শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিট ভূক্ত পলাতক ৪ আসামীর বাড়িতে পুলিশ আজ মঙ্গলবার অভিযান চালিয়ে মালামাল ক্রোক করে। আসামী পিযুষের পাড়কোলা গ্রামের বাড়িতে সর্বপ্রথম এ অভিযান চালানো হয়। এরপর পর্যায়ক্রমে সোহেল আকন্দর রামবাড়ি গ্রামের বাড়িতে, আবু হানিফের চুনিয়াখালিপাড়ার বাড়িতে ও সর্ব শেষ আপনের আন্ধারকোঠাপাড়ার বাড়িতে এ অভিযান চালানো হয়। রাত ৮ টার দিকে প্রথম দিনের মত এ অভিযান মুলতুবি করা হয়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া এ অভিযানে নের্তৃত্ব দেন। বিকাল ৫ টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় তাকে কাজে সহায়তা করেন, ইন্সপেক্টর(তদন্ত) রাকিবুল হুদা,এসআই তৈয়ব আলী, এসআই গোলজার,এসআই কমল, এএসআই সুলতান সহ অন্যান্য পুলিশ। ক্রোক করা মালামালের মধ্যে রয়েছে,সিলিং ফ্যান,আলনা,দেয়াল ঘড়ি,সোফা সেট, টেবিল, খাট, ড্রেসিং টেবিল, ওয়ার ড্রোপ, টেলিভিশন সহ নানা আসবাবপত্র। তবে অনেক আসামীর পরিবার এ অভিযানের খবর পেয়ে আগেভাগেই মূল্যবান জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলেন বলে জানা গেছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে চাঞ্চল্যকর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার পলাতক ২৪ আসামীর সকল প্রকার স্থাবর অস্থাবর মালামাল ক্রোকের নির্দেশ দেন শাহজাদপুর আমলী আদালতের বিচারক হাসিবুল হক। এ আদেশের কপি মঙ্গলবার দুপুরে শাহজাদপুর থানা পুলিশের হাতে এসে পৌছালে বিকেল থেকেই পুলিশ তা কার্যকরে এ অভিযান শুরু করে। পর্যায়ক্রমে পলাতক ২৪ আসামীর বাড়িতে এ অভিযান চালিয়ে মালামাল ক্রোক করে আদালতের নির্দেশ কার্যকর করা হবে বলে পুলিশ জানিয়েছে। এর আগে গত ১৩ জুন মঙ্গলবার এ মামলার চার্জশিটের উপর শুনানী অনুষ্ঠিত হয়। এ সময় বাদী শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম আদালতে উপস্থিত থেকে এ চার্জশীটের উপর কোন আপত্তি না করায় আদালত তা গ্রহণ করে নথিভূক্ত করেন। সেই সাথে এ মামলার পলাতক ২৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ ছাড়া আদালত গত ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন পলাতক সকল আসামীকে আদালতে হাজির করার জন্য শাহজাদপুর থানা পুলিশকে নির্দেশ দেন। সে অনুযায়ী শাহজাদপুর থানা পুলিশ এ দিন পলাতক ২৪ আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির করতে না পারায় আদালত তাদের মালামাল ক্রোকের এ নির্দেশ দেন বলে শাহজাদপুর আমলী আদালতের জিআরও আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অপর দিকে এ মামলার চার্জশীট আদালতে গৃহিত হওয়ার পর গত ১৯ জুন সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামী হালিমুল হক মিরুকে শাহজাদপুর পৌরসভার মেয়র পদ থেকে সাময়ীকভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে এ বরখাস্ত করেন। সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিট গত ২ মে শাহজাদপুর আমলী আদালতে দাখিল করে পুলিশ। চার্জশিটে মেয়র মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে। এক মাস ১১ দিন পর ১৩ জুন মঙ্গলবার আদালতে এ চার্জশীটটি গৃহিত হল। এদিকে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম, শিমুলের আতœীয়-স্বজন ও সহকর্মীরা বার বার এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থান্তরের জোর দাবী জানালেও তা এখনও পর্যন্ত কার্যকর না হওয়ায় তারা এ ব্যাপারে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থান্তরের জোর দাবী জানিয়েছেন। গত ২ ফেব্রুয়ারী শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষের  সময় মেয়র মীরুর শর্টগানের গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হয়ে ৩ ফেব্রুয়ারী নিহত হন। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে শাহজাদপুর পৌর মেয়র হালিমূল হক মীরু, তার ভাই মিন্টু, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন সহ ১৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তিন মাস পর গত ২ মে এ মামলার তৎকালিন তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ৩৮ জনকে আসামী করে শাহজাদপুর আমলী আদালতে একটি চার্জশিট দাখিল করেন। এ অভিযুক্তদের মধ্যে মেয়র মীরু ও নাছির সহ ১০ জন কারাগারে রয়েছেন। উচ্চ আদালতের নির্দেশে মিন্টু,দুলাল,জহির ও আলমগীর এ ৪ জন জামিনে রয়েছেন। বাকি ২৪ জন আসামী পলাতক রয়েছে। আদালত এ সব আসামীর মালামাল ক্রোকের এ নির্দেশ দেন।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

শাহজাদপুর

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

আওয়ামী লীগ–সমর্থিত সাবেক সংসদ সদস্য, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, না হ...