রবিবার, ০২ নভেম্বর ২০২৫
08
জাতীয় সংসদে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। সংসদের কার্যপ্রণালির ৩০০ বিধিতে ফ্লোর চেয়ে নিয়ে কথা শুরু করলেন। কিন্তু বললেন সংবিধান সংশোধনী নিয়ে। বলার কথা নিজ মন্ত্রণালয় সম্পর্কে। পরে পরিষ্কার হওয়া গেল, সংসদের কার্যপ্রণালির ৩০০ বিধি সম্পর্কে জানেন না উপমন্ত্রী আরিফ খান জয়। এই বিধিতে নিজস্ব মন্ত্রণালয় সম্পর্কে বিবৃতি দেওয়ার নিয়ম থাকলেও উপমন্ত্রী সংবিধান সংশোধন নিয়ে কথা বলতে শুরু করেন। তার কাণ্ড দেখে সংসদে হাসির রোল পড়ে যায়। মঙ্গলবার সংসদ অধিবেশনের শেষ পর্যায়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক আরিফ খান ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার জন্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার তাকে সুযোগ দিলে তিনি সংবিধানের ষোড়শ সংশোধনী প্রস্তাবের প্রশংসা করে বক্তব্য দিতে শুরু করেন। তখন ডেপুটি স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, মাননীয় উপমন্ত্রী, কাল (বুধবার) সংবিধান সংশোধন বিল সংসদে পাস হবে। সুতরাং আজ (মঙ্গলবার) এ নিয়ে কথা না বলাই সমীচীন। এরপর উপমন্ত্রী জয় যা করলেন, তাতে হাসির রোল আরো জোরালো হলো। তিনি তখনো বলেন, ‘মাননীয় স্পিকার, তাহলে আমি আমার এলাকা সম্পর্কে দু-একটি কথা বলি।’ তখন ডেপুটি স্পিকার বলতে যেন বাধ্যই হলেন, ‘৩০০ বিধিতে এলাকা সম্পর্কে বলার সুযোগ নেই। আপনার মন্ত্রণালয় সম্পর্কে কিছু বলার থাকলে বলেন।’ এ সময় তিনি বলেন, ‘আমি জাতিকে একটি খুশির সংবাদ দিতে চাই।’ কয়েকজন সিনিয়র সংসদ সদস্য উপমন্ত্রীর উদ্দেশে হাত নেড়ে বলেন, ‘বসে পড়, বসে পড়।’ তখন ডেপুটি স্পিকার উপমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি বোধ হয় প্রস্তুত নন। আপনার কিছু বলার থাকলে অন্যদিন বলবেন। এরপর উপমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয়।’
 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পেরে মালপত্র রেখে ঘর ছেড়ে পালাচ্ছেন

জাতীয়

ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পেরে মালপত্র রেখে ঘর ছেড়ে পালাচ্ছেন

কভিড-১৯ এর প্রভাবে শিল্প, ব্যবসা-বাণিজ্য, নির্মাণসহ সব খাত স্থবির হয়ে পড়ায় গত কয়েক মাসে কর্মহীন হয়ে পড়েছেন রাজধানীর লাখ...

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...