

ডেস্ক নিউজঃ রাজনৈতিক কোন্দল, মাদকের ব্যাপক বিস্তার, অপসংস্কৃতি ও উশৃঙ্খলতার এক নগ্ন ধারার মধ্যে ডুবে শাহজাদপুর উপজেলা হাড়াতে বসেছে তার গর্বের ইতিহাস,ঐতিহ্য আর সংস্কৃতি। হয়তো বিধি বাম। তা না হলে সকল উপজেলার চাইতে শাহজাদপুর উপজেলায় কেন এতো হত্যা লুট, মাদক ব্যবসা, রাজনৈতিক কোন্দল কেন চলে আসছে? এমনটাই প্রশ্ন জেগে উঠেছে শাহজাদপুর উপজেলার সাধারণ মানুষের মধ্যে এবং সচেতন মহলের। রাজনৈতিক কোন্দলের কারণে একে অপরের উপর দোষ চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে অসহায় করে তুলেছে। সাধারণ মানুষের এবং স্কুল-কলেজে পড়–য়া ছাত্রীরাও এতে রেহাই পাচ্ছে না। চিন্তিত হয়ে পড়েছে বাবা-মা। কিছুদিন পূর্বে রবীন্দ্র কাচারী বাড়ী ১৪ জোড়া কপোত-কপোতী ধরা পড়ে খোদ উপজেলা নির্বাহী অফিসারের কাছে। তাদেরকে সামান্য জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়। যদি স্কুল-কলেজ পড়–য়া ছেলে মেয়েরা এমন আপত্তিকর অবস্থায় একজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে ধরা পড়ে, তাহলে অন্যদের অবস্থা কি হতে পারে? বাঘাবাড়ী অঞ্চলের সন্ত্রাসী উজ্জল শাহজাদপুর উপজেলা কয়েকটি গ্রাম একাই নিয়ন্ত্রণে রেখেছিল। তার ভয়ে সাধারণ মানুষ কখনও মুখ খুলতে পারেনি স্বাভাবিক ভাবে চলতে পারে নাই, এমনকি উজ্জলের কথার বাইরে গেলেই তাকে হত্যা অথবা জখম করে হাসপাতালে পাঠিয়ে দিত। আর উজ্জল এতো বড় নামকরা সন্ত্রাসী হলো কাদের কারণে? এটার মুল কারণ শাহজাদপুর উপজেলার রাজনৈতিক কোন্দল। শাহজাদপুর উপজেলায় এমন সাক্ষ্য আছে মোবাইল ফোনের মাধ্যমে সরকার দলীয় অঙ্গ সংগঠণের কিছু কর্মী স্হানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের নামে ফেসবুকে কু-মন্তব্য করেছিল। সেই সব ব্যক্তিকে শাহজাদপুর উপজেলা থানা পুলিশ গ্রেফতার করে। আওয়ামীলীগের দুজন নেতার কারণে যুবলীগের সম্মেলন পন্ড হয়েছে। এখন পর্যন্তও সে সম্মেলন সফল করতে পারে নি। কৈজুরী এলাকায় গ্রাম্য সংঘর্ষে ওসি, এসআই সহ প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, মৃত্যুও হয়েছে কয়েক জনের। বাঘাবাড়ী মিল্কভিটা মাঝে মাঝে উত্তপ্ত যমুনার গরম বালুর মতো হয়ে ওঠে। উত্তর মেরু আর দক্ষিণ মেরু অঞ্চলে পরিণত হয় মিল্কভিটার সাধারণ শ্রমিকরা।
মাদক ব্যবসার জন্য সিরাজগঞ্জ জেলার মধ্যে শাহজাদপুর উপজেলা বেশ খ্যাতি অর্জন করেছে। বাঘাবাড়ী অঞ্চল ও তার আশ পাশ এলাকা, উপজেলার বাজারে বেশ কয়েকটি দোকানের অবাধে বিক্রি হচ্ছে মাদক ব্যবসা। মাঝে মাঝে খবর পেয়ে র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করছে। তবু থামছে না মাদক ব্যবসা। র্যাব-১২ ছয়শত স্ক্যান বিয়ার সহ কয়েকজনকে গ্রেফতার করেছিল কয়েকদিন পূর্বে। শাহজাদপুর উপজেলার বখাটে যুবক একই উপজেলার যুবতীকে ইভটিজিং করার দায়ে বখাটে যুবকের ১ বছর কারাদন্ড হয়েছে। তবু স্বচেতন হচ্ছে না বখাটে যুবকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক শাহজাদপুর উপজেলার সরকার দলীয় এক কর্মী বলেন, দলীয় কোন্দলের কারণে প্রশাসনও অসহায় হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের আলোর মুখতো দুরের কথা এসব কর্মকান্ড প্রধানমন্ত্রীর নজরে পড়লে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ। আমাদের ছেলে মেয়েরা কাংখিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করা সম্ভব হবে না একমাত্র রাজনৈতিক দুরাবস্থার কারনে। একদিন সিরাজগঞ্জ জেলার মধ্যে তুচ্ছ ও ঘৃনিত উপজেলা হিসাবে শাহজাদপুর উপজেলা খ্যাতি অর্জন করবে। এখন সময় আছে, কেউ কাউকে দোষারোপ না করে শাহজাদপুর উপজেলাকে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ব্যবসা চিরতরে বন্ধ করার উদ্যোগ নেয়ার। তবেই শ্রেষ্ঠ উপজেলা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ ও বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারী বাড়ীকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা সম্ভবপর হবে।।
সম্পর্কিত সংবাদ

জীবনজাপন
সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা
ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

রাজনীতি
শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এ বিষয়ে বলেন, ‘এখনো কোন পক্ষেরই অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আই...

জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...

রাজনীতি
শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়
সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

ধর্ম
ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?
শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...

রাজনীতি
প্রায় দেড়যুগ পর শাহজাদপুর ছাত্র দলের আহবায়ক কমিটি গঠন
প্রায় দেড়যুগ পরে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল শাহজাদপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (২২আগষ্ট) সিরা...