শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড়মহারাজপুর গ্রামের সন্ত্রাসী হামিদ বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজিসহ নানা জুলুম আর নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে বড়মহারাজপুরের নিরীহ বেশ কয়েকজন মহল্লাবাসী। হামিদ বাহিনীর মূল হোতা ওই মহল্লার মৃত নবুল্লাহ প্রামানিকের ছেলে আব্দুল হামিদ (৬০) এর বিরুদ্ধে নারী পাচার, ভূয়া, জাল দলিল সৃষ্টি করে চাঁদা দাবি, দাবিকৃত চাঁদা না দিলে বাড়িঘরে হামলা, ছিনতাই, ভাংচুর, লুটপাট ও নিরীহ মহল্লাবাসীদের মারপিট, মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকিসহ ভালো মানুষের ছদ্মাবরণে ফিল্মি স্টাইলে সন্ত্রাসী কায়দায় নিরীহদের ওপর নানা জুলুম আর নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এসব গুরুতর অভিযোগে হামিদ বাহিনীর বিরুদ্ধে অসংখ্য মামলাও হয়েছে থানায়। কিন্তু নানা সময়ে সন্ত্রাসী হামিদ বাহিনীর প্রধান আব্দুল হামিদকে পুলিশ গ্রেফতার করলেও অর্থ আর ক্ষমতার দাপটে জামিনে বের হয়ে এসেই ফের এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের রামরাজত্ব গড়ে তোলায় ওই বাহিনীর হাত থেকে কোনভাবেই মু্ক্তি পাচ্ছে না নিরীহরা। ভুক্তভোগী, প্রতিবাদী বেশক'জন ছাড়া ওই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রাণভয়ে কেউই মুখ খুলতে সাহস পাচ্ছে না। সর্বশেষ বড়মহারাজপুর মহল্লার মুদি ব্যবসায়ী সেলিম রেজার নিকট ১লাখ টাকা চাঁদা দাবি ও দাবিকৃত চাঁদার অর্থ না দেয়ায় গত ১৯ মে দিনেদুপুরে দোকানের মালামার ক্রয়ের জন্যে ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে বাজারে যাবার পথে ব্যবসায়ী সেলিম রেজার ওপর হামলা চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সেলিম রেজাকে বেধড়ক মারপিট করে ১ টি পা ও ১ হাত ভেঙ্গে দেয় সন্ত্রাসী হামিদ বাহিনীর সন্ত্রাসীরা। ভাঙ্গা হাত পা নিয়ে সেলিম রেজা পরিবার পরিজন নিয়ে মানবেতর দিনযাপন করছেন। এ ঘটনায় ব্যবসায়ী সেলিম রেজার স্ত্রী রুখসানা আক্তার নিপা বাদী হয়ে হামিদ বাহিনীর মূল হোতা হামিদসহ একই মহল্লার লতিফ (৬৫), রবিউল (২৫), সাইফুল (৪০), আলী আকবার (৪৫), মহসিন (২৬), আলাল (৫০) এ ৭ জন নামীয় ও অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে গত ২৩ মে তারিখে শাহজাদপুর থানায় হত্যার চেষ্টা, চাঁদাবাজি, ছিনতাইসহ বেশ কয়েকটি অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন (মামলা নং-২৭)। এ ঘটনার পর থেকে সন্ত্রাসী হামিদ বাহিনীর সদস্যরা ঐ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করছে বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনার ফলে জনমনে প্রশ্ন জেগেছে, সন্ত্রাসী আব্দুল হামিদ বাহিনীর খুঁটির জোর কোথায়? তথ্যানুসন্ধানে তার বিরুদ্ধে একের পর এক নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সন্ত্রাসী হামিদ বাহিনী কর্তৃক জাল দলিল সৃষ্টি করে বিপুল পরিমান অর্থ চাঁদা দাবী, স্কিন প্রিন্ট ব্যবসায়ী হাফিজুর রহমান হেলালের বসতবাড়িতে হামলা চালিয়ে আর্থিক ক্ষতিসাধন, ব্যবসায়ী হেলালকে মারপিট, জাল দলিল ও হামলা-চাঁদাদাবীর ঘটনা ধামাচাপা দিতে ও ভিন্নখাতে প্রবাহের উদ্দ্যেশে এলাকায় মাইকিং করে বেআইনী সমাবেশের আয়োজন, বড়মহারাজপুর গ্রামের মুকুল, পর্বতদের জমির দলিল জাল করে মালিকানা দাবি, পোরজনা বাজার পাবার আগের মোড় এলাকার জনৈক সাধুর ছেলে খোকনের সাথেও জমিজমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি করে অর্থ আদায়সহ নানা অপরাধ কর্মকান্ড করার অভিযোগ উঠছে । ব্যবসায়ী হাফিজুর রহমান হেলালের দায়ের করা মামলাটি তুলে নেয়ার জন্য তাকে প্রাণনাষের হুমকিও প্রদান করার গুরুতর অভিযোগ উঠেছে আব্দুল হামিদ বাহিনীর বিরুদ্ধে। ব্যবসায়ী হেলালের দায়ের করা মামলার চার্জশিটে জাল দলিল সৃষ্টিপূর্বক ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হামলা-ভাংচুর চালিয়ে ওই ব্যবসায়ীর প্রায় ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করার বিষয়ে আব্দুল হামিদ গংয়ের বিরুদ্ধে প্রাথমিক নিরপেক্ষ তদন্তে সত্যতাও মিলেছে মর্মে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার এসআই কমল কুমার দেবনাথ বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছেন। এছাড়া ইতিপূর্বে আব্দুল হামিদ বাহিনীর মূল হোতা আব্দুল হামিদের নিজ নামীয় আনরেজিষ্ট্রার দলিল দিয়ে ৭ শতক জমির নামজারীর আদেশও বাতিল করেছেন উপজেলা ভূমি প্রশাসন। তথ্যানুসন্ধানে আরও জানা গেছে, মানব পাচারের অভিযোগে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে গত বছরের ২৬ ডিসেম্বর দুপুরে শাহজাদপুর থানা পুলিশ আব্দুল হামিদকে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। ওইদিন থানা পুলিশ তাকে উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা বাজার এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল হামিদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় জাল দলিল সৃষ্টি করে চাঁদাদাবী, মারপিট ও ক্ষতিসাধনের অভিযোগে একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ জানায়। ওই সময়ের শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানিয়েছিলেন," পুলিশের হাতে ধৃত আব্দুল হামিদের বিরুদ্ধে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মানব পাচারের ৬,৭ ও ৯ ধারায় চলমান একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী থাকায় তাকে গ্রেফতার করা হয়। ' অপরদিকে, নিরীহ, ভালো মানুষের লেবাসের অন্তরালে একের পর এক নানা চাঞ্চল্যকর অপরাধের সংগঠক, সন্ত্রাসী হামিদ বাহিনীর নাটের গুরু, আব্দুল হামিদসহ ওই বাহিনীর অন্যান্য সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ ও ভূমিদস্যু হামিদের নিজ নামীয় সকল জমির দলিলগুলির সঠিকতা যাচাইয়ের জোর দাবী জানিয়েছে ব্যবসায়ী সেলিম রেজা, হাফিজুর রহমান হেলাল, রোখসানা আক্তার নিপা, মুকুল, পর্বত, ধরনীধর বসাকের উত্তরসূরীগণসহ নিরীহ বেশ কয়েকজন ক্ষতিগ্রস্থ মহল্লাবাসী। সহ গ্রামের ক্ষতিগ্রস্থ অনেকেই। সেইসাথে সন্ত্রাসী হামিদ বাহিনীর যুলুম আর নির্যাতন থেকে মুক্তিও চেয়েছেন তারা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...