মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের ১৭ বছরে পদার্পন উপলক্ষে আজ ১লা ফেব্রুয়ারী সোমবার শাহজাদপুরে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বাউল সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী হায়দার রেজা তালুকদার, বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর শাখার উপদেষ্টা তাকিবুন্নাহার তাকি, শাহজাদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারন সম্পাদক কবি আতিক সিদ্দিকী, কবি আলহাজ্ব মাসুম রানা খান।

0001

শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার চত্ত্বরে যুগান্তর স্বজন সমাবেশ, শাহজাদপুর উপজেলা ও কলেজ শাখা যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি মোঃ মুমীদুজ্জামান জাহান। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগান্তর পত্রিকার শাহজাদপুর এজেন্ট সন্তোষ কুমার সাহা, নিহাল খান, নাসির হোসেন, সালমান রহমান চঞ্চল, মাসুদ মোশাররফ, ইমরান রানা, মেহেদী হাসান হিমু, সাকিব আল হাসান, আনোয়ার হোসেন।

00002

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন সুর ঝংকার বাউল শিল্পী গোষ্ঠির- খোরশেদ আলম বয়াতি, নূর ইসলাম বয়াতি, আব্দুল আলিম বয়াতি, বাবলু সরকার বয়াতি, আব্দুল আজিজ বয়াতি, রিন্টু বয়াতি ও পাঞ্জু সরকার। সকালে সরকারি কলেজ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণকালে স্বজন সদস্য বৃন্দ ও বাউল শিল্পীরা হাতে একতারা, দোতারা, ঢোল, বাশিঁ ও মন্দিরার তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন। এ সময় যুগান্তরের শুভ জন্মদিন ধ্বনিতে পুরো এলাকায় মুখরিত হয়ে উঠে।এ আনন্দ শোভাযাত্রা শেষে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার চত্ত্বরে কেক কেটে যুগান্তরের জন্মদিন পালন করা হয়। সবশেষে আলোনা সভায় অতিথিরা যুগান্তরের দীর্ঘায়ু কামনা করে বক্তব্যদান কালে বলেন, যুগান্তর সব সময়ই সত্যের সন্ধানে অবিচল থেকে নির্ভিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন । তাদের বলিষ্ঠ লেখনিতে প্রতিনিয়ত উঠে আসে নানা অনিয়ম দূর্নীতি ও সমাজের নানা অসঙ্গতির চিত্র। এ অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মাঝে উপস্থিত ছিলেন, সম্পদ খান, মুহাইমিনুর রহমান মুন, আলামিন হোসেন, আল মামুন, আতিকুর রহমান, ওলী আহমেদ, শাহান আলী, রূপস হোসেন, গোলাম মোস্তফা, লিমন আহমেদ, মজনু শেখ, রাসেল আহমেদ, ওমর ফারুক, ইমরান হোসেন, মিলন হোসেন, সাকিবুর রহমান, মাহবুবুর রহমান, মামুন আহমেদ, রবিউল ইসলাম, ফারুক খান ও নুরে আলম আনছারী।

সম্পর্কিত সংবাদ

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

জীবনজাপন

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব

রাজনীতি

শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এ বিষয়ে বলেন, ‘এখনো কোন পক্ষেরই অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আই...

সিরাজগঞ্জের উল্লেখযোগ্য ৮ গন্তব্য

ইতিহাস ও ঐতিহ্য

সিরাজগঞ্জের উল্লেখযোগ্য ৮ গন্তব্য

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বগুড়া-নগরবাড়ি পাকা সড়ক থেকে দুই কিলোমিটার পূর্বে হুরাসাগর নদীর পশ্চিম তীরে হযরত মখদুম...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

ধর্ম

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...