

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে ছড়িয়ে পরেছে অনুমোদনহীন ক্ষতিকারক যৌন উত্তেজক সিরাপ। প্রাপ্ত বয়ষ্কদের জন্য বিক্রির কথা থাকলেও শিক্ষার্থীসহ অল্প বয়সী তরুন-তরুনীরা হাতের নাগালে পেয়ে এটা সেবন করছে। এতে স্বাস্থ্য ঝুকির পাশাপাশি তাদের মধ্যে অপরাধ প্রবনতা দেখা যাচ্ছে। প্রশাসনও এব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেনা। সিরাজগঞ্জ জেলার তারাশ, সলঙ্গা, রায়গঞ্জ, বেলকুচি, এনায়েতপুর, কাজিপুর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলার বিভিন্ন পানের দোকেন গেছে পানের দোকান, কনফেকশনারী ও মুদির দোকানের তাকে তাকে যৌন উত্তেজক সিরাপ প্রকাশ্যে সাজিয়ে রেখে দেদারছে বিক্রি করা হচ্ছে। এসব পণ্যের গায়ে বাংলাদেশের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের (BSTI) এর অনুমোদনের কথা উল্লেখ নেই। কয়েকটি সিরাপের নামও আবার আপত্তিকর এগুলো ছাড়াও হলো, পরান জায় জ্বলিয়ারে, পাগলু, পাগলু-২, হটফিলিংস, জিনসিং প্লাস, ডাবল হর্স, পাওয়া হর্স, জিনসিং জয়, নাইট পাওয়ার, সেভেন হর্স পাওয়ার নামের সিরাপ বাজারে দেখা যাচ্ছে। কয়েকটি বোতলের মোড়কে নারী পুরুষের আপত্তিকর ছবি দেওয়া হয়েছে ক্রেতাদের আকর্ষন করার জন্য। এসব সিরাপের উৎপাদন বা বাজারজাতকারী প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা পাওয়া যায়নি। ড্রাগ লাইসেন্স নম্বরও পাওয়া যায় নি। এসব পন্যের মোড়কে ঠিকানা ব্যবহার করা হয়েছে বগুড়া, গাজীপুর, কালীয়াকৈর। বেশিরভাগ এর ঠিকানা দেওয়া হয়েছে ঢাকা বাংলাদেশ। উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ নেই। এগুলোর মধ্যে পাওয়ার ম্যান নামক একটি বতলের গাঁয়ে লেখা আছে ইউনানীয় হারবাল দেহের অঙ্গ কোষের শক্তি বৃদ্ধি করে। তৃষ্ণা মেটায় কর্মক্লান্তি দুর করে কোম্পানীর নামে লেখা হয়েছে এএস ম্যানুফ্যাকসারিং ঢাকা, বাংলাদেশ। খাওয়ার আগে বোতল ঝাকিয়ে নিতে বলা হয়েছে। পাগলু-২ ফিলিংস নামের একটি সিরাপের লেবেলে উল্লেখ করা হয়েছে ইহা একটি মিক্স ফুডস (ফলের মিশ্রণ) হারবাল সিরাপ। বিসিআইআর কর্তৃক উদ্ভাবিত ও পরিক্ষিত নন কার্বনেট নন এ্যালকোহল (বিসিআইআর)-এ নামে কোন প্রতিষ্ঠান নেই এর খুচরা মূল্য ৬০ টাকা। সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় এসব ব্যবসায়ীরা সিনেমা হল, পার্কের জায়গা, মার্কের্টের চিপা দোকান গুলো ভাড়া নিয়ে পান সিগারেট বা পানীয় দ্রব্যর দোকান গুলোতে বিক্রি হচ্ছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, অনেকে দোকানদার হেকিম সেজে ৭ দিনে পার্শ্বপতিক্রিয়াহীন কাঠের তাক বানিয়ে নাম বিহীন দোকানে বিক্রি হচ্ছে, এসব যৌন উত্তেজক সিরাপ। ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলার তথ্য নিয়ে যায়, বাজার থেকে কাচের এবং প্লাষ্টিকের বোতলে ঔষধ গুলো ভরে বিভিন্ন প্রেসে লেবেন এবং প্যাকেট তৈরি করে অবিকল কোম্পানীর ঔষদের প্যাকেট তৈরি করা ঔষধ বিক্রিয় করছে দেদারচ্ছে। সূত্রে আরোও জানা যায়, এসব পণ্য বগুড়া ও পাবনায় বিভিন্ন কারখানায় গোপনে তৈরী হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হারবাল সিরাপের নামে যৌন উত্তেজক জুস তৈরী করে দেশের বিভিন্ন জায়গায় ছরিয়ে দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ জেলার কয়েকটি উপজেলার দোকানদারকে কাছ নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন হারবাল সিরাপের চাহিদা ভাল বিশেষ করে তরুণদের কাছে এর চাহিদা বেশি। দিনে অনেক বোতল সিরাপ বিক্রি করা যায়। এ সিরাপের ক্ষতিকারক দিক সম্পর্কে প্রশ্নকরা হলে এ প্রতিবেদককে জানায় আমরা এগুলো ক্রয়করে এনে বিক্রি করি নিজেরা তৈরী করি না তো। বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার এ জে ওসমানী কোমল জানান শক্তি বর্ধকের নামে এসব সিরাপ স্নায়ুকে সামিয়ক ভাবে উত্তেজিত করে। কিন্তু বাস্তবে এর পার্শপ্রতিক্রিযা ভয়াবহ এসব সেবনে লিভার, কিডনী, উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এমন কি কিডনীর রোগীরা সেবন করলে মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে।
সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি
সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

শাহজাদপুর
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন
সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...

বাংলাদেশ
বান্দরবানে জুম ঘর থেকে গলাকাটা মহিলার লাশ উদ্ধার
জুম ঘর থেকে বান্দরবানে মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩মার্চ) দিবাগত রাতে পাহাড়ের জুম ঘর থেকে উদ্ধার...

শিক্ষাঙ্গন
শাহজাদপুরে ৩০০ ফিট রাস্তার জন্য চরম দূর্ভোগে সাত শতাধিক শিক্ষার্থী
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে মাত্র ৩০০ ফিট উঁচু সড়ক না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি ও অল্প...

বাংলাদেশ
ঘুষি মারা সেই বৃদ্ধকে এবার নিজ হাতে চাল দিলেন কাদের মির্জা
ঈদ উপহার নিতে যাওয়া সেই বৃদ্ধকে ঘুষি দেওয়ার এক দিন পর আজ রোববার তাঁকে নিজ হাতে সহায়তার চাল দিলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভ...

খেলাধুলা
বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
সুইজারল্যান্ডে লুজানে চলমান বিশ্বকাপ আর্চারি স্টেজ টুতে চমক দেখিয়েছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে বাংলাদেশকে ফাইনালে...