নিজস্ব প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের ১৭ বছরে পদার্পন উপলক্ষে আজ ১লা ফেব্রুয়ারী সোমবার শাহজাদপুরে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বাউল সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী হায়দার রেজা তালুকদার, বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর শাখার উপদেষ্টা তাকিবুন্নাহার তাকি, শাহজাদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারন সম্পাদক কবি আতিক সিদ্দিকী, কবি আলহাজ্ব মাসুম রানা খান।
শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার চত্ত্বরে যুগান্তর স্বজন সমাবেশ, শাহজাদপুর উপজেলা ও কলেজ শাখা যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি মোঃ মুমীদুজ্জামান জাহান। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগান্তর পত্রিকার শাহজাদপুর এজেন্ট সন্তোষ কুমার সাহা, নিহাল খান, নাসির হোসেন, সালমান রহমান চঞ্চল, মাসুদ মোশাররফ, ইমরান রানা, মেহেদী হাসান হিমু, সাকিব আল হাসান, আনোয়ার হোসেন।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন সুর ঝংকার বাউল শিল্পী গোষ্ঠির- খোরশেদ আলম বয়াতি, নূর ইসলাম বয়াতি, আব্দুল আলিম বয়াতি, বাবলু সরকার বয়াতি, আব্দুল আজিজ বয়াতি, রিন্টু বয়াতি ও পাঞ্জু সরকার। সকালে সরকারি কলেজ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণকালে স্বজন সদস্য বৃন্দ ও বাউল শিল্পীরা হাতে একতারা, দোতারা, ঢোল, বাশিঁ ও মন্দিরার তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন। এ সময় যুগান্তরের শুভ জন্মদিন ধ্বনিতে পুরো এলাকায় মুখরিত হয়ে উঠে।এ আনন্দ শোভাযাত্রা শেষে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার চত্ত্বরে কেক কেটে যুগান্তরের জন্মদিন পালন করা হয়। সবশেষে আলোনা সভায় অতিথিরা যুগান্তরের দীর্ঘায়ু কামনা করে বক্তব্যদান কালে বলেন, যুগান্তর সব সময়ই সত্যের সন্ধানে অবিচল থেকে নির্ভিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন । তাদের বলিষ্ঠ লেখনিতে প্রতিনিয়ত উঠে আসে নানা অনিয়ম দূর্নীতি ও সমাজের নানা অসঙ্গতির চিত্র। এ অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মাঝে উপস্থিত ছিলেন, সম্পদ খান, মুহাইমিনুর রহমান মুন, আলামিন হোসেন, আল মামুন, আতিকুর রহমান, ওলী আহমেদ, শাহান আলী, রূপস হোসেন, গোলাম মোস্তফা, লিমন আহমেদ, মজনু শেখ, রাসেল আহমেদ, ওমর ফারুক, ইমরান হোসেন, মিলন হোসেন, সাকিবুর রহমান, মাহবুবুর রহমান, মামুন আহমেদ, রবিউল ইসলাম, ফারুক খান ও নুরে আলম আনছারী।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদল্যাপুরে বাড়ির সেপটিক ট্যাংক থেকে রূপম মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছ... শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন মাদলা গ্রামে মেসার্স অভিল...জাতীয়
রাষ্ট্রপতি যুক্তরাজ্যে পৌঁছেছেন
অপরাধ
সাদুল্যাপুর এক যুবকের লাশ উদ্ধার-আটক ১
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে অভিলাষ জর্দ্দা ইন্ড্রাস্ট্রিজের উদ্বোধন
ইতিহাস ও ঐতিহ্য
শাহজাদপুরে দু’দিনব্যাপী হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ.) এর বাৎসরিক ওরশ শরু।