুই ভাই আর ক্যাডার নিয়ে মিরু গড়ে তোলেন সাম্রাজ্য

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার প্রায় শতকোটি টাকার কাজ নিজের নিয়ন্ত্রণে রাখতে প্রথম থেকেই তৎপর ছিলেন ম...

শহীদ এস আই মোঃ মুজিবুল হক

সম্পাদকীয়

শহীদ এস আই মোঃ মুজিবুল হক

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১১ ই আগষ্ট এস...

যমুনা চর অঞ্চলের বঞ্চিত হতদরিদ্র শিশুরা শিখন স্কুলের শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠছে

শিক্ষাঙ্গন

যমুনা চর অঞ্চলের বঞ্চিত হতদরিদ্র শিশুরা শিখন স্কুলের শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠছে

মোঃমামুন বিশ্বাস ,শাহজাদপুর ,সিরাজগঞ্জঃ চর অঞ্চলে সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকলেও যোগাযো...