বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ কেউ প্রশ্ন তুলছেন দেশ স্বাধীন হওয়ায় আমরা কি পেলাম? কিছুই পাইনি। চোর, ডাকাত, লুটেরা পেয়েছি। বিবেকীহীন রাজনৈতিক নেতৃত্ব পেয়েছি। সবই ঠিক আছে। এর জন্য কি মুক্তিযোদ্ধারা দায়ী? আমি বলি- আমরাতো রক্তের বিনিময় দেশটা স্বাধীন করে দিয়েছি। চাওয়া পাওয়ার বিষয়টি, দাবী ও আন্দোলন করে তোমরা একটু আদায় করে নাও। সে ক্ষমতা নেই। শুধু এটা পেলামনা। ওটা পেলাম না। সব দোষ মুক্তিযোদ্ধাদের। পাকিস্তান ভালো ছিল। হা তাতো বটেই। পাকিস্তানীরা ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে অপারেশান সার্চ লাইটের নামে ক্রাকডাউন করে নিরীহ বাঙালিদের ওপর শুরু করে গণহত্যা অগ্নি সংযোগ ও লুটপাট। যুদ্ধের নয় মাস ধরে তারা এগুলো করেছে। তখন টুপি মাথায় দিয়ে মুসুলমান সেঁজে ইসলাম রক্ষায় গনিমতের মাল হিসেবে তোমরা মা বোনকে ধরে খান সেনাদের হাতে তুলে দিয়েছো। তাদের সেই নৃসংশ হত্যা নির্যাতন বিবেহীন অমানবিক কর্মকান্ডের কথা এতো তারাতারী ভুলে গেলে কেমনে? তাহলে কি ধর্মের নামে তোমাদের মনোজগতে এখন পেয়ারে পাকিস্তান রয়েছে। এখনো সেই স্বপ্নই দেখছো। তোমরা অমানুষ। তখন আমাদের পরনের কাপড় ছিলনা। পায়ে একটা স্যান্ডেল কিম্বা চটি জুতাও ছিলনা। তিন বেলা খাবার মেলেনি। ভুখা মিছিল করতে হয়েছে। রাস্তাঘাট ছিলনা। বিদ্যুৎ ছিলনা। স্কুল কলেজ ছিলনা। অনেক কিছুই ছিলনা। এখন সেগুলো মিলেছে। তবে শাসনে শোষণ,বৈষম্য পূর্বের চেয়ে অনেকগুন বেড়েছে। মানুষ বিবেকহীন হয়েছে। রাজনীতিতে গণতন্ত্র নেই। আর্থিক সাম্যতা নেই। লুটপাট হচ্ছে। দেশে বঞ্চনা বেড়েছে। খুনখারাবী বেড়েছে। ধর্ষণ বেড়েছে। ধনীক, বণিক, আমলা, রাজনীতিবিদরা দেশের টাকা বিদেশে পাঁচার করছে। তাদের ছেলে মেয়েদের বিদেশে রেখেছে। সেখানে সেকেন্ড হোম,থার্ড হোম,বেগম পাড়া বানিয়েছে। এগুলো সবই দৃশ্যমান। শিক্ষা সংস্কৃতি,প্রকৃতি,পরিবেশ সব কিছুকে নষ্ট করে ফেলা হয়েছে। আইন ও শাসনে ন্যায়পরায়নতা নেই। এর সবই সত্য। তাহলে কি করতে হবে? মুক্তিযোদ্ধারা আবার জীবন দিয়ে তোমাদের জন্য সোনার হরিন এনে দেবে? তোমরা ঘরে বসে বসে মোবাইলে গেম খেলবে। মাদক ব্যবসা করবে। মাদক সেবন করবে। টাউট রাজনীতিবিদদের পিছে পিছে শ্লোগান দিয়ে তাদের কাছ থেকে উচ্ছিষ্ট খাবে। বাপের গরু,ছাগল,হাস,মুরগী,জমি জিরাত বিক্রী করিয়ে ঘুষ দিয়ে চাকরী নিবে। চাকরীতে যাগদান করে আবার ঘুষ দূর্নীতি করবে। নিজেদের মেধাবী বলে দাবী করবে। এর পর আর বাবা মাকে চিনবে না। আবার বাবা মাকে চাপ দিয়ে দামী মোবাইল ফোন কিনবে। প্রেম পীরিতি করবে। ঘরে বসে সারাদিন গেম খেলবে। এরপর এদিক সেদিক কিট ক্যাট করে ঘুরে বেড়াবে। নিজেরা কিছু করবেনা। এরপর বলবে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে ভুল করেছে। দেশ স্বাধীন হওয়ায় আমরা কিছুই পেলাম না। পাকিস্তানিরা তোমাদের জন্য মধুর হাড়ি রেখে ছিল। সে মধু তোমরা পেলেনা। আরে বেটা সে সময়তো তোমাদের জন্মই হয়নি। চাইলেই কিম্বা ইচ্ছে করলেই কি সব কিছু পাওয়া যায়? আপনাতেই নিজের অধিকার আদায় হয়না। অধিকার আদায় করে নিতে হয়। না কাঁদলে মা দুধ দেয়না। সেটিও তোমরা ভুলে গিয়েছো। মুক্তিযোদ্ধারাই তোমাদের সব এনে দেবে। কত মজা। পরের ধনে পোদ্দারী। যদি মনে কর কিছুই পেলাম না। তবে নিজেদের না পাওয়ার বিষয়গুলোর অধিকার আদায়ের প্রশ্নে মাঠে নেমে দাবী আদায় করে নাও। মুক্তিযোদ্ধারা তোমাদের সাথে আছে, থাকবে। সে মুরোদ নেই। শুধু চাই আর চাই। লুটেরেরা তাদের লুটের মাল তোমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসবে না। লুটের মাল ধরতে হলে মাঠে নামতে হবে। নিজের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। প্রয়োজনে মুক্তিযোদ্ধাদের মত জীবন বিসর্জন দেয়ার মত মানষিক শক্তি অর্জন করতে হবে। মুক্তিযুদ্ধ কি এবং কেন ছিল? সে মর্ম কথাগুলো জানতে হবে। মুক্তিযুদ্ধকে স্বাধীনতা শব্দের মঝেই লুকিয়ে ফেলা হয়েছে। স্বাধীনতা শব্দটিও প্রশ্নবিদ্ধ। সবই মুক্তিযোদ্ধা বাপেরা করে দিয়ে যাবে না। বাবারা এখন মৃত্যুপথ যাত্রী সে হুশটাও তোমাদের নেই। শুধু তাঁদেরকেই দায়ী করছো। সব কাপুরুষের দল।   বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম ০১ মে, ২০২১ খৃষ্টাব্দ, শনিবার।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

১ কোটি টাকা হাতিয়ে নিয়ে ভূয়া এজেন্ট উধাও

১ কোটি টাকা হাতিয়ে নিয়ে ভূয়া এজেন্ট উধাও

স্টাফ রিপোর্টারঃ শাহজাদপুর উপজেলাসহ পাবনা ও সিরাজগঞ্জ জেলার ৩৯ জন হজ্জ যাত্রীর ১ কোটি ৫...

সাকিবভক্ত কোরিয়ান তরুণের সততা!

খেলাধুলা

সাকিবভক্ত কোরিয়ান তরুণের সততা!