বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
করোনা ভাইরাসের প্রভাবে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রায় ১ লাখ হ্যান্ডলুম ও পাওয়ারলুম বন্ধ হয়ে গেছে। করোনার ক্রান্তিকালের দীর্ঘ সময় এলাকার এসব তাঁত কারখানায় উৎপাদন বন্ধ, উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শাহজাদপুর কাপড়ের হাটসহ পাশর্^বর্তী সোহাগপুর, এনায়েতপুর, আতাইকুলা হাটে তাঁতবস্ত্রের বেচাকেনা বন্ধ ও বিশেষ করে পরিবহনজণিত কারণে সৃষ্ট তীব্র কাঁচামাল সংকটের ফলে গত প্রায় আড়াই মাসে শাহজাদপুরে প্রায় ১ লাখ তাঁত মালিক ও শ্রমিক বেকার হয়ে মানবেতর দিনযাপন করছে। শাহজাদপুরসহ সিরাজগঞ্জ জেলায় উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছাসহ তাঁতবস্ত্র দেশে তাঁতবস্তের মোট চাহিদার প্রায় ৭০ ভাগ পূরণ করলেও তাঁতশিল্পকে রক্ষায় এখনও পর্যন্ত কার্যকর উদ্যোগ না নেয়ায় দেশের সর্ববৃহৎ কুঁটিরশিল্প ঐতিহ্যবাহী তাঁতশিল্পে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। ফলে এলাকার দেড় লাখ তাঁত মালিক ও শ্রমিকেরা তাদের জীবন জীবীকার প্রশ্নে চোখেমুখে রীতিমতো সর্ষের ফুল দেখছে। এদিকে, তাঁতশিল্পের উন্নয়ন ও তাঁতীদের ভাগ্যোন্নয়নে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ডে স্থাপিত বাংলাদেশ তাঁত বোর্ড এলাকার তাঁতীদের কোন উপকারেই না আসায় তা পুরোপুরি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিজ্ঞমহলের মতে, ‘ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ভয়াবহ বিপর্যয় রোধ ও সংকট মোকাবেলায় এবং তাঁতী ও শ্রমিকদের বাঁচাতে অনতিবিলম্বে সরকারিভাবে পুঁজি সংকটে বেকার হয়ে পড়া প্রান্তিক তাঁতীদের মাঝে পাওয়ারলুম প্রতি ১ লাখ ও হ্যান্ডলুম প্রতি ৫০ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান, তাঁতবোর্ড বিলুপ্ত করে তাঁতী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা, সূতার বাজার সিন্ডিকেট মুক্তকরণ, তাঁত গবেষণা কেন্দ্র স্থাপন, তাঁতিদের প্রশিক্ষণ প্রদান, ভারত থেকে আনা সব কাউন্টের সূতা ও কাঁচামালের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত এবং বিদেশে তাঁতবস্ত্র রফতানীর উদ্যোগ গ্রহণ করা হলে তাঁতশিল্প ফিরে পাবে তার নিজস্ব অতীত গৌরব ও ঐতিহ্য। এর ব্যাত্যয় ঘটলে বিরাজমান ভয়াবহ সংকট থেকে কোনভাবেই তাঁতশিল্পকে রক্ষা সম্ভব হবে না। ’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নে প্রায় দেড় লাখ তাঁত রয়েছে। তন্মদ্ধে প্রায় ১ লাখ পাওয়ারলুম ও প্রায় ৫০ হাজার হ্যান্ডলুম রয়েছে। লকডাউন ঘোষিত সময়কালে শাহজাদপুরের সকল তাঁত কারখানা বন্ধ ছিলো। এ দীর্ঘ সময়ে এলাকার তাঁতীরা কোনরূপ তাঁতবস্ত্র উৎপাদন বা উৎপাদিত বস্ত্র হাট বাজারে বিক্রি করতে পারেনি। এ সময় বাধ্য হয়ে তাঁত মালিকেরা অনেকেই পুঁজি ভেঙ্গে ফেলেছেন আবার অনেকেই ঋণপানে জর্জরিত হয়েছেন। লকডাউন তুলে নেয়ার পর তাঁত মালিকেরা তাদের তাঁত কারখানা চালু করার অনুমতি পেলেও পরবর্তীতে পুঁজি না থাকায় তা চালু করা সম্ভব হয়নি। কেউ কেউ ধারদেনা করে তাঁত কারখানায় বস্ত্র উৎপাদনের চেষ্টা করলেও উৎপাদিত তাঁতবস্ত্র হাটে বিক্রি করতে না পেরে পুনরায় তাঁত বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুনপাড়া মহল্লার রাকিব উইভিং ফ্যাক্টরির মালিক হাজী ওমর, আজাদ উইভিং ফ্যাক্টরির মালিক আজাদ জানান,‘লকডাউনের পর থেকে হাজী ওমরের তাঁত কারখানার মোট ১৪টি পাওয়ারলুম ও ৪টি হ্যান্ডলুম এবং তার ভাই আব্দুস সালামের তাঁত কারখানার মোট ১০টি পাওয়ারলুম ও ৪টি হ্যান্ডলুম ও তাঁতী আজাদের আজাদ উইভিং ফ্যাক্টরির ৯টি পাওয়ারলুম ও ৩৭টি হ্যান্ডলুমে তাঁতবস্ত্র উৎপাদন পুরোপুরি বন্ধ থাকে। পরবর্তীতে লকডাউন তুলে নেয়া হলেও পুঁজি না থাকায় এ ৩ কারখানার সবগুলো তাঁতই বন্ধ রয়েছে।’ তারা আরও বলেন,‘শ্রমিকেরা কারখানায় কাজ করতে আসলেও লকডাউনের আগে মজুদকৃত তাঁতবস্ত্র হাটে বিক্রি করতে না পারায় শ্রমিকদের মজুরী দেয়া সম্ভব নয় বলে উৎপাদনে যেতে পারছি ন।’ বাংলাদেশ স্পেশালাইজ টেক্সটাইল মিলস এন্ড হ্যান্ডলুম ওনার্স এসোসিয়েশনের পরিচালক ও সিরাজগঞ্জ জেলা তাঁত মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলী জানান, ‘অতীতে দেশীয় তাঁতে তৈরি ঢাকাই মসলিন জগৎজোড়া খ্যাতি অর্জন করেছিলো। বৃট্রিশ বোনিয়ারা মসলিন তৈরির পথকে চিরতরে রূদ্ধ তাঁতীদের বৃদ্ধাঙ্গুল কেটে দিয়ে নীল চাষে বাধ্য করে। এরপর থেকে তাঁতশিল্পের গৌরব ও ঐতিহ্য ম্লান হতে থাকে। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় তাঁতশিল্প নতুন করে ঘুড়ে দাঁড়াতে শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে তাঁতীদের আন্তরিক প্রচেষ্টায় ঐতিহ্যবাহী তাঁতশিল্প বেশ সম্ভাবনাময় শিল্পে উপনীত হয়। সারাদেশে তাঁতবস্ত্রের চাহিদা মিটিয়ে ভারত, ইংল্যাড, ইটালীসহ বর্হিঃবিশে^র বিভিন্ন দেশে তাঁতবস্ত্র রফতানীর মাধ্যমে প্রতি বছর প্রচুর পরিমান বৈদশিক মুদ্রা অর্জিত হতে থাকে। কিন্তু করোনা ভাইরাসের ক্রান্তিকালে এলাকার সব তাঁতকারখানা বন্ধ থাকায় তাঁতীরা তীব্র পুঁজি সংকটে পড়ে। লকডাউন উঠে গেলেন পুঁজির যোগান দিতে না পারায় শাহজাদপুরের শতকরা ৭০ ভাগ তাঁত পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় দেড় লাখ তাঁত মালিক ও শ্রমিকদের ভাগ্যাকাশে দেখা দেয় কালো মেঘের ঘণঘটা। শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-মাহমুদ জানান,‘ শাহজাদপুরে ১ লাখ তাঁত বন্ধ থাকায় দেড় লাখ তাঁতী ও শ্রমিক বেকার হয়ে অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। এই দুর্যোগকালীন সময়ে তাঁতী ও শ্রমিক বাঁচাতে এবং তাঁতশিল্পকে রক্ষায় শাহজাদপুরে স্থাপিত বাংলাদেশ তাঁত বোর্ডের কোন ভূমিকাই দেখা যাচ্ছে না।’ শাহজাদপুর কাপড়ের হাট তাঁত মালিক সমিতির সভাপতি আলমাছ আনসারী বলেন, ‘দীর্ঘ সময় উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শাহজাপদুর কাপড়ের হাটে লেনদেন বন্ধ থাকার পর লকডাউন তুলে নেয়ার পর হাটে ব্যাপারী পাইকার হাটে না আসায় তাঁতীরা তাদের তাঁতবস্ত্র বিক্রি করতে পারছে না। এতে তাঁতীরা দিশেহারা হয়ে পড়েছে। ফলে ঐতিহ্যবাহী তাঁতশিল্প ভয়াবহ বিপর্যয়ে পড়েছে।’ এ বিষয়ে বাংলাদেশ তাঁত বোর্ড শাহজাদপুর বিসিক শাখার টিএফসি ব্যবস্থাপক মোঃ শরীফ আল মাহমুদ বলেন,‘করোনার প্রভাবে পূঁজি হারানো ২’শ ৭৯ জন প্রান্তিক তাঁতীর আবেদনের প্রেক্ষিতে তাঁতী প্রতি দেড় লাখ থেকে দুই লাখ টাকা ৫% সরল সুদে ৩ বছর মেয়াদে ঋণ প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। করোনায় কর্মহীন ১ হাজার তাঁতীদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। আরও ১০ হাজার তাঁতীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।’

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

অপরাধ

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

কামারখন্দ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলা হচ্ছে। গতকাল মঙ্গল...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...