রেহাই পায়নী সহকর্মী শিক্ষিকা, শ্বাশুড়ী, শালিকা, ছাত্রী, শিশু ও কিশোরী।
মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর থেকে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের যমুনা নদীর দূর্গম চরে অবস্থিত ভাটদিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর আল-আসাদের ছাত্রী ধর্ষনের ঘটনায় আরও পৈশাচিক ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তার হাত থেকে রেহাই পায়নি সহকর্মী শিক্ষিকা, শ্বাশুড়ী, শালিকা, ছাত্রী শিশু ও কিশোরী। প্রভাব শালী রাজনৈতিক নেতা ও তৎকালীন এম.পির হস্তক্ষেপ ও অর্থের বিনিময়ে বারবার পার পেয়ে যাচ্ছেন । শাস্তি স্বরূপ এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে শুধুমাত্র বদলি করা হয়েছে। তার প্রতিটি কর্মস্থলেই সে ঘটিয়েছে ছাত্রী অথবা সহকার্মী শিক্ষিকাকে ধর্ষণ যৌন নিপীড়ণ করেছে। এর পরেও প্রভাবশালীদের আশির্বাদে চাকুরীতে বহালতবিয়তে রয়েছেন সবুর মাস্টার। তার পৈশাচিক কুকর্মের যেন শেষ নেই। উপজেলার সর্বস্তরের শিক্ষক অভিভাবক ও শিক্ষির্থীরা তার শাস্তির দাবিতে ফুসে উঠেছে। তারা মানবন্ধন সহ নানা আন্দলন কর্মসূচী অব্যহত রেখেছে। একাধিক এলাকাবাসী সহকর্মী শিক্ষক সূত্রে ও এক অনুসন্ধানে জানা গেছে, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের মৃত সমশের আলী মাস্টারের ছেলে আব্দুস সবুর আল-আসাদ ওরফে সবুর মাস্টার ছাত্রজীবন থেকেই লম্পট ছিলেন। তার পৈশাচিক ধর্ষন ঘটনা চলচিত্রের খল নায়ককেও হার নামায়। তিনি ১৯৯৩ ইং সালের অক্টোবর মাসে বাশুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগ দান করেন। এর পর ২০০৫ ইং সালে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনোয়ারা বেগমের সাথে অনৈতিক যৌন সম্পর্ক গ্রাম বাসির হাতে ধরা পরে। বিষয়টি ধামাচাপা দিতে মনোয়ারা বেগম তড়িঘড়ি করে তার মেয়ে সাবিরনা ইয়াসমিনকে সবুর মাস্টারের সাথে বিয়ে দেন। এরপরেও ওই বিদ্যালয়ে একাধিক ছাত্রীকে যৌন উত্তক্ত করার ঘটনা ঘটায়। এতে গ্রাম বাসীর ক্ষুব্ধ হয়ে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তৎকালীন শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ প্রদান করেন। এ অভিযোগের ভিক্তিতে ২০০৬ ইং সালে এ বিদ্যালয় থেকে শাস্তি স্বরূপ গালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাকে বদলি করা হয়। ২০০৭ ইং সালে গালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সুবর মাস্টারকে বাঘাবাড়ী সরাকরী প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। ২০০৮ ইং সালে এ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে পাড়কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাকে আবারও বদলি করা হয়। ২০১০ ইং সালে এ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের দায়ে নরিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আবারও তাকে বদলি করা হয়। এ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষাকাকে একাধিক বার যৌন হয়রানী ও ধর্ষনের চেষ্টা করলে ওই শিক্ষিকা উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেন। অবস্থা বেগতিক দেখে তৎকালিন শিক্ষা অফিসার ২০১১ ইং সালের শেষ দিকে এ বিদ্যালয় থেকেও উপজেলার কৈজুরী ইউনিয়নের দূর্গম যুমনা নদীর চর ভাটদিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আবারও বদলি করেন। ২০১২ ইং সালে এ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী তার মিথ্যা প্রেমের ফাঁদে পা দিয়ে যৌন হয়রানির শিকার হয়। মেয়েটির অভিভাবকেরা বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে মেয়েটিকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দেয়। ফলে বিষয়টি গোপনেই চাপা পরে যায়। কিছু দিন নিরব থাকার পর ওই বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের কুপ্রস্তাব দিলে ছাত্রীরা কৌশলে সুবর মাস্টারের কুপ্রস্তাব মোবাইল ফোনে গোপনে রেকর্ড করে অভিভাবকদের শোনায়। এতে অভিভাবকরা সবুর মাস্টারের উপর ক্ষুব্ধ হয়ে উঠে। হতদরিদ্র এ সব অভিভাবকদের ম্যানেজের কৌশল হিসাবে সবুর মাস্টার কৈজুরী বাজার থেকে ১০ হাজার টাকার চাল ডাল কিনে তাদের মাঝে ত্রাণ বিতরণ করে। এতে ছাত্রী ধর্ষন ও উত্তক্তর বিষয়টি অভিভাবকদের কাছে চাপা পরে যায়। কিছু দিন নিরব থাকার পর সবুর মাস্টার আবারও পূর্বের ন্যায় ছাত্রী উত্তক্ত শুরু করে। এবার সে বেছে নেয় ছাত্রীদের ক্ষুদে গানরাজ বানানোর কৌশল । এ প্রলোভনে যে সব ছাত্রী তার সাথে ঘনিষ্ঠ হয় এবং তার মিথ্যা প্রেমের ফাঁদে ধরা দেয়, তাদেরকে অডিশনের জন্য ঢাকায় নেওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে আটকে রেখে যৌন হয়রানি ও ধর্ষন করে। এরপর ধর্ষনের বিষয়টি গোপন রাখতে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা গোপন রাখতে বাধ্য করে। সুবর মাস্টারের সর্বশেষ যৌন হয়রানির শিকার হয় ঠুঁটিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সালমা খাতুন (১১)। ২০১৩ ইং সালে সালমা খাতুন ভাটদিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়া কালে সবুর মাস্টারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই সুত্র ধরে চলতি বছরের ১৮ অক্টোবর শনিবার বিদ্যালয় থেকে ওই ছাত্রী বাড়ি ফেরার সময় সবুর মাস্টার তার মোটরসাইকেলে সালমাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর কৌশলে খাদ্যের সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে অর্ধ সজ্ঞাহীন করে ৯ দিন আটকে রেখে তাকে প্রতিনিয়ত ধর্ষণ করে। এ ঘটনায় সালমার বাবা ঠুটিয়ারচর গ্রামের হোসেন আলী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অপহরণ ও ধর্ষন মামলা দায়ের করেন। পরিস্থিতি বেগতিক দেখে গত ২৭ অক্টোবর সোমবার রাতে সবুর মাস্টার লোকমারফত ধর্ষিত স্কুলছাত্রীটিকে শাহজাদপুর থানায় পাঠিয়ে পুলিশে সোপর্দ করে। ধর্ষিতা ছাত্রীটির ডাক্তারী পরীক্ষা শেষে শাহজাদপুর থানা পুলিশ উন্নত চিকিৎসার জন্য তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়। তার বাবা এনায়েতপুরের একটি ক্লিনিকে তাকে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। সেখানে কোন পুরুষকে দেখলেই সে চিৎকার করে উঠছে। অনুসন্ধানে আরও জানা যায়, সবুর মাস্টার এ ছাড়াও আরো ১০ জন নারী ও শিশুকে বিভিন্ন সময় ধর্ষন ও যৌন নির্যাতন করেছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উক্তি মতে সবুর মাস্টারকে বলা যায় “তুই জানোয়ার”। সম্প্রতি তথ্যমন্ত্রী এক অনুষ্ঠানে বলেন, নারীকে যারা যৌন হয়রানি ও নির্যাতন করে, তাদের বিরুদ্ধে সামাজিক স্লোগান হোক তুই জানোয়ার, তুই জানোয়ার, তুই নিপাত যা। এলাকাবাসী এখন বলছেন মন্ত্রীর এ স্লোগান সবুর মাস্টারের বেলাই প্রজোয্য হয়ে পরেছে। অনুসন্ধানে আরও জানা যায়, সবুর মাস্টার শাহজাদপুর সরকারি কলেজে পড়া কালে রতনকান্দি গ্রামে বোনের বাড়িতে লজিং থাকা অবস্থায় তার লোলুপ দৃষ্টি পড়ে ওই গ্রামের এক কিশোরীর উপর। ওই কিশোরীকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষন করে। এতে ওই মেয়েটি অতœস্বত্বা হয়ে পড়লে জোর পূর্বক তার অবৈধ গর্ভপাত ঘটানো হয়। এ ঘটনা জানা জানি হলে গ্রামবাসী সবুর মাস্টারের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে সবুর মাস্টার রতনকান্দি গ্রাম থেকে রাতের অন্ধকারে পালিয়ে যায়। সবুর মাস্টারের যৌন হয়রানির হাত থেকে রেহাই পায়নি তার আপন শ্যালিকাও। একাধিকবার শালিকাকে ধর্ষনের ঘটনায় শ্বশুরবাড়ি বাচড়া গ্রামে একাধিকবার বিচার-সালিশও হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে। অভিযোগ উঠেছে, সবুর মাস্টারের মেয়ে তুবা ক্ষুদে গানরাজ শিল্পী হওয়ার সুবাদে অনেক ছাত্রীকে এই ক্ষুদে গানরাজ শিল্পী বানিয়ে তাদের সংসারের অভাব মোচনের প্রলোভন দেখিয়ে ধর্ষন করত। সবুর মাস্টারের বিরুদ্ধে এতো সব অভিযোগ জানার পরও শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিস রহস্য জনক ভাবে আই ওয়াস হিসাবে নাম মাত্র বদলি ছাড়া শাস্তি-মূলক আর কোনো পদক্ষেপ নেননি। এদিকে স্কুল ছাত্রী সালমা ধর্ষণ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের ৭ দিন পেরিয়ে গেলেও পুলিশ সবুর মাস্টারকে এখনো গ্রফতার করতে পারেনি। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামানের সথে স্থনীয় যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুল হককে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্কুল ছাত্রী সালমা ধর্ষন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার এস,আই শাহজাহান জানান, সবুর মাস্টার স্বপরিবারে ঢাকায় পলাতক থেকে আত্মগোপনে রয়েছে। তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আশা করি দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে। সবুর মাস্টারের হাত থেকে রেহাই পায়নি সহকর্মী শিক্ষিকা, শ্বাশুরী, শালিকা, ছাত্রী, শিশু ও কিশোরী। সবুর মাস্টার তার প্রতিটি কর্মস্থলে একাধিক ছাত্রী-শিক্ষিকাকে ধর্ষন ও যৌন নিপীড়নের ঘটনা ঘটালেও তার বদলি ছাড়া আর কোন শাস্তি না হওয়ায় এলাকাবাসী অভিভাবক সহকর্মী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন অব্যহত রেখেছে। এদিকে নরপিশাচ সবুর মাস্টারের একের পর এক এই ধর্ষনের ঘটনা প্রকাশ করতে থাকায় শাহজাপুর আদালতে আইজীবীরা তাকে আইনী সহায়তা না দেওয়া ঘোষনা দিয়েছে। সবুর মাস্টার বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও আওয়ামীলীগ ক্ষমতায় আসায় আওয়ামীলীগের নেতাদের সাথে সখ্য গড়ে তুলে নানা সুবিধা ভোগ করছে বলে অভিযোগ রয়েছে। কৌশলী নরপিশাচ সবুর মাস্টার এত সব অপকর্ম করেও শুধুমাত্র রাজনৈতিক ছত্রছায়ায় থেকে প্রভাবশালীদের হস্তক্ষেপে বারবার অপরাধ থেকে পার পেয়ে যাচ্ছে। তাকে প্রতিরোধ ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ফুসে উঠেছে।সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
শাহজাদপুর
শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের
ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...
অপরাধ
নগ্ননৃত্য ও দেহ ব্যবসার সাথে জড়িত ১১ নারী ও ৫ ব্যবসায়ী গ্রেফতার
শাহজাদপুরে বিভিন্ন নদী-বিলে নৌকায় পিকনিক ও বিনোদনের...
শাহজাদপুর
সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন
সিরাজগঞ্জ শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের হরিনাথপুর(পাঠার মোর) গ্রামে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসী ও পোরজনা উচ্চ...
অপরাধ
শাহজাদপুরে পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি! আটক ৪
সিরাজগঞ্জ শাহজাদপুরে দুটি টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে ৫ বাড়ির পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণলংক...