শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

ডেস্ক নিউজঃ রাজনৈতিক কোন্দল, মাদকের ব্যাপক বিস্তার, অপসংস্কৃতি ও উশৃঙ্খলতার এক নগ্ন ধারার মধ্যে ডুবে শাহজাদপুর উপজেলা হাড়াতে বসেছে তার গর্বের ইতিহাস,ঐতিহ্য আর সংস্কৃতি। হয়তো বিধি বাম। তা না হলে সকল উপজেলার চাইতে শাহজাদপুর উপজেলায় কেন এতো হত্যা লুট, মাদক ব্যবসা, রাজনৈতিক কোন্দল কেন চলে আসছে? এমনটাই প্রশ্ন জেগে উঠেছে শাহজাদপুর উপজেলার সাধারণ মানুষের মধ্যে এবং সচেতন মহলের। রাজনৈতিক কোন্দলের কারণে একে অপরের উপর দোষ চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে অসহায় করে তুলেছে। সাধারণ মানুষের এবং স্কুল-কলেজে পড়–য়া ছাত্রীরাও এতে রেহাই পাচ্ছে না। চিন্তিত হয়ে পড়েছে বাবা-মা। কিছুদিন পূর্বে রবীন্দ্র কাচারী বাড়ী ১৪ জোড়া কপোত-কপোতী ধরা পড়ে খোদ উপজেলা নির্বাহী অফিসারের কাছে। তাদেরকে সামান্য জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়। যদি স্কুল-কলেজ পড়–য়া ছেলে মেয়েরা এমন আপত্তিকর অবস্থায় একজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে ধরা পড়ে, তাহলে অন্যদের অবস্থা কি হতে পারে? বাঘাবাড়ী অঞ্চলের সন্ত্রাসী উজ্জল শাহজাদপুর উপজেলা কয়েকটি গ্রাম একাই নিয়ন্ত্রণে রেখেছিল। তার ভয়ে সাধারণ মানুষ কখনও মুখ খুলতে পারেনি স্বাভাবিক ভাবে চলতে পারে নাই, এমনকি উজ্জলের কথার বাইরে গেলেই তাকে হত্যা অথবা জখম করে হাসপাতালে পাঠিয়ে দিত। আর উজ্জল এতো বড় নামকরা সন্ত্রাসী হলো কাদের কারণে? এটার মুল কারণ শাহজাদপুর উপজেলার রাজনৈতিক কোন্দল। শাহজাদপুর উপজেলায় এমন সাক্ষ্য আছে মোবাইল ফোনের মাধ্যমে সরকার দলীয় অঙ্গ সংগঠণের কিছু কর্মী স্হানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের নামে ফেসবুকে কু-মন্তব্য করেছিল। সেই সব ব্যক্তিকে শাহজাদপুর উপজেলা থানা পুলিশ গ্রেফতার করে। আওয়ামীলীগের দুজন নেতার কারণে যুবলীগের সম্মেলন পন্ড হয়েছে। এখন পর্যন্তও সে সম্মেলন সফল করতে পারে নি। কৈজুরী এলাকায় গ্রাম্য সংঘর্ষে ওসি, এসআই সহ প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, মৃত্যুও হয়েছে কয়েক জনের। বাঘাবাড়ী মিল্কভিটা মাঝে মাঝে উত্তপ্ত যমুনার গরম বালুর মতো হয়ে ওঠে। উত্তর মেরু আর দক্ষিণ মেরু অঞ্চলে পরিণত হয় মিল্কভিটার সাধারণ শ্রমিকরা।

মাদক ব্যবসার জন্য সিরাজগঞ্জ জেলার মধ্যে শাহজাদপুর উপজেলা বেশ খ্যাতি অর্জন করেছে। বাঘাবাড়ী অঞ্চল ও তার আশ পাশ এলাকা, উপজেলার বাজারে বেশ কয়েকটি দোকানের অবাধে বিক্রি হচ্ছে মাদক ব্যবসা। মাঝে মাঝে খবর পেয়ে র‌্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করছে। তবু থামছে না মাদক ব্যবসা। র‌্যাব-১২ ছয়শত স্ক্যান বিয়ার সহ কয়েকজনকে গ্রেফতার করেছিল কয়েকদিন পূর্বে। শাহজাদপুর উপজেলার বখাটে যুবক একই উপজেলার যুবতীকে ইভটিজিং করার দায়ে বখাটে যুবকের ১ বছর কারাদন্ড হয়েছে। তবু স্বচেতন হচ্ছে না বখাটে যুবকেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক শাহজাদপুর উপজেলার সরকার দলীয় এক কর্মী বলেন, দলীয় কোন্দলের কারণে প্রশাসনও অসহায় হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের আলোর মুখতো দুরের কথা এসব কর্মকান্ড প্রধানমন্ত্রীর নজরে পড়লে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ। আমাদের ছেলে মেয়েরা কাংখিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করা সম্ভব হবে না একমাত্র রাজনৈতিক দুরাবস্থার কারনে। একদিন সিরাজগঞ্জ জেলার মধ্যে তুচ্ছ ও ঘৃনিত উপজেলা হিসাবে শাহজাদপুর উপজেলা খ্যাতি অর্জন করবে। এখন সময় আছে, কেউ কাউকে দোষারোপ না করে শাহজাদপুর উপজেলাকে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ব্যবসা চিরতরে বন্ধ করার উদ্যোগ নেয়ার। তবেই শ্রেষ্ঠ উপজেলা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ ও বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারী বাড়ীকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা সম্ভবপর হবে।।

সম্পর্কিত সংবাদ

সাদুল্যাপুর এক যুবকের লাশ উদ্ধার-আটক ১

অপরাধ

সাদুল্যাপুর এক যুবকের লাশ উদ্ধার-আটক ১

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদল্যাপুরে বাড়ির সেপটিক ট্যাংক থেকে রূপম মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছ...

শাহজাদপুরে এমপি কন্যার বিবাহত্তোর রাজকীয় সংবর্ধনা- ২০ হাজার অতিথির মেজবান

শাহজাদপুরে এমপি কন্যার বিবাহত্তোর রাজকীয় সংবর্ধনা- ২০ হাজার অতিথির মেজবান

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শনিবার সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহ...

শাহজাদপুরে অভিলাষ জর্দ্দা ইন্ড্রাস্ট্রিজের উদ্বোধন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে অভিলাষ জর্দ্দা ইন্ড্রাস্ট্রিজের উদ্বোধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন মাদলা গ্রামে মেসার্স অভিল...

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী গ্রেফতার : মামলা দায়ের

আইন-আদালত

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী গ্রেফতার : মামলা দায়ের

শাহজাদপুর প্রতিনিধি : গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নি...

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট (সরাসরি)

খেলাধুলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট (সরাসরি)

শাহজাদপুরের প্রথম ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কুমিল্লা অনলাইন, শাহজাদপুর এর নতুন সংযোজন লাইভ টিভি সেবা। এতে রয়...

কোন পেশাই ছোট নয়, সব পেশাকে সম্মান করুন

উপ-সম্পাদকীয়

কোন পেশাই ছোট নয়, সব পেশাকে সম্মান করুন

মানুষের প্রয়োজনে দুনিয়ায় কত শত পেশা যে তৈরি হয়েছে তার ইয়ত্তা নাই । দেখুন না, জুতা সেলাই থেকে জাহাজ তৈরি কিংবা টিকা তৈরি...