মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
অসময়ে যমুনা নদীর ভাঙনে শাহজাদপুর উপজেলার জালালপুর, খুকনি ও কৈজুরী ইউনিয়নের ৮ গ্রাম মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। বন্যার পানি কমতে থাকায় এসব গ্রামে ভাঙনের তীব্রতা বেড়েছে। ইতিমধ্যেই উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর, ঘাটাবাড়ি, পাকুরতলা, বাঐখোলা, কুঠিরপাড়া, খুকনি ইউনিয়নের ব্রাক্ষ্মনগ্রাম ও আরকান্দি এবং কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের সিংহভাগ এলাকা যমুনার ভাঙনে বিলীন হয়েছে। ফলে এসব গ্রামের শতশত মানুষজন ঘরবাড়ি, জমিজমা, সহায়-সম্বল হারিয়ে পথে বসে গেছে। যমুনার কড়াল গ্রাস হতে এসব গ্রামের অবশিষ্ঠাংশ রক্ষায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী আমরণ অনশন, মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করে আসলেও সংশ্লিষ্টদের তরফ থেকে কেবল আশ্বাসই মিলেছে। ভাঙন রোধে কোন কাজের কাজ না হওয়ায় ভাঙন কবলিত এলাকাবাসীর মধ্যে হা-হুতাশ, সহায়-সম্বল হারানোর আর্তনাদ ও চাপা ক্ষোভ দিনে দিনে বেড়েই চলেছে। সরেজমিন যমুনা ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর, ঘাটাবাড়ি, পাকুরতলা, বাঐখোলা, কুঠিরপাড়া, খুকনি ইউনিয়নের ব্রাক্ষ্মনগ্রাম ও আরকান্দি এবং কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামে যমুনার ভাঙনে প্রায় ২’শতাধিক ঘরবাড়ি, ২টি মসজিদ, ২টি ঈদগাহ মাঠ, শতাধিক তাঁত কারখানা, ৪’শ বিঘা আবাদি জমি, ২ কিলোমিটার কাঁচা সড়ক, কবরস্থান, শ্মশান ঘাট, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। গ্রামগুলোর যে অংশ অবশিষ্ট রয়েছে, জরুরী ভিত্তিতে ভাঙন রোধ করা না গেলে সে অংশও দেখতে দেখতে যমুনার কড়াল গ্রাসে চলে যাবে। এ বিষয়ে জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চান ও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ‘পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কে বারবার বলা সত্বেও তারা সময় মত ব্যবস্থা না নেয়ায় এ ৮ গ্রামের সিংহভাগই যমুনা গর্ভে বিলীন হয়েছে। ভয়াবহ ভাঙনের কারণে নদীর অদূরে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ও বিশ্ববিদ্যালয়, নার্সিং ইন্সটিটিউট ও দেশের সর্ববৃহৎ এনায়েতপুর কাপড়ের হাটসহ বিভিন্ন স্থাপনা হুমকির সন্মুখীন হয়ে পড়েছে।’ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, ‘বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে।’ এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘এনায়েতপুর থেকে হাটপাচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার এলাকা যমুনার ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষায় সাড়ে ৬’শ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে স্থায়ীভাবে ভাঙন রোধের কাজ শুরু হবে।’

সম্পর্কিত সংবাদ

১৯০ বিঘা খাস জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ : আহত ১০

আইন-অপরাধ

১৯০ বিঘা খাস জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ : আহত ১০

শাহজাদপুরে খাস খতিয়ানের ১শ' ৯০ বিঘা জমির দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মোঃ মদিন মোল্লা (৫৫) নামের ১ জন নিহত ও উভয়

৪৮ ঘণ্টা পর বোঝা যাবে নাসিমের অবস্থা 

দিনের বিশেষ নিউজ

৪৮ ঘণ্টা পর বোঝা যাবে নাসিমের অবস্থা 

স্পেশালাইজড হসপিটালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে সফল অস্ত্রপচার হয়েছে। অপারেশনের পর...

শাহজাদপুরে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আইন-আদালত

শাহজাদপুরে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : আজ রোববার দুপুরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দে...

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

বাংলাদেশ

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার...

শাহজাদপুরে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপরাধ

শাহজাদপুরে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার গ্রামে জোরপূর্বক ২৮ শতক পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা, হামলা, মারপিট, মসজিদ ও সীমানা খ...

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

জাতীয়

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

যথাযথ উদ্যোগ আর সংরক্ষণের অভাবে দেশের বৃহত্তম চলনবিল কালক্রমে তার নিজস্ব রূপ, সম্পদ, ঐতিহ্য সব কিছুই হারাতে বসেছে!