বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ : অদক্ষ ড্রাইভার, হেলপারদের বেপরোয়া গাড়ি চালনায় স্কুল ছাত্রছাত্রী আহত, নিহতের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু ড্রাইভার, হেলপারের পরিবর্তে লেবার পরিবহন চালাচ্ছে, এমনটা ইতিপূর্বে তেমন শোনা যায়নি। অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ও কায়েমপুর ইউনিয়নের বেশ কয়েকটি ইটভাটার প্রায় ৩০ টি ইট সরবরাহের ট্রাকের মধ্যে প্রায় অর্ধেকই চালাচ্ছে লেবার। লেবার কর্তৃক বেপরোয়া ট্রাক চালনার ফলে তালগাছি থেকে হরিরামপুর পর্যন্ত স্বল্প দৈর্ঘের পাঁকা সড়ক দিয়ে অটোরিক্সা ভ্যানে চলাচলকারী শতশত ছাত্রছাত্রীসহ এলাকাবাসী প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ভয়ে ভয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। ফলে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ক্ষয়ক্ষতি! গতকাল বুধবার পৌঁণে ১১ টার দিকে মাহিন (৭) নামের এক নার্সারীর শিশুছাত্র ছাত্র তার চাচী রেশমা (২৮)'র সাথে অাফজালের (৫০) ভ্যনে চড়ে হরিরামপুুর থেকে তালগাছি যাচ্ছিল। ভ্যানটি যখন ওই সড়কের লালমিয়ার বাড়ি সংলগ্ন পৌছায়, ঠিক তখনই আব্দুল মতিনের ইটভাটার ট্রাকটির ড্রাইভার নান্নুর পরিবর্তে তার ভাগ্নে সমাজ লেবার হয়েও ড্রাইভারের আসনে বসে ত্রুটিপূর্ণ ট্রাকটি চালাতে গিয়ে সজোরে পেছন থেকে ধাক্কা মারলে ভ্যানটি দুমড়ে মুচরে যায়। এ ঘটনায় ভ্যানের যাত্রী রেশমা ও কিন্ডারগার্টেনের প্লে-গ্রপের ছাত্র মাহিন ও ভ্যানচালক আফজাল গুরুতর আহত হয়। এলাকাবাসী দ্রুত তাদের শংকাজনক অবস্থায় উদ্ধার করে পার্শবর্তী উল্লাপাড়া কাওয়াকস্থ হাসপাতালে নিয়ে গেলে ভ্যানের ২ যাত্রী রেশমা ও মাহিনকে ওই হাসপাতাল থেকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সড়ক দুর্ঘটনায় রেশমার ডান পায়ের হাঁড় ভেঙ্গে যায় ও মাহিন মাথায় গুরুতর অাঘাতপ্রাপ্ত হয়। তথ্যানুসন্ধানে জানা গেছে, উপজেলার গাড়াদহ ও কায়েমপুর ইউনিয়নের বেশ কয়েকটি ইটভাটা থেকে প্রায় ৩০ টি ট্রাকযোগে বিভিন্ন স্থানে ইট সরবরাহ করা হয়। ওই ৩০ টি ট্রাকের চালকের মধ্যে সিংহভাগ চালকেরই ড্রাইভিং লাইসেন্স নাই। ১৫ টি ট্রাকের ড্রাইভারের মধ্যে দু'চারটি নিয়মিত চালায় হেলপার, আর ১০/১১টি চালায় লেবার। ফলে এদের বেপরোয়া ট্রাক চালনার ফলে ছাত্রছাত্রীসহ এলাকাবাসী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। এ অবস্থা চলছে বছরের পর বছর। এলাকাবাসীর অভিযোগ, শাহজাহানের ইটভাটার ৫ টি ট্রাকের ড্রাইভারের ১/২ জন, মান্নানের ইটভাটার ৩/৪ টি ট্রাকের ড্রাইভারের মধ্যে ১/২ জন, নুহুর ইটভাটার ১ টি ট্রাক ড্রাইভারের ১ জন, আকমলের ইটভাটার ২ টি ট্রাকের ড্রাইভারের ১ জন, মতিনের ইটভাটার ৩ টি ট্রাকের ড্রাইভারের ২ জন, মামুন হাজীর ইটভাটার ২ টি ট্রাকের ১ড্রাইভারের জন, শহিদ চৌধুরীর ইটভাটার ৭ টি ট্রাকের ড্রাইভারের ৪ জনেরই নেই লাইসেন্স। এসব লাইসেন্সবিহীন ট্রাকের ড্রাইভারদের কিছু হেলপার ও অবশিষ্ট লেবারেরা ড্রাইভার সেজে বেপোরোয়াভাবে ট্রাক চালিয়ে আসছে। এদিকে, ড্রাইভারের স্থলে লেবার কর্তৃক ত্রুটিপূর্ণ একটি ট্রাক চালাতে গিয়ে নার্সারির স্কুলছাত্রসহ ৩ জনের জীবন বিপন্ন হবার বিষয়ে জানতে চাওয়া হলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া বলেন,"দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।" কায়েমপুর ইউপি চেয়ারম্যান এ বিষয়ে বলেন, "ইতিপূর্বে বহুবার চালকদের সতর্কতার সাথে চলাচলের কথা বলা হলেও চালকেরা তা কর্ণপাত করছে না।" বুধবার সন্ধ্যায় ঘাতক ট্রাক ও ইটভাটা মালিক আব্দুল মতিনের সাথে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে চরম ধৃষ্টতা দেখিয়ে ম্যানেজ করার উদ্দেশ্যে ৫'শ টাকার নোট সাংকাদিকদের দিতে নিয়ে ব্যার্থ হয়ে বলেন, "ভাই এটা রাখেন না! এক্সিডেন্ট তো কতই হয়!" এলাকাবাসী অবিলম্বে লাইসেন্সবিহীন ড্রাইভার, হেলপার ও লেবার কর্তৃক বেপোরোয়া ট্রাক চাল বন্ধে শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া, কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারমম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসিবুল হক হাসান, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অাশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

অপরাধ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া মহল্লায় মঙ্গলবার রাতে তুচ্ছ ঘট...

শাহজাদপুরে ৮ স্কুল শিক্ষার্থীকে মারপিটের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে ৮ স্কুল শিক্ষার্থীকে মারপিটের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বার...

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

শিক্ষাঙ্গন

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

তানিম তূর্যঃ বাংলা নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া পাইকপাড়া মডেল একডেমীর উদ্দ্যোগে তরুণ প্রজন্মের লেখা 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

সভাপতি প্রার্থী বিজয় ঘোষ ও সাধারন সম্পাদক প্রার্থী সেতু সেনের মতবিনিময়

শাহজাদপুর

সভাপতি প্রার্থী বিজয় ঘোষ ও সাধারন সম্পাদক প্রার্থী সেতু সেনের মতবিনিময়

আসছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শনিবার(১০আগষ্ট) রাতে উপজেলার নরিনা ই...