বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : ‘জঙ্গি মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ শনিবার জেলা পুলিশের আয়োজনে শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে থানা চত্বর থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। মুখ্য আলোচক হিসেবে কমিউনিটি পুলিশিং এর তাতপর্যপূর্ণ ও বিশ্লেষণাত্বক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ,এম আব্দুল আজীজ, পৌরসভার মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে.এম রাকিবুল হুদা, পরিদর্শক (অপারেশন ও কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেন, মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, আওয়ামী লীগ নেতা শামছুল আলম, আমিরুল ইসলাম শাহু, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইসলাম শেখ প্রমূখ। আলোচনা সভার সভাপতি ও শাহজাদপুর থানা কমিউনিটি পুলিশিং এর প্রধান সমন্বয়ক, থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া বলেন,‘ জনতার সহযোগীতায় জঙ্গিবাদ, মাদক রোধে পুলিশ জীবন বাজি রেখে কাজ করে চলেছে। অফিসার ইনচার্জ হিসেবে থানায় যোগদানের পর প্রায় ৩ হাজার আসামী ও অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাল্যবিয়ে, জুয়া প্রতিরোধসহ নানা অসামাজিক কার্যক্রম দমন করার জন্য জনতার সহযোগীতায় পুলিশ কাজ করে যাচ্ছে। ’ মুখ্য আলোচক অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী বলেন, ‘আগে পুলিশ দেখলে জনগণ ভয় পেতো। এখন জনগণের সেই ভয়কে জয় করে পুলিশ অপরাধীদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। জনতার প্রয়োজনে পুলিশের স্বল্পতার প্রেক্ষিতে পুলিশ-জনতার সেতুবন্ধন কমিউনিটি পুলিশিং ব্যবস্থা প্রচলণের ফলে সমাজ থেকে ক্রমেই অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে, দূরীভূত হচ্ছে বাল্যবিয়েসহ নানা কুসংস্কার।’ বিশেষ অতিথির বক্তব্যে শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন,‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ অপরাধমূলক কর্মকান্ডে স্থানীয় জনপ্রতিনিধি, নেতাদের আত্মীয় স্বজনেরা জড়িত থাকলে তাদেরও ধরুন। সেইসাথে কমিউনিটি পুলিশিং থানা কমিটির সর্বস্তরের সদস্যদের মধ্যে যদি কেউ অপরাধমূলক কাজে জড়িত থাকেন, তা সনাক্তপূর্বক তাদেরকে কমিটি থেকে বাদ নিয়ে ভালো মানুষদের অন্তভূক্ত করুন।’ আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে শাহজাদপুর কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ ছাড়াও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

শাহজাদপুর

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

শাহজাদপুর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...

বান্দরবানে জুম ঘর থেকে গলাকাটা মহিলার লাশ উদ্ধার

বাংলাদেশ

বান্দরবানে জুম ঘর থেকে গলাকাটা মহিলার লাশ উদ্ধার

জুম ঘর থেকে বান্দরবানে মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩মার্চ) দিবাগত রাতে পাহাড়ের জুম ঘর থেকে উদ্ধার...

শাহজাদপুরে ৩০০ ফিট রাস্তার জন্য চরম দূর্ভোগে সাত শতাধিক শিক্ষার্থী

শিক্ষাঙ্গন

শাহজাদপুরে ৩০০ ফিট রাস্তার জন্য চরম দূর্ভোগে সাত শতাধিক শিক্ষার্থী

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে মাত্র ৩০০ ফিট উঁচু সড়ক না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি ও অল্প...

ঘুষি মারা সেই বৃদ্ধকে এবার নিজ হাতে চাল দিলেন কাদের মির্জা

বাংলাদেশ

ঘুষি মারা সেই বৃদ্ধকে এবার নিজ হাতে চাল দিলেন কাদের মির্জা

ঈদ উপহার নিতে যাওয়া সেই বৃদ্ধকে ঘুষি দেওয়ার এক দিন পর আজ রোববার তাঁকে নিজ হাতে সহায়তার চাল দিলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভ...

বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা

বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

সুইজারল্যান্ডে লুজানে চলমান বিশ্বকাপ আর্চারি স্টেজ টুতে চমক দেখিয়েছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে বাংলাদেশকে ফাইনালে...