বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর আদালত ভবন বন্যার পানিতে ডুবে যাওয়ায় বিচার কার্য চরম ভাবে ব্যহত হচ্ছে। বার কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, এজলাসের মধ্যে বন্যার পানি ঢুকে পড়ায় বিচার কার্য ব্যহতর পাশাপাশি বিচারাধিন বহু মামলার নথি পত্র পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এতে বিচার প্রার্থীদের সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি এ আদালতটি দ্রুত অন্য ভবনে স্থানান্তরের দাবী জানান। এ ছাড়া বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি ও ঐতিহ্যবাহী শাহ মখদুমিয়া জামে মসজিদ বন্যার পানিতে ডুবে গেছে। ফলে দর্শনার্থী ও মুসল্লিদের নামাজ আদায়ে দূর্বোগ বেড়েছে। শাহজাদপুর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপাতর সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে পানি বন্দি হয়ে পড়েছে ১ লাখ ৬৬ হাজার মানুষ। ৩৭ হাজার কাঁচা ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে যাওয়ায় জনদূর্ভোগ চরমে পৌছেছে। পানি বন্দি মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। পোরজনা-জামিরতা পাকা সড়ক,চরকৈজুরী-চরগুধীবাড়ী ও রূপপুর সড়ক বন্যার পানিতে ডুবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কৈজুরী বাজার,জামিরতা বাজার,পোরজনা বাজার ও গুপিয়াখালী বাজার বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া রাউতারা স্লুইচ গেট সংলগ্ন রিং বাধ বন্যার পানিতে ডুবে শাহজাদপুর সহ চলন বিল অঞ্চলের বিস্তৃর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। অপরদিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কৈজুরী ইউনিয়ন পরিষদ চত্ত্বর, কৈজুরী ভূমি অফিস ও উপস্বাস্থ্য কেন্দ্র চত্ত্বর বন্যার পানিতে ডুবে গেছে। ফলে এলাকাবাসীকে বন্যায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কৈজুরী প্রাথমিক বিদ্যালয় ও জামিরতা কলেজ, কৈজুরী মাদ্রাসা বন্যার পানিতে ডুবে যাওয়ায় বন্ধ ঘোষনা করা হয়েছে। অপরদিকে শাহজাদপুরে গো-খাদ্যের তীব্র সংকট সৃষ্টি হওয়ায় প্যাকেট জাত খাদ্যের দাম বস্তা প্রতি ২০০ থেকে ২৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম তার এলাকার বন্যা দূর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ,আশ্রয়কেন্দ্র ও নোঙর খানা খুলে দেওয়ার জোর দাবী জানিয়েছেন। সরকারী ভাবে এ পর্যন্ত ৬৫ মেঃ টন চাল ও নগদ ৮০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।

সম্পর্কিত সংবাদ

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”

সম্পাদকীয়

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”

আপাতত গরম কমছে না

জাতীয়

আপাতত গরম কমছে না

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তা প্রবাহ বয...

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

খেলাধুলা

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

মুুহিতের রেকর্ড খরুচে বোলিংয়ের ম্যাচে ৪ উইকেটে ২২৪ করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে শ্বাসরুদ্ধকর শেষ ওভারে ৪ রানে হারে...

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

ধর্ম

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...