মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির/ ফারুক হাসান কাহার : যথাযথ মর্যাদায় শাহজাদপুরে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ পালিত হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহর দিবাগত রাত ১২টার পর আওয়ামী লীগের পক্ষ থেকে শাহজাদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে দিবসের সূচনা করেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এড. আব্দুল হামিদ লাভলু, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সিরাজগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, জেলা পরিষদ সদস্য মৌসুমী সরকার বাবলা, আব্দুল বাছেত, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুবলীগ নেতা রাজিব শেখ, মহিলা আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস লাভলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসলাম আলী, সাবেক যুগ্ম আহবায়ক রতন শেখ প্রমূখ। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে একে একে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শাহজাদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর উপজেলা জাসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফি, সাধারণ সম্পাদক আবু হাসান খান মণি, পৌর জাসদের সহ-সভাপতি সাইদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম হাবিবুল হক সাব্বির, উপজেলা যুবদল সভাপতি মিজানুর রহমান মিন্টু, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আলাল হোসেনসহ দলীয় নেতাকর্মী, সার্কেল শাহজাদপুর গ্রুপের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন গ্রুপ নির্বাহী সাংবাদিক রাজীব রাসেল, এডমিন সাংবাদিক ফারুক হাসান কাহার, মর্ডারেটর সাংবাদিক শামছুর রহমান শিশির, মর্ডারেটর ও আদালত প্রতিবেদক এমএ হান্নান শেখসহ গ্রুপের সদস্যবৃন্দ। এ ছাড়া বিভিন্ন সংঘ, প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকালে প্রভাত ফেরি বের হয়ে পৌরসদরের দরগাহ পাড়াস্থ ভাষা সৈনিক ডা. আলী আজমল বুলবুলের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়াত ভাষা সৈনিক ডা. আলী আজমল বুলবুলের সমাধিতে একে একে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অমর একুশে উদযাপন উপলক্ষে শাহজাদপুর সরকরি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে শাহজাদপুর সংবাদ ডটকম ও সার্কেল শাহজাদপুর। এদিকে, অমর একুশে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে পালন করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

শাহজাদপুর

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার-এর নামে সড়ক নামকরণের উদ্বোধন...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

অর্থ-বাণিজ্য

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর, বিন্দু সিরাজগঞ্জের ত...

শাহজাদপুরে দূর্ঘটনায় নিহত পরিবারে ৪০ হাজার টাকার চেক বিতরণ