

আতংকে রয়েছে গ্রাহকঃ যে কোন সময় ছড়িয়ে পড়তে পারে উত্তেজনাঃ
ডাঃ ফরিদ আহমেদ চঞ্চলঃ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড বাঘাবাড়ী আঞ্চলিক শাখার আওতাধীন শাহজাদপুরের বিভিন্ন এলাকায় বিনা নোটিশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহক ভোগান্তি চরমহারে বেড়ে গেছে। ক্ষোভে ফুঁসে উঠছে গ্রাহকরা। জানা যায়, কোন প্রকার নোটিশ ছাড়াই রমজান মাস থেকে শুরু হয়েছে সংযোগ বিচ্ছিন্নের কাজ। গ্যাস অফিস সুত্রে জানা গেছে, পুর্বে ৩/৪" পাইপের ও ৫০মিটারের উর্ধ্বে যে সকল সংযোগ দেয়া হয়েছিলো সেগুলো এখন বিচ্ছিন্ন করা হচ্ছে। এদিকে গ্রাহকদের অভিযোগ, তাদের কেউ কেউ ৪/৫ বছর পুর্বে সংযোগ নিয়েছিল। তাদের অফিসিয়াল নির্দিষ্ট ফরমে আবেদন করার পর ঠিকাদার এবং অফিস কর্তৃপক্ষ যাচাই বাছাই করার পর ড্রইং করে এবং ডিমান্ড নোট ইসু করার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়ে যথা নিয়মে তার সংযোগ পেয়েছে। সংযোগ প্রাপ্তির পর তারা দীর্ঘদিন ধরে প্রতিমাসের বিল নিয়মিত পরিষোধ করে আসছে। এখন তাদের প্রশ্ন তাদের সংযোগ অবৈধ হলো কিভাবে? আর যদি অবৈধ হয় তাহলে ৪/৫বছর কর্তৃপক্ষ নিশ্চুপ ছিলো কেন? এখন হঠাৎ করে কর্তৃপক্ষ গ্রাহককে কোন প্রকার নোটিশ দেয়া ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এতে করে গ্রাহকেরা পরিবার পরিজন নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে তারা দাবী করছে। গ্রাহকরা আরো অভিযোগ করে বলেন, সংযোগ যদি অবৈধ হয় তাহলে কর্তৃপক্ষ তা প্রদান করল কেন? অবৈধ কোন কিছু করে থাকলে তৎকালিন ব্যবস্থাপক (বর্তমান বগুড়া কর্মরত) আমিনুল ইসলাম এবং তৎকালিন উপ-সহকারী প্রকৌশলী (বর্তমান বগুড়া কর্মরত) রাকেশ শর্মা, বাঘাবাড়ী কার্য্যালয়ের সহকারী কর্মকর্তা রাজস্ব ব্রজস্বর দাস ও এবং সংশ্লিষ্ট ঠিকাদার করেছে। শাস্তি পেতে হলে ঐ সকল কর্মাকর্তা ও ঠিকাদার পাবে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেছে গ্রাহকেরা। এদিকে বিনা নোটিশে সংযোগ বিচ্ছিন্ন করায় আতংকে রয়েছে শত শত গ্রাহক। গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে। যে কোন সময় ক্ষীপ্ত গ্রাহকেরা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করা হচ্ছে। অবিলম্বে সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করে যে সমস্ত সংযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে, গ্রাহকের ভোগান্তি রোধে তাদের সংযোগগুলো বৈধকরণ প্রক্রিয়া সম্পন্ন করে লাইনে গ্যাস সরবরাহের জোর দাবী করেছে তারা।
সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গাল...

জাতীয়
বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস
“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

জাতীয়
হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা
ডেস্ক রিপোর্ট : বৃহত্তর পাবনা জেলা পিস কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিন এহিয়ার নামে থাকা শাহজাদপুরে স্থাপিত বিভিন্ন শিক্ষা...

জীবনজাপন
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন
সিরাজগঞ্জ শাহজাদপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হলো বিশেষ বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। মঙ্গলব...

ধর্ম
মহানবী (সাঃ) কে কুটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ
এসময় মহানবী হযরত মুহাম্মদ( সাঃ) নিয়ে কুটুক্তি করায় সংসদে নিন্দা জানানোর আহবান জানানো হয়।এছারাও বক্তাদের পক্ষ থেকে ভারতী...

শাহজাদপুর
দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করছেন চিত্রনায়িকা বর্ষা
চিত্রনায়িকা বর্ষার জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরের গারাদহ ইউনিয়নে। সেখানেই বেড়ে উঠেছেন এই নায়িকা। এদিকে নিজের এলাকায় এ...