শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর উপজেলার রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারী বখাটে ছাত্র আসিফকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি পেশ করেছে । এদিন দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি পেশ করেন। শাহজাদপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব এ্যাড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচী চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদে বেসরকারিভাবে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মামুনর রশীদ লিয়াকত, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী নেওয়াজ, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মোঃ গোলাম কিবরিয়া, মোহাম্মদ আলী, আবুল কালাম, শামীমা নাহার, রফিকুল ইসলাম, কামরুজামান, ওয়ারেছ আলী, রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ এনামুল হক হিরা প্রমূখ। বক্তারা শিক্ষকের উপর হামলাকারী বখাটে ছাত্র আসিফকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী পালন করার হুমকি দেন।’ উল্লেখ্য, গত ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাভৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী বের হবার পূর্বে বখাটে ছাত্র আসিফ অত্র স্কুলের ছাত্রীদেরকে উত্যক্ত করলে শিক্ষক কামরুজ্জামান প্রতিবাদ করে তাকে র‌্যালি থেকে বের করে দেয়। ফলে ক্ষিপ্ত হয়ে ছাত্র আসিফ রড দিয়ে এলোপাথারি আঘাত করে শিক্ষকের দাঁত ভেঙ্গে দেয় ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...