শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাবেক শিল্প- উপমন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেছেন,‘ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নামের আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শাহজাদপুরবাসীর চাওয়া পাওয়া পূরণ করেছেন । বাঘাবাড়ী নৌ-বন্দরকে ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে উন্নীত করেছেন, দেশের ৪র্থ নদী বন্দর ফায়ার স্টেশান চালু করেছেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মাধ্যমে পোতাজিয়ার ৩০ বেডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ বেডে উন্নীত করেছেন, ১০ সয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতাল চালু, ২০ সয্যাবিশিষ্ট আরও একটি আধুনিক মানের হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, গালায় আরও একটি হাসপাতাল স্থাপন, ১৭ কোটি টাকা ব্যায়ে পাড়কোলায় জেলার একমাত্র টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা, যার অর্থেক কাজ প্রায় শেষ হয়েছে, ১১৭ টি উপজেলার মধ্যে শাহজাদপুরকে শতভাগ বিদ্যুতায়ন করেছেন যার ৮৫ ভাগ শেষ হয়েছে, অবশিষ্ট ১৫ ভাগও আগামী কয়েক দিনের মধ্যে শেষ হবে। শাহজাদপুর- এনায়েতপুর, শাহজাদপুর- কৈজুরী, শাহজাদপুর- জামিরতা, শাহজাদপুর- রূপবাটি - করশালিকা পর্যন্ত গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করেছেন। ১ হাজার কোটি টাকা ব্যায়ে হাটপ্রাচীল থেকে বাঘাবাড়ী হয়ে নগরডালা করতোয়া সেতু পর্যন্ত বাধ, স্লুইচ গেট ও সড়ক নির্মাণের বন্দোবস্ত করেছেন যার কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। বেড়া- সাঁথিয়ার কৃষকেরা বেড়া পাম্প হাউজের মাধ্যমে নদী শাষণ করে ইঁছামতী নদীকে সেঁচ খাল হিসেবে ব্যবহার করে বছরে এক ফসলের পরিবর্তে ৩ ফসল আবাদ করে কৃষি ক্ষেত্রে যেমন বিপ্লব ঘটিয়েছেন; ঠিক তেমনি হাটপ্রাচীল- বাঘাবাড়ী- থানারঘাট পর্যন্ত নদী শাষণের কাজ শেষ হলে শাহজাদপুরের কৃষকেরাও সারা বছর ৩ ফসল উৎপাদন করে নিজেদের ভাগ্য বদলাতে পারবে। নদী শাষণের প্রকল্প কাজটি শেষ হলে শাহজাদপুর পর্যটন শহরে পরিণত হবে। আপনাদের এলাকার মরহুম ফজলুল হক এসপি সাহেবের সুযোগ্য সন্তান বাংলাদেশ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল ভাই ও আরেক ছেলে মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ভাই এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে বড় ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে। আমরা জনপ্রতিনিধি, সরকার ও প্রশাসনকে সাথে নিয়ে আওয়ামী লীগ দলীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরমেয়র, ১৩ ইউনিয়নের চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে সোনার শাহজাদপুর গড়তে চাই। ৩০ ডিসেম্বরের নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন। সরকারের চলমান বিভিন্ন মেগা প্রকল্প কাজ চলমান রাখতে হলে, শাহজাদপুরকে সোনার শাহজাদপুর হিসেবে গড়তে হলে নৌকার প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।' গতকাল বুধবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনকে বিজয়ী করতে উপজেলার ৪নং রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত করশালিখায় অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি। রূপবাটি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল ওই নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা আ.লীগের অন্যতম সদস্য ও উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক জননেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘আওয়ামী লীগকে ভোট দিলে দেশের ও এলাকার উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকারের আমলে শাহজাদপুৃরে আন্তর্জাতিক মানের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংাদেশ চালু হয়েছে , যুগ্ম- জেলা ও দায়রা জজ আদালতসহ ৩টি আদালত স্থাপিত হয়েছে, ১০ টি বিষয়ে অনার্স চালু হয়েছে, শাহজাদপুর হাইস্কুলকে সরকারি করণ করা হয়েছে।’ প্রধান বক্তা এ্যাড. এসএ হামিদ লাবলু শাহজাদপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এমএ মুহিতের কড়া সমালোচনা করে আরও বলেন, ‘ড. এমএ মুহিতের বাবা প্রয়াত ড. এমএ মতিনের সংসদ সদস্য থাকাকালীন সময়ে শাহজাদপুরে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। ড. মুহিত ডাক্তার হলেও আপনাদের এলাকায় আজ পর্যন্ত কোন মেডিক্যেল ক্যাম্প করে দুস্থদের স্বাস্থ্যসেবা দেননি। এলাকাবাসী তাকে চেনেন না। শাহজাদপুরবাসী এখন অনেক সচেতন। বছরের পর বছর বাইরে থেকে নির্বাচনী সময়ে শাহজাদপুরে এসে ভোট চাইলেই জনগণ তাকে ভোট দেবে না। আওয়ামী লীগ সরকারের সময়ে শাহজাদপুরে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষিসহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ও চলমান রয়েছে। এ জন্য নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।’ উক্ত বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ডেইরি কাউন্সিলের মেম্বর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান উপদেষ্টা জননেতা ড. সাজ্জাদ হায়দার লিটন। উক্ত জনসভায় শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, মিল্কভিটার পরিচালক ও শ্রেষ্ঠ সমবায়ী আব্দুস সামাদ ফকির, শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, রূপবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সোবহান দেওয়ান, সাধারণ সম্পাদক আবুল সরকার, আব্দুল্লাহ আল কাফী হিরা প্রমূখ। এ সময় অতিথিবৃন্দসহ অন্যান্যের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল হক শিমুল, যুবলীগের মামুনার রশীদ মামুন, বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সাধারণ সম্পাদক শেখ মোঃ রাসেল, ছাত্রনেতা সুজন পারভেজ সরকার, রূপবাটি ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজীব আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ আলমগীর হোসেন নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার কথা বলেন। ওই বিশাল নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও হাজার হাজার আমজনতা উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকাল থেকে নৌকার প্রার্থী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি হাবিবুল্লাহনগর ইউনিয়ন, নুকালী, সাতবাড়িয়া, খোকশাবাড়ি, জালালপুরসহ বেশ কয়েকটি স্থানে বিশাল নির্বাচনী জনসভা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সম্মিলিতভাবে সোনার শাহজাদপুর গড়াতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

মিল্ক ভিটার অনিয়মের বিরুদ্ধে শাহজাদপুরে সমবায়ীদের প্রতিবাদ

শাহজাদপুর

মিল্ক ভিটার অনিয়মের বিরুদ্ধে শাহজাদপুরে সমবায়ীদের প্রতিবাদ

‘সমবায়ী বাঁচলে মিল্ক ভিটা বাঁচবে’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার বিভিন্ন অনিয়মের...