শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিট ভূক্ত পলাতক ৪ আসামীর বাড়িতে পুলিশ আজ মঙ্গলবার অভিযান চালিয়ে মালামাল ক্রোক করে। আসামী পিযুষের পাড়কোলা গ্রামের বাড়িতে সর্বপ্রথম এ অভিযান চালানো হয়। এরপর পর্যায়ক্রমে সোহেল আকন্দর রামবাড়ি গ্রামের বাড়িতে, আবু হানিফের চুনিয়াখালিপাড়ার বাড়িতে ও সর্ব শেষ আপনের আন্ধারকোঠাপাড়ার বাড়িতে এ অভিযান চালানো হয়। রাত ৮ টার দিকে প্রথম দিনের মত এ অভিযান মুলতুবি করা হয়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া এ অভিযানে নের্তৃত্ব দেন। বিকাল ৫ টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় তাকে কাজে সহায়তা করেন, ইন্সপেক্টর(তদন্ত) রাকিবুল হুদা,এসআই তৈয়ব আলী, এসআই গোলজার,এসআই কমল, এএসআই সুলতান সহ অন্যান্য পুলিশ। ক্রোক করা মালামালের মধ্যে রয়েছে,সিলিং ফ্যান,আলনা,দেয়াল ঘড়ি,সোফা সেট, টেবিল, খাট, ড্রেসিং টেবিল, ওয়ার ড্রোপ, টেলিভিশন সহ নানা আসবাবপত্র। তবে অনেক আসামীর পরিবার এ অভিযানের খবর পেয়ে আগেভাগেই মূল্যবান জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলেন বলে জানা গেছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে চাঞ্চল্যকর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার পলাতক ২৪ আসামীর সকল প্রকার স্থাবর অস্থাবর মালামাল ক্রোকের নির্দেশ দেন শাহজাদপুর আমলী আদালতের বিচারক হাসিবুল হক। এ আদেশের কপি মঙ্গলবার দুপুরে শাহজাদপুর থানা পুলিশের হাতে এসে পৌছালে বিকেল থেকেই পুলিশ তা কার্যকরে এ অভিযান শুরু করে। পর্যায়ক্রমে পলাতক ২৪ আসামীর বাড়িতে এ অভিযান চালিয়ে মালামাল ক্রোক করে আদালতের নির্দেশ কার্যকর করা হবে বলে পুলিশ জানিয়েছে। এর আগে গত ১৩ জুন মঙ্গলবার এ মামলার চার্জশিটের উপর শুনানী অনুষ্ঠিত হয়। এ সময় বাদী শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম আদালতে উপস্থিত থেকে এ চার্জশীটের উপর কোন আপত্তি না করায় আদালত তা গ্রহণ করে নথিভূক্ত করেন। সেই সাথে এ মামলার পলাতক ২৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ ছাড়া আদালত গত ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন পলাতক সকল আসামীকে আদালতে হাজির করার জন্য শাহজাদপুর থানা পুলিশকে নির্দেশ দেন। সে অনুযায়ী শাহজাদপুর থানা পুলিশ এ দিন পলাতক ২৪ আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির করতে না পারায় আদালত তাদের মালামাল ক্রোকের এ নির্দেশ দেন বলে শাহজাদপুর আমলী আদালতের জিআরও আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অপর দিকে এ মামলার চার্জশীট আদালতে গৃহিত হওয়ার পর গত ১৯ জুন সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামী হালিমুল হক মিরুকে শাহজাদপুর পৌরসভার মেয়র পদ থেকে সাময়ীকভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে এ বরখাস্ত করেন। সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিট গত ২ মে শাহজাদপুর আমলী আদালতে দাখিল করে পুলিশ। চার্জশিটে মেয়র মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে। এক মাস ১১ দিন পর ১৩ জুন মঙ্গলবার আদালতে এ চার্জশীটটি গৃহিত হল। এদিকে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম, শিমুলের আতœীয়-স্বজন ও সহকর্মীরা বার বার এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থান্তরের জোর দাবী জানালেও তা এখনও পর্যন্ত কার্যকর না হওয়ায় তারা এ ব্যাপারে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থান্তরের জোর দাবী জানিয়েছেন। গত ২ ফেব্রুয়ারী শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষের  সময় মেয়র মীরুর শর্টগানের গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হয়ে ৩ ফেব্রুয়ারী নিহত হন। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে শাহজাদপুর পৌর মেয়র হালিমূল হক মীরু, তার ভাই মিন্টু, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন সহ ১৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তিন মাস পর গত ২ মে এ মামলার তৎকালিন তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ৩৮ জনকে আসামী করে শাহজাদপুর আমলী আদালতে একটি চার্জশিট দাখিল করেন। এ অভিযুক্তদের মধ্যে মেয়র মীরু ও নাছির সহ ১০ জন কারাগারে রয়েছেন। উচ্চ আদালতের নির্দেশে মিন্টু,দুলাল,জহির ও আলমগীর এ ৪ জন জামিনে রয়েছেন। বাকি ২৪ জন আসামী পলাতক রয়েছে। আদালত এ সব আসামীর মালামাল ক্রোকের এ নির্দেশ দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো

তথ্য-প্রযুক্তি

ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো

শাহজাদপুর প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত ‘হারানো বিজ্ঞপ্...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুরের ভেকা ও হাটপাচিল গ্রাম বিলীন হওয়ার উপক্রম

শাহজাদপুরের ভেকা ও হাটপাচিল গ্রাম বিলীন হওয়ার উপক্রম

স্টাফ রিপোর্টারঃ দ্রুত বন্যার পানি কমতে থাকায় শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে ভয়াবহ ভাঙ্গন...

শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক

আইন-আদালত

শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক

ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।...

সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে

আন্তর্জাতিক

সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে

জাহিদ হোসাইন খানঃ ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র সাজিদ আখতার পেয়েছিলেন জিপিএ-৪.৫০। আর এ...