তেমন কোনো প্রাকৃতিক দূর্যোগ না থাকার পাশাপাশি কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ও সরকারের প্রণোদনায় ধানের বাম্পার ফলনের পাশাপাশি হাসি ফুটেছে কৃষকদের মুখে। এখন ভালোভাবে ধান কেটে মাড়াই শেষে ঘরে তুলতে পারলেই যেন তাদের মনে স্বস্তি আসবে।
সিরাজগঞ্জ জেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, এ বছর ২০২০-২০২১ অর্থবছরে ধানচাষের লক্ষ্যমাত্রা প্রায়ই শতভাগই পূরণ হয়েছে। এ বছর এক লাখ ৪১ হাজার ২০ হেক্টর জমিতে ধানচাষের লক্ষ্যমাত্রা ছিল। এদিকে জেলায় এক লাখ ৪০ হাজার ৬৯০ হেক্টর জমিতে ধানচাষ হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাড়াশের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা উৎসবের আমেজে নতুন ধান কাটতে শুরু করেছেন। ইতোমধ্যেই তাড়াশের মাগুড়া, সগুনা, ঘরগ্রাম, ধামাইচ, শ্যামপুর, চর হামকুড়িয়া ও শাহজাদপুরের নদী তীরবর্তী নরিনা ইউনিয়নের চর-নরিনাসহ উপজেলার নিচুস্থানে ও বিভিন্ন নালায় রোপিত স্থানীয় ধান পেঁকে যাওয়ায় কৃষকেরা ধান কাটতে শুরু করেছেন। এবার ফলনও ভালো হয়েছে বলেও জানান কৃষকরা।
তাড়াশের মাগুড়া বিনোদ এলাকার কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া না থাকায় এবং কৃষি অফিস থেকে সঠিক পরামর্শ ও যথাসময়ে বীজ, সার ও কীটনাশক পাওয়ায় ধানের ভালো ফলন হয়েছে। এখন ভালোভাবে ফসল ঘরে তুলতে পারলেই বাঁচি।
তাড়াশের ঘরগ্রামের কৃষক কৃষ্ণপদ ঘোষ বলেন, এবার ভালো ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে ২৬-৩০ মণ হারে ধান পাওয়া যাচ্ছে। বিঘা প্রতি সার, বীজ ও কাটা বাবদ সব কিছু মিলিয়ে খরচ হয় ৮-১০হাজার টাকা। এখন প্রতি মণ ধানের দাম এক হাজার টাকা। সে হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমি থেকে ধানে কৃষকের আয় হচ্ছে প্রায় ২০-২২ হাজার টাকা।
শাহজাদপুরের নরিনা ইউনিয়নের চর-নরিনা গ্রামের শাহীনূর রহমানসহ বেশ কয়েকজন প্রান্তিক কৃষক জানান, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন খুব ভালো হয়েছে। ইতোমধ্যে এসব ধান পেঁকেও গেছে। লকডাউনে কৃষকদের হাতে তেমন কোনো কাজ নেই। তাই শ্রমিকদের সঙ্গে তারা নিজেরাও ধান কাটছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সিরাজগঞ্জ জেলা অফিসের উপ-পরিচালক মো. আবু হানিফ বলেন, দুর্যোগমুক্ত আবহাওয়ার কারণে এবার ধানের স্বাভাবিক বৃদ্ধি ও ফলন অতীতের চেয়ে বেশ ভালো হয়েছে। শেষপর্যন্ত এভাবেই আবহাওয়া অনুকূলে থাকলে ধানের বাম্পার ফলন হবে আশা করছি।
তিনি আরও বলেন, জেলার ধানের জন্য বিখ্যাত তাড়াশ উপজেলা। কিন্তু সেখানে ফসলি জমিতে যত্রতত্র পুকুর খননে যেমন জমি কমেছে তেমনি এর কারণে তৈরি হওয়ায় জলাবদ্ধতায় কমে গেছে ধানচাষ।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ভর্তুকিতে কৃষকদের মাঝে সার, বীজ দেয়াসহ প্রনোদনা দেয়া হয়েছে। পাশাপাশি কৃষি অফিসের পক্ষ থেকে সর্বদা জমি পরিদর্শন করে সঠিক পরামর্শ ও ফসলে পোকার আক্রমণ রোধে সার্বিকভাবে সহযোগিতা করা হয়েছে।
এবছর কৃষকরা অর্থনৈতিকভাবেও বেশ লাভবান হবেন বলে জানান এই কর্মকর্তা।
সূত্রঃ জাগো নিউজ
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শাহজাদপুুরে অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন -শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু
শামছুর রহমান শিশির : মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্...
আন্তর্জাতিক
ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি
ভুমিহীন এক ভ্যানচালক হঠাৎ কোটিপতি।এমনি ঘটনা ঘটেছে ভ্যানচালক রমজান আলীর। মাত্র ৩০ টাকা...
দিনের বিশেষ নিউজ
ওসমান হাদির মৃত্যুতে ড. এম এ মুহিতের শোক!
ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনে
অর্থ-বাণিজ্য
প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুরহাট সংক্র...
ধর্ম
শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনু...
আন্তর্জাতিক
নেপালের ৩৩ হেক্টর জমি দখল করেছে চীন
নেপালের প্রায় ১০ টি জায়গায় মোট ৩৩ হেক্টর জমি দখল করেছে চীন। এমনকি অদূর ভবিষ্যতে সেখানে আউটপোস্টও বানাতে পারে চীন সৈ...
