শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির : সাড়ে তিন সপ্তাহ আগে শাহজাদপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে খাজা গোলাম কিবরিয়া যোগদান করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় বলেছিলেন, ‘শাহজাদপুরে মাদকের জিরো টলারেন্স দেখতে চাই’। তিনি শুধু গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যদানে তাদের আশ্বস্ত করেন নি। বাস্তবেও তা করে দেখিয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্য যে, তিনি শাহজাদপুর থানায় যোগদানের মাত্র সাড়ে ৩ সপ্তাহে শাহজাদপুর থানা পুলিশের অভিযানে কেবল চুনোপুটিরা ধরা পড়েনি। বড় বড় মাদক ব্যবসায়ীরাও পাকড়াও হয়েছে ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাও দায়ের হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ জানায়, গত ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে মাত্র সাড়ে ৩ সপ্তাহে দক্ষ পরিদর্শকের যে পরিচয় দিয়েছেন, তা বিগত সময়ের কোন অফিসার ইনচার্জের সময় অর্জিত হয়নি। অতি স্বল্প সময়ে তার দক্ষ পরিচালনায় বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ অসংখ্য মদ, হেরোইন, ইয়াবা, গাঁজা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের হয়েছে। ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ডাকাত রফিকসহ ৯ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে। সেইসাথে বিভিন্ন জিআর ও সিআর মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারিকৃত ১’শ ৭৮ জন দীর্ঘদিনের পলাতক আসামীরাও গ্রেফতার হয়েছে। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলারও ১৩ জন আসামী গ্রেফতার হয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি থেকে থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে থানার এসআই আব্দুল জলীল, এসআই ইয়ামিন, এসআই ফরিদ, এসআই কমল কুমার দেবনাথ, এএসআই কালাম, এএসআই সাইফুলসহ থানার অন্যান্য অফিসার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ১২ লিটার চোলাই মদসহ পোতাজিয়ার ফরিদ আলীর ছেলে মদ ব্যবসায়ী আলামিন (১৮), একই দিন দ্বারিয়াপুর উত্তরপাড়ার সামাদের ছেলে রতন (২৩) ১৩ পিছ ইয়াবাসহ, ১২ ফেব্রুয়ারি শেলাচপড়ীর এমতাজ মোল্লার ছেলে হাশেম মোল্লা (৩৭) ২শ গ্রাম গাঁজাসহ, ১৪ ফেব্রুয়ারি পুকুরপাড় উত্তরপাড়ার মৃত মোকছেদ আলীর ছেলে আব্দুর রহিম (৫৫) ২’শ গ্রাম শুকনো গাঁজাসহ, ওইদিন দ্বারিয়াপুরের মৃত মহরের ছেলে হেরোইন ব্যবসায়ী জিয়া(৪৫) ৩৫ পুরিয়া হেরোইনসহ, ১৫ ফেব্রুয়ারি একই গ্রামের মৃত দুলালের ছেলে ছানোয়ার (২৮) ৫০ গ্রাম গাঁজাসহ, ১৬ ফেব্রুয়ারি মাদলা মন্ডলপাড়ার মৃত জামাত মন্ডলের ছেলে আয়নাল(৩২) ১’শ গ্রাম গাঁজাসহ, ১৭ ফেব্রুয়ারি মাদলা স্কুলপাড়ার আবু তাহেরের ছেলে রেজাউল (২৫) ১’শ গ্রাম গাঁজাসহ, চরবেলতৈলের মৃত বক্কারের ছেলে জেলহক (২৮) ৩০ পুরিয়া গাঁজাসহ, ১৯ ফেব্রুয়ারি দ্বারিয়াপুরের খবির খার ছেলে শুকুর আলী(৩০) ৩০ পুরিয়া হেরোইনসহ ২০ ফেব্রুয়ারি একই গ্রামের মৃত সিদ্দিক ব্যাপারীর ছেলে রানা ব্যাপারী (৩০) ও কান্দাপাড়ার রুবেল ব্যাপারী ২৮ পুরিয়া হেরোইনসহ, ২২ ফেব্রুয়ারি পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাউতনাগধাপাড়ার ইসহাকের ছেলে আতাউর (৩২), মৃত হায়াত আলীর ছেলে সুলতান (৪২) ২৫ পুরিয়া হেরোইনসহ, ওইদিন পোতাজিয়া ঋষিপাড়ার বেলাল সরদারের ছেলে শরিফ (২৮) ৩০ পুরিয়া গাঁজাসহ, ২৪ ফেব্রুয়ারি নরিনা উত্তরপাড়ার মৃত মোকছেদ প্রামানিকের ছেলে কুদ্দুস (৩৩) ৩০ পুরিয়া গাঁজাসহ, ওইদিন চুনিয়াখালীপাড়ার ফুলচানের ছেলে শামছুল(২৫) ৩০ পুরিয়া গাঁজাসহ, ২৫ ফেব্রুয়ারি মশিপুরের মৃত রব্বানীর ছেলে রওশন (৫৫) ৪’শ গ্রাম শুকনো গাঁজাসহ, ২৬ ফেব্রুয়ারি আইকবাড়ি পারকোলার মনো শেখের ছেলে শিপন (২৮) ২৫ পুরিয়া গাঁজাসহ, ২৮ ফেব্রুয়ারি শেরখালীর মৃত ফয়জাল শেখের ছেলে মুমিন (৫৫) ৫৭ পুরিয়া গাঁজাসহ, ২ মার্চ দ্বারিয়াপুর নিকারীপাড়ার মৃত শুকুর ব্যাপারীর ছেলে পান্নু (৩৫) ৫২ পুরিয়া হেরোইনসহ, ৩ মার্চ আলোকদিয়ার দক্ষিণপাড়ার মৃত মুসা প্রামানিকের ছেলে নজরুল ইসলাম (৪২) ৮ লিটার চোলাই মদসহ আটক করে থানায় নিয়ে আসে। এসব মাদক ব্যবসায়ীদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া মাত্র সাড়ে ৩ সপ্তাহে ৭ বছরের দীর্ঘদিনের পলাতক আসামী ডাকাত রফিকসহ ৯ জন সাজাপ্রাপ্ত আসামী ও ওই স্বল্প সময়ে ওয়ারেন্টভূক্ত ১৭৮ জন দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার হয়েছে। বিজ্ঞমহলের মতে, ‘ পুলিশ পরিদর্শক খাজা গোলাম কিবরিয়ার শাহজাদপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর যে হারে মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ও নিয়মিত মামলা দায়ের, ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও দীর্ঘদিনের দীর্ঘমেয়াদী দন্ডিত সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে- অতি অল্প সময়ে শাহজাদপুর থানার পূর্বের অফিসার ইনচার্জদের দায়িত্ব পালনকালীনকালে তা কখনই পরিলক্ষিত হয়নি। এজন্য থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

শাহজাদপুর

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

আওয়ামী লীগ–সমর্থিত সাবেক সংসদ সদস্য, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, না হ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

কোন পেশাই ছোট নয়, সব পেশাকে সম্মান করুন

উপ-সম্পাদকীয়

কোন পেশাই ছোট নয়, সব পেশাকে সম্মান করুন

মানুষের প্রয়োজনে দুনিয়ায় কত শত পেশা যে তৈরি হয়েছে তার ইয়ত্তা নাই । দেখুন না, জুতা সেলাই থেকে জাহাজ তৈরি কিংবা টিকা তৈরি...