শনিবার, ০২ নভেম্বর ২০২৪
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ : অদক্ষ ড্রাইভার, হেলপারদের বেপরোয়া গাড়ি চালনায় স্কুল ছাত্রছাত্রী আহত, নিহতের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু ড্রাইভার, হেলপারের পরিবর্তে লেবার পরিবহন চালাচ্ছে, এমনটা ইতিপূর্বে তেমন শোনা যায়নি। অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ও কায়েমপুর ইউনিয়নের বেশ কয়েকটি ইটভাটার প্রায় ৩০ টি ইট সরবরাহের ট্রাকের মধ্যে প্রায় অর্ধেকই চালাচ্ছে লেবার। লেবার কর্তৃক বেপরোয়া ট্রাক চালনার ফলে তালগাছি থেকে হরিরামপুর পর্যন্ত স্বল্প দৈর্ঘের পাঁকা সড়ক দিয়ে অটোরিক্সা ভ্যানে চলাচলকারী শতশত ছাত্রছাত্রীসহ এলাকাবাসী প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ভয়ে ভয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। ফলে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ক্ষয়ক্ষতি! গতকাল বুধবার পৌঁণে ১১ টার দিকে মাহিন (৭) নামের এক নার্সারীর শিশুছাত্র ছাত্র তার চাচী রেশমা (২৮)'র সাথে অাফজালের (৫০) ভ্যনে চড়ে হরিরামপুুর থেকে তালগাছি যাচ্ছিল। ভ্যানটি যখন ওই সড়কের লালমিয়ার বাড়ি সংলগ্ন পৌছায়, ঠিক তখনই আব্দুল মতিনের ইটভাটার ট্রাকটির ড্রাইভার নান্নুর পরিবর্তে তার ভাগ্নে সমাজ লেবার হয়েও ড্রাইভারের আসনে বসে ত্রুটিপূর্ণ ট্রাকটি চালাতে গিয়ে সজোরে পেছন থেকে ধাক্কা মারলে ভ্যানটি দুমড়ে মুচরে যায়। এ ঘটনায় ভ্যানের যাত্রী রেশমা ও কিন্ডারগার্টেনের প্লে-গ্রপের ছাত্র মাহিন ও ভ্যানচালক আফজাল গুরুতর আহত হয়। এলাকাবাসী দ্রুত তাদের শংকাজনক অবস্থায় উদ্ধার করে পার্শবর্তী উল্লাপাড়া কাওয়াকস্থ হাসপাতালে নিয়ে গেলে ভ্যানের ২ যাত্রী রেশমা ও মাহিনকে ওই হাসপাতাল থেকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সড়ক দুর্ঘটনায় রেশমার ডান পায়ের হাঁড় ভেঙ্গে যায় ও মাহিন মাথায় গুরুতর অাঘাতপ্রাপ্ত হয়। তথ্যানুসন্ধানে জানা গেছে, উপজেলার গাড়াদহ ও কায়েমপুর ইউনিয়নের বেশ কয়েকটি ইটভাটা থেকে প্রায় ৩০ টি ট্রাকযোগে বিভিন্ন স্থানে ইট সরবরাহ করা হয়। ওই ৩০ টি ট্রাকের চালকের মধ্যে সিংহভাগ চালকেরই ড্রাইভিং লাইসেন্স নাই। ১৫ টি ট্রাকের ড্রাইভারের মধ্যে দু'চারটি নিয়মিত চালায় হেলপার, আর ১০/১১টি চালায় লেবার। ফলে এদের বেপরোয়া ট্রাক চালনার ফলে ছাত্রছাত্রীসহ এলাকাবাসী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। এ অবস্থা চলছে বছরের পর বছর। এলাকাবাসীর অভিযোগ, শাহজাহানের ইটভাটার ৫ টি ট্রাকের ড্রাইভারের ১/২ জন, মান্নানের ইটভাটার ৩/৪ টি ট্রাকের ড্রাইভারের মধ্যে ১/২ জন, নুহুর ইটভাটার ১ টি ট্রাক ড্রাইভারের ১ জন, আকমলের ইটভাটার ২ টি ট্রাকের ড্রাইভারের ১ জন, মতিনের ইটভাটার ৩ টি ট্রাকের ড্রাইভারের ২ জন, মামুন হাজীর ইটভাটার ২ টি ট্রাকের ১ড্রাইভারের জন, শহিদ চৌধুরীর ইটভাটার ৭ টি ট্রাকের ড্রাইভারের ৪ জনেরই নেই লাইসেন্স। এসব লাইসেন্সবিহীন ট্রাকের ড্রাইভারদের কিছু হেলপার ও অবশিষ্ট লেবারেরা ড্রাইভার সেজে বেপোরোয়াভাবে ট্রাক চালিয়ে আসছে। এদিকে, ড্রাইভারের স্থলে লেবার কর্তৃক ত্রুটিপূর্ণ একটি ট্রাক চালাতে গিয়ে নার্সারির স্কুলছাত্রসহ ৩ জনের জীবন বিপন্ন হবার বিষয়ে জানতে চাওয়া হলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া বলেন,"দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।" কায়েমপুর ইউপি চেয়ারম্যান এ বিষয়ে বলেন, "ইতিপূর্বে বহুবার চালকদের সতর্কতার সাথে চলাচলের কথা বলা হলেও চালকেরা তা কর্ণপাত করছে না।" বুধবার সন্ধ্যায় ঘাতক ট্রাক ও ইটভাটা মালিক আব্দুল মতিনের সাথে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে চরম ধৃষ্টতা দেখিয়ে ম্যানেজ করার উদ্দেশ্যে ৫'শ টাকার নোট সাংকাদিকদের দিতে নিয়ে ব্যার্থ হয়ে বলেন, "ভাই এটা রাখেন না! এক্সিডেন্ট তো কতই হয়!" এলাকাবাসী অবিলম্বে লাইসেন্সবিহীন ড্রাইভার, হেলপার ও লেবার কর্তৃক বেপোরোয়া ট্রাক চাল বন্ধে শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া, কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারমম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসিবুল হক হাসান, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অাশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী গ্রেফতার : মামলা দায়ের

আইন-আদালত

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী গ্রেফতার : মামলা দায়ের

শাহজাদপুর প্রতিনিধি : গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নি...

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’র রেজিষ্টার ড.আব্দুল ওয়াহাবের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

শিক্ষাঙ্গন

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’র রেজিষ্টার ড.আব্দুল ওয়াহাবের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

শামছুর রহমান শিশির : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’র রেজিষ্টার ড. আব্দুল ওয়াহাব হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার বিকেল...

শাহজাদপুরে গ্রাহকের কাগজপত্র জাল করে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গ্রাহকের কাগজপত্র জাল করে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর ব্র্যাক ব্যাংক এসএমই শাখার ম্যানেজার কর্তৃক ঋণ জালিয়াতির মাধ্যমে আড়াই লাখ...

সাংবাদিক শামছুর রহমান শিশিরের নানীর ইন্তেকাল

সাংবাদিক শামছুর রহমান শিশিরের নানীর ইন্তেকাল

আমরা অত্যন্ত গভীর শোকাহত অবস্থায় জানাচ্ছি ‍যে, সাংবাদিক মো. শামসুর রহমান শিশির এর নানী ও মরহুম কুতুব উদ্দিন মোল্লার স্ত্...