বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

মোঃ শফিকুল ইসলাম ফারুক : প্রায় সাড়ে আট শত বছরের পুরাতন হযরত মখদুম শাহ্দৌলা শহীদ ইয়েমেনী (রহঃ) এর পবিত্র মাজার সংলগ্ন মখদুমিয়া জামে মসজিদটির উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বর্তমান মাজার ও মসজিদ কমিটির সার্বিক তত্তাবধানেই তরান্বিত হচ্ছে এ উন্নয়নের কাজ। স্থানীয় পৌর মেয়র নজরুল ইসলামকে প্রকল্প আহবায়ক করা হয়েছে। তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করছেন। মাজার শরীফের নিজস্ব ফান্ড থেকে অনির্ধারিত (যা প্রায় ৩০ লক্ষ টাকা) অনুমেয় ব্যয় নির্ধারণ করে ছয় মাস যাবৎ এ উন্নয়নের কাজ চলছে। মাজারের বর্তমান মোতাওয়াল্লী খাজা মাসুম বিল্লাহ্’র আবেদনের প্রেক্ষিতেই এ কাজ শুরু হয়েছে।

সরেজমিনে ঘুরে আরও জানা গেছে, পবিত্র মাজার শরীফটির সিংহভাগ আয় আসে মাজার ভক্তদের মাজারে দানকৃত মোরগ-মুরগী, কবুতর ও খাসি বিক্রি থেকে। পূর্বে ওই মোরগ-মুরগীর হিসেব মাসিক ভাবে চার্টে টাঙিয়ে দেখানো হতো। কিন্তু বর্তমান কমিটির সময় বিক্রির পরই দৈনন্দিন হিসেব জনগণকে অবগত করার জন্য বোর্ডে টাঙানো হচ্ছে। সেই সাথে ব্যাংকে জমা টাকা ও মাজারে রক্ষিত হিসেবের প্রতিদিনই সমন্বয় করে রাখা হচ্ছে। বর্তমান দায়িত্ব প্রাপ্ত হিসেবরক্ষক শামীম হোসেন সবার সামনে এ হিসেব প্রক্রিয়া সম্পাদন করে থাকেন। মাজার শরীফে স্থাপন করা দান বাক্স এবং উপজেলার বিভিন্নস্থানে স্থাপন করা দান বাক্সের টাকার সঠিক হিসেব রাখতে দান বাক্স খোলার সময় মসজিদ ও মাজার কমিটির সভাপতি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার তার মনোনীত সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকেন যার সঙ্গে অন্যান্য কর্মকর্তা, মাজার কমিটির অনেক সদস্য, মোতাওয়াল্লী ও অনেক জনসাধারণ উপস্থিত থাকেন। টাকা গণনা শেষে ওই দিনই ব্যাংকে জমা দেয়া হয়। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারকে মাসিক স্টেটমেন্টও জমা দিতে হয়। এসবই করা হচ্ছে উন্নয়নের কাজকে তরান্বিত করার স্বার্থে। প্রতœতত্ত্ব বিভাগের অন্তর্ভুক্ত মাজার ও মসজিদটির উন্নয়নের জন্য অনুমতি এবং উন্নয়নের বিষয়ে বিশেষ অবদান রেখেছেন, শাহজাদপুরেরই কৃতিসন্তান বর্তমান আইন সচিব আবু সালেহ্ শেখ মুহাম্মদ জহুরুল হক দুলাল। গত ২৪ জানুয়ারী- ২০১৪ তারিখে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র নজরুল ইসলাম, পিপি শেখ আব্দুল হামিদ লাভলু, কমিটির উপদেষ্টা প্রকৌশলী মোঃ আজাদ আলী, সৈয়দ গোলাম ওয়ারেছ তারেকসহ এলাকার জনসাধারণ। উন্নয়ন কাজের বিষয়ে ইউএনও শামীম আহ্মেদ ও মোতাওয়াল্লী খাজা মাসুম বিল্লাহ্ নয়া দিগন্তকে জানান, ‘মসজিদ উন্নয়নের কাজ শেষ হলেই মাজার শরীফের উন্নয়নের কাজও শুরু করা হবে। বিখ্যাত এ ওলীর পবিত্র মাজার শরীফ ও মসজিদটি দৃষ্টিনন্দন করতে যা যা করার প্রয়োজন তা সবই করা হবে।’

উল্লেখ্য, আজ থেকে প্রায় সাড়ে আট শত বছর পূর্বে ১১৯২-৯৬ ইং সালের কোন এক সময়ে আরব দেশের ইয়েমেন প্রদেশের শাহ্জাদা হযরত মখদুম শাহ্দৌলা (রহঃ) দ্বীন ইসলাম প্রচারের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ করে এ অঞ্চলে আসেন এবং এক পর্যায়ে ধর্ম প্রচারন্তে ধর্ম যুদ্ধে এই শাহজাদপুরেই শহীদ হন।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

অপরাধ

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

কামারখন্দ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলা হচ্ছে। গতকাল মঙ্গল...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...