

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামবাসি তাদের চলাচলের একমাত্র সড়কটি স্বেচ্ছাশ্রমে মেরামতের উদ্যোগ নিয়েছে। আজ রবিবার সরেজমিনে রতনকান্দি গ্রাম ঘুরে দেখা যায়, গ্রামের ভিতরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পানি ও খানা-খন্দের কারণে চলাচলের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পরেছে। শত চেষ্টার পরও ব্যর্থ হয়ে সরকারিভাবে রাস্তাটি সংস্কারের কোন ব্যবস্থা না হওয়ায় অবশেষে গ্রামবাসীরা স্বেচ্ছায় নিজেদের অর্থ ও শ্রমের বিনিময়ে সংস্কার কাজ শুরু করেছে। প্রায় ৩ কি.মি. দীর্ঘ রতনকান্দি গ্রামের প্রধান এ সড়কটি অবিরাম বৃষ্টির কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। তাই বৃষ্টি উপেক্ষা করে রাস্তা সংস্কারের কাজ করছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের সর্ববৃহৎ এ গ্রামটির জনসংখ্যা প্রায় ২২ হাজার। এর মধ্যে ভোটার সংখ্যা প্রায় সাড়ে নয় হাজার। শাহ্ হাবিবুল্লাহ (রহঃ) এর মাজার শরীফ হতে রতনকান্দি উত্তর পাড়া হতে রতনকান্দি (দক্ষিণ) পাড়া হাট পর্যন্ত প্রায় ৩ কি.মি. দীঘ সড়কটি এক যুগ ধরে কোন সংস্কার কাজ করা হয়নি। ফলে ‘গালা’ ও ‘রূপবাটি’ ইউনিয়ন সহ এ গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে যাতায়াত করেন। এছাড়াও তাঁত ব্যবসায়ীদের তৈরী কাপড় ও তাঁত সামগ্রী, মিল্কভিটার দুগ্ধ সমিতির দুধ সংগ্রহ, সমবায়ীদের গো-খাদ্য আনা-নেয়া করতে হয়। কয়েক বছর ধরে সড়টির হেরিংবোম্ব উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই সড়ক দিয়ে রিকশা, ভ্যান, সিএনজি, মটরসাইকেল, এমনকি বাই সাইকেলও চলাচল করতে পারেনা। ফলে এলাকাবাসিকে প্রতিদিন পায়ে হেঁটে চলাচল করতে হয়। এতে এলাকাবাসিকে চরম দূর্ভোগ পোহাতে হয়। নিরুপায় হয়ে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করছে। সরে জমিন ঘুরে দেখা যায় গ্রামবাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে সংস্কার করছে। এ কাজের জন্য খরচ যোগাতে বাড়ি বাড়ি থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা তোলা হয়েছে। গ্রামবাসি জানায় এ কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বররা কেউ সম্পৃক্ত নেই। এমনকি সরকারি কোন অর্থ বরাদ্দও করা হয়নি। সম্পূর্ণ গ্রামবাসির সাহায্য সহযোগিতায় সড়কটি মেরামত করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

রাজনীতি
আ.লীগের সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর
সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বিনোদন
মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ
প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে...

দিনের বিশেষ নিউজ
শাহজাদপুর পৌরসদরে ১যুগের সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল,শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার অন্তর্গত রূপপুর নতুন পাড়া...

বন্যা
শাহজাদপুরে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিতঃ ১০ হাজার বিঘা আবাদী পানির নিচে
মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর থেকেঃ গত ২৪ ঘন্টায় বন্যার পানি বৃদ্ধি না পাওয়ায় শাহজা...

ধর্ম
মহানবী (সা.) পশুর যেসব অঙ্গ খেতেন না
এসব অঙ্গ ছাড়া হালাল পশুর বাকি সবকিছু খাওয়া জায়েজ।