বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ আজ ২২ শে শ্রাবণ শনিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মহাপ্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি অডিটরিয়ামে দিন ব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মধ্যে ছিল, কবিতা আবৃত্তি, চিত্রাংকন,কুইজ, রচনা প্রতিযোগিতা, রবীন্দ্র সঙ্গীত পরিবেশন ও আলোচনাসভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন। শাহজাদপুর উপজেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, প্রফেসর নাসিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ, প্রফেসর নূরুল ইসলাম, সহকারি কমিশনার ( ভূমি ) আরিফুজ্জামান, আমিরুল ইসলাম শাহু, অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন প্রমূখ। বক্তারা রবীন্দ্র জীবনীর উপর স্মৃতি চারণ মূলক আলোচনা করেন। সব শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে

বিনোদন

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে

টেগর গ্যেটে পিস ইউনির্ভাসিটি থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়// প্রত্যাশা-প্রতিক্ষার দুই দশক পর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী

জাতীয়

টেগর গ্যেটে পিস ইউনির্ভাসিটি থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়// প্রত্যাশা-প্রতিক্ষার দুই দশক পর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী