শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
মামুন বিশ্বাস, শাহজাদপুর প্রতিনিধিঃ অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনাকে ধারন করে মুক্ত মানুষের চিন্তা ও জিজ্ঞাসার জানালায় নতুন আকাশ মেলে ধরার প্রত্যাশা নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক ভোরের পাতার যুগপদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। গত ১৫ মে ভোরের পাতার প্রতিনিধি মামুন বিশ্বাস, পাঠক ও শূভাকাংখীদের আয়োজনে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরূমে প্রবীণ সাংবাদিক বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক আবুল বাশার এর সভাপতিত্বে আলোচনাসভা ও কেককাটার আনুষ্ঠানিকতার মাধ্যমে এ যুগপুর্তি অনুষ্ঠানটি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান এবং ওসি (তদন্ত) মনিরুল ইসলাম। ভোরের পাতার জেলা প্রতিনিধি ও চ্যানেল ৭১ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন মামুন বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ কাজল, কলেজ ছাত্রলীগের মোঃ রাসেল, মানবজমিন ও করতোয়া প্রতিনিধি সাগর বসাক, যুগান্তর প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান, দৈনিক কলম সৈনিক ও খবরপত্রের প্রতিনিধি শফিকুল ইসলাম ফারুক, দৈনিক দিনকাল প্রতিনিধি আলামিন হোসেন। আলোচনা সভার পূর্বে আমন্ত্রিত অতিথীদের হাতে শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক আবুল বাশারের লেখা “দৈনিক ভোরের পাতার যুগপুর্তি ও ডিজিট্যাল বাংলাদেশ বিনির্মাণে সংবাদপত্রের ভূমিকা” শীর্ষক একটি প্রবন্ধ তুলে দেয়া হয়। 6vপ্রবন্ধের নানা দিক নিয়ে আলোচনা করতে গিয়ে প্রধান অতিথী বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদপত্র ও সাংবাদিক। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সংবাদপত্র ও সাংবাদিকদেও ছোটকরে ভাববার অবকাশ নেই। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংবাদ পত্র। আমি যদি প্রকৃত অর্থেই মানুষ হই তবে এই রাষ্ট্রের প্রতিবন্ধী মানুষ হবো না। নিজে ভালো থাকবো অন্যকে ভালো রাখবো সরকারের একজন কমকর্তা হিসেবে এটাই আমার কমিটমেন্ট। সৎ ও ভালো থাকার জন্য উপস্থিত সবাইকে আহব্বান জানান তিনি। সভাপতি তার বক্তব্যে বলেন, সংবাদপত্রের বিকাশমান ধারার এটাই স্বর্ণযুগ।সাংবাদিকেরা জনগণ ও দেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। একারনে অনেক সময় কায়েমী স্বার্থবাজদেও বিরাগভাজন হতে হয়। কখনও দেশ ও জনগণের শত্রুদেও বিরেুদ্ধে লড়াই করতে হয় বিপদেও ঝুঁকি নিতে হয়। ঝুকি সামাল দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা অবশ্যই কঠিন। তবুও প্রকৃত সাংবাদিকরা পিছপা হন না। কায়েমী স্বার্থবাজ ও সমাজবিরোধীরাই বর্তমানে বস্তুনিষ্ঠ সংবাদপত্রের জন্য বড় বিপদ। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে এখন দেশে দেশে সাংবাদিকদের প্রাণ পর্যন্ত দিতে হচ্ছে। এ পর্যন্ত বাংলাদেশেও কম সাংবাদিক প্রাণ দেননি। তিনি আরো বলেন, হাটি হাটি পা-পা করে ভোরের পাতা একযুগ পার করেছে। বাংলাদেশে সংবাদপত্রের বিকাশমান ধারার সাথে প্রতিযোগিতায় তালমিলিয়ে একটি পত্রিকার একযুগ পার করে নিজেকে টিকিয়ে রেখে উত্তর উত্তর তার অগ্রগতি সাধনকে ছোট করে ভাববার কোন অবকাশ নেই। তিনি ভোরের পাতার অগ্রগতি কামনা ও পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক আভিন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। উপস্থিত সুধিজন,ছাত্র ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, নিউজ আমার দেশ ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম মধু, খবর বাংলার প্রতিনিধি ফরিদ আহম্মেদ চঞ্চল,সাংবাদিক নিহাল খান, টিটু হাসনাত, আলাউদ্দিন ও ছানোয়ার হোসেন প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত

অপরাধ

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত

রাষ্ট্রপতি যুক্তরাজ্যে পৌঁছেছেন

জাতীয়

রাষ্ট্রপতি যুক্তরাজ্যে পৌঁছেছেন

শাহজাদপুরে অভিলাষ জর্দ্দা ইন্ড্রাস্ট্রিজের উদ্বোধন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে অভিলাষ জর্দ্দা ইন্ড্রাস্ট্রিজের উদ্বোধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন মাদলা গ্রামে মেসার্স অভিল...