শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামবাসি তাদের চলাচলের একমাত্র সড়কটি স্বেচ্ছাশ্রমে মেরামতের উদ্যোগ নিয়েছে। আজ রবিবার সরেজমিনে রতনকান্দি গ্রাম ঘুরে দেখা যায়, গ্রামের ভিতরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পানি ও খানা-খন্দের কারণে চলাচলের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পরেছে। শত চেষ্টার পরও ব্যর্থ হয়ে সরকারিভাবে রাস্তাটি সংস্কারের কোন ব্যবস্থা না হওয়ায় অবশেষে গ্রামবাসীরা স্বেচ্ছায় নিজেদের অর্থ ও শ্রমের বিনিময়ে সংস্কার কাজ শুরু করেছে। প্রায় ৩ কি.মি. দীর্ঘ রতনকান্দি গ্রামের প্রধান এ সড়কটি অবিরাম বৃষ্টির কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। তাই বৃষ্টি উপেক্ষা করে রাস্তা সংস্কারের কাজ করছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের সর্ববৃহৎ এ গ্রামটির জনসংখ্যা প্রায় ২২ হাজার। এর মধ্যে ভোটার সংখ্যা প্রায় সাড়ে নয় হাজার। শাহ্ হাবিবুল্লাহ (রহঃ) এর মাজার শরীফ হতে রতনকান্দি উত্তর পাড়া হতে রতনকান্দি (দক্ষিণ) পাড়া হাট পর্যন্ত প্রায় ৩ কি.মি. দীঘ সড়কটি এক যুগ ধরে কোন সংস্কার কাজ করা হয়নি। ফলে ‘গালা’ ও ‘রূপবাটি’ ইউনিয়ন সহ এ গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে যাতায়াত করেন। এছাড়াও তাঁত ব্যবসায়ীদের তৈরী কাপড় ও তাঁত সামগ্রী, মিল্কভিটার দুগ্ধ সমিতির দুধ সংগ্রহ, সমবায়ীদের গো-খাদ্য আনা-নেয়া করতে হয়। কয়েক বছর ধরে সড়টির হেরিংবোম্ব উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই সড়ক দিয়ে রিকশা, ভ্যান, সিএনজি, মটরসাইকেল, এমনকি বাই সাইকেলও চলাচল করতে পারেনা। ফলে এলাকাবাসিকে প্রতিদিন পায়ে হেঁটে চলাচল করতে হয়। এতে এলাকাবাসিকে চরম দূর্ভোগ পোহাতে হয়। নিরুপায় হয়ে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করছে। সরে জমিন ঘুরে দেখা যায় গ্রামবাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে সংস্কার করছে। এ কাজের জন্য খরচ যোগাতে বাড়ি বাড়ি থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা তোলা হয়েছে। গ্রামবাসি জানায় এ কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বররা কেউ সম্পৃক্ত নেই। এমনকি সরকারি কোন অর্থ বরাদ্দও করা হয়নি। সম্পূর্ণ গ্রামবাসির সাহায্য সহযোগিতায় সড়কটি মেরামত করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

যৌতুকের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা দায়ের

আইন-আদালত

যৌতুকের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা দায়ের

শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিনিধি : আবহমান কাল থেকে নারী নির্যাতন ও কন্য পক্ষের কাছে বরপক্ষ কর্তৃক যৌতুক দাবির ঘটনা স...

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী বহুমুখী উচ্চ বিদ্যা...

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...