বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

8

শাহজাদপুর সংবাদ ডটকম সূত্র-বিবিসিঃ ইরাকে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল রবিবার উত্তরাঞ্চলের ইরবিল শহরের কাছে চরমপন্থী সুন্নি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের অবস্থানে নতুন করে চারবার বিমান হামলা চালানো হয়। ইরবিল স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধান শহর।আগের দিন শনিবার রাতে সিনজার পর্বতে অবরুদ্ধ সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের মানুষদের জন্য তৃতীয় দফায় বিমান থেকে পানি ও খাদ্যও ফেলে মার্কিন বাহিনী। তবে তা সত্ত্বেও অন্তত ৫৬ ইয়াজিদি শিশুর প্রাণ রক্ষা হয়নি। জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, পানিশূন্যতায় সিনজার এলাকায় ওই শিশুদের মৃত্যু হয়েছে। মার্কিন সেনাবাহিনীর তরফে গতকাল জানানো হয়, এদিন আইএসের অবস্থানকে লক্ষ্যবস্তু করে চালানো হামলায় ড্রোন (চালকবিহীন বিমান) ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়। এতে জঙ্গিদের বেশ কিছু সাঁজোয়া যান ও অস্ত্রবাহী ট্রাক ধ্বংস হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের অবশ্য কোনো খবর পাওয়া যায়নি।পেন্টাগন জানায়, সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের মানুষদের জন্য শনিবার রাতে সিনজারে তৃতীয় দফায় বিমান থেকে পানি ও খাদ্য ফেলা হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও গতকাল জানিয়েছে, তাদের একটি সামরিক বিমান থেকেও ওই অঞ্চলে ত্রাণসামগ্রী ফেলা হয়েছে। ফ্রান্স সরকারের পক্ষ থেকেও সেখানে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সিনজার পর্বতের উত্তরের দিকে আটকে থাকা ইয়াজিদিরা পালানোর পথ পেলেও পর্বতের দক্ষিণ দিকে আটকে থাকা ইয়াজিদিদের অবস্থা চরম সংকটে।ইরাকে আইএস জঙ্গিদের হাতে ইয়াজিদি সম্প্রদায়ের 'গণহত্যা' এবং স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে জঙ্গিদের প্রবেশ ঠেকাতে গত বৃহস্পতিবার 'সীমিত পরিসরে' বিমান হামলার অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পর শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলের কাছে জঙ্গিদের গোলন্দাজ বাহিনীর অবস্থানের ওপর বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। ওয়াশিংটন বলছে, খ্রিস্টান ধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের নির্যাতন থেকে রক্ষা করা ও ইরাক সরকারকে সহায়তা করাই এ হামলার লক্ষ্য। ২০১১ সালের শেষ ভাগে মার্কিন সেনাবহরের ইরাক ছাড়ার পর দেশটিতে এটিই প্রথম যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান।গত ৯ জুনের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৭টি ইরাকি শহরের দখল নিয়েছে আইএস জঙ্গিরা। গত সপ্তাহে ইরাকের খ্রিস্টানদের রাজধানী খ্যাত কারাকোশ শহরের নিয়ন্ত্রণ নেয় তারা।ওবামা শনিবার সতর্ক করে বলেছেন, ইরাকে মার্কিন সামরিক অভিযানের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। সুন্নি কট্টরপন্থীদের দমন এবংদেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে 'কিছুটা সময়' লাগবে। সুতরাং এটা একটি 'দীর্ঘমেয়াদি প্রকল্প' বলে মন্তব্য করেন তিনি। ইরাকি কর্তৃপক্ষকে সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান ওবামা। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও শনিবার একই আহ্বান জানিয়েছেন। গতকাল বাগদাদে পা রেখে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াসও সব পক্ষের অংশগ্রহণে সরকার গঠনের ওপর জোর দেন।গত এপ্রিলের পার্লামেন্ট নির্বাচনের পর এখন পর্যন্ত সরকার গঠন করতে পারেননি রাজনীতিকরা। ওই নির্বাচনে শিয়া মতাবলম্বী প্রধানমন্ত্রী নুরি আল মালিকির দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

সম্পর্কিত সংবাদ

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

শাহজাদপুর

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

শাহজাদপুর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...

বাংলাদেশি হ্যাকারদের ভয়ে ফ্রান্সে সতর্কতা জারি

আন্তর্জাতিক

বাংলাদেশি হ্যাকারদের ভয়ে ফ্রান্সে সতর্কতা জারি

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদে...

হিলিতে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২

বাংলাদেশ

হিলিতে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২

দিনাজপুরের হাকিমপুরে হিলিতে পৃথক ৩টি মাদক বিরোধী অভিযান চালিয়ে স্বামী স্ত্রী সহ ৫ মাদক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলি...

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম  মৃত্যুবার্ষিকী পালিত

রাজনীতি

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বৃহস্পতিবার, ২৭ ডিসম্বের -২০১৮ খ্রিষ্টাব্দ : গতকাল বুধবার বাদ আছর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় ক...

আঁখির বুননে স্বপ্নের চাদর বাংলাদেশের

খেলাধুলা

আঁখির বুননে স্বপ্নের চাদর বাংলাদেশের

গতকাল নেপালকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ মেয়েদের সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়...