

শাহজাদপুর প্রতিনিধি :: শাহজাদপুর পৌর সদরের ডাকবাংলো পাড়ায় অবস্থিত মোহাম্মদ আলী চক্ষু হাসপাতাল বন্ধের ষড়যন্ত্র ও ডাক্তার ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে কতিপয় ব্যাক্তি ও ডাক্তার আলমগীর হোসেনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক অরূপ গজনবী।
মাত্র চার মাস পুর্বে প্রতিষ্ঠিত হয় হাসপাতালটি। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানটি বন্ধ করার পায়তারা করছে। এমনকি এই হাসপাতালে রোগীদেরকে আসতেও নিরুৎসাহিত করা হয়। এই চক্রান্তের অংশ হিসেবে প্রতিষ্ঠান থেকে ডাঃ আলমগীরকে ভাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জিডির অভিযোগ সুত্রে জানা যায়। এব্যপারে অরূপ গজনবী জানান, অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আমি হাসপাতালটি প্রতিষ্ঠা করি। প্রতিদিন বিপুল পরিমান রুগি আমার হাসপাতালে সেবা নিতে আসে। এতেই তারা ক্ষিপ্ত হয়ে চক্রান্তে লিপ্ত রয়েছে। সম্প্রতি তারা আমার প্রতিষ্ঠানের ডাক্তারকে ভাগিয়ে নিয়ে যায়। তিনি দাবি করেন একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় অব্যাহতি পত্র না দিয়ে কোন ডাক্তার চলে যেতে পারেন না । হঠাৎ ডাক্তার কোন কিছু না বলে চলে যাওয়ায় আমার হাসপাতাল ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, একটি মহল তার হাসপাতালে যেন কোন ডাক্তার বা কর্মী পদে যোগদার না করে সেজন্য ছড়ানো হচ্ছে তার প্রতিষ্ঠানে ঠিকমতো বেতন প্রদান করা হয়না। অথচ তিনি দ্বাবি করেন প্রতিষ্ঠার পর থেকে ডাক্তার বা কর্মীর এক মাসেরও বেতন বাকি নেই। তিনি আরো জানান, তার প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য ষ্ঠাফদেরও ভাগিয়ে নিয়ে যাওয়ার পায়তারা করা হচ্ছে। এব্যাপারে প্রতিকার চেয়ে তিনি শাহজাদপুর থানায় পহেলা অক্টোবর একটি সাধারন ডায়রি করেছেন। যার নং ২৯।
সম্পর্কিত সংবাদ

বিনোদন
সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...
শনিবার (১৪ মে) দুপুরে স্থানীয় জাসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বর হয়ে মণিরামপুর বাজরে... সূধীজনের মতে, ‘ভাষা সৈনিক আলী আজমলের সমাধিস্থল যথাযথ মর্যাদায় সংরক্ষণসহ তাঁর স্মৃতি চির অম্লান রাখতে যথাযথ উদ্যোগ গ্রহণ... করোনা ভাইরাসের বিস্তাররোধকল্পে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি এ...
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
অপরাধ
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত
রাজনীতি
শাহজাদপুরে যুব জোটের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
জাতীয়
ধুলোবালি ও বুঁনো ঘাসে ভরা ভাষাসৈনিক আলী আজমলের সমাধিস্থল!
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৫ দিন ক্লাস পরীক্ষা বন্ধ