শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

এ্যানথ্রাক্স আক্রান্ত এলাকায় জরুরী অবস্থা ঘোষণা, সংশ্লিষ্টদের ছুটি বাতিল,মনিটরিং সেল গঠন।

12 মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুরঃ  বৃহস্পতিবার থেকে এ্যানথ্রাক্স আক্রান্ত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর,উল্লাপাড়া ও টাইঙ্গাল জেলার মধুপুর উপজেলায় জরুরী অবস্থা ঘোষনা করে প্রাণী সম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া এ দুটি জেলা সদর ও ৩ টি উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরে কন্টল রুম খোলা হয়েছে। এ সব কন্টল রুম থেকে এ্যানথ্রাক্স আক্রান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন ও তদারকী করা হচ্ছে। প্রাণী সম্পাদ মন্ত্রনালয় ও প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রধান কার্য্যালয় থেকে কন্টল রুমের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রেখে এ্যানথ্রাক্স পরিস্থিতি মনিটরিং করছে। অপর দিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ বিভাগের পরিচালক ডাঃ আলমগীর শফিউল আলমের নের্তৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মহাখালীর প্রাণী রোগ অনুসন্ধান গবেষণা ইনস্টিটিউটের এস,এস, ও ডাঃ সমর কুমার ঘোষ ও ডাঃ অখিল চন্দ্রর নের্তৃত্বে একটি প্রতিনিধি দল, আই,ই,বি,সি,আর এর বিশেষজ্ঞ মেডিকেল অফিসার ডাঃ মনজুর হোসেন ও আই,সি,ডি,ডি, আর এর ফিল্ড রিসার্চ অফিসার ডাঃ বেলায়েত হোসেনের নির্তৃত্বে ১১ সদস্য অপর একটি প্রতিনিধি দল এ্যানথ্রাক্স আক্রান্ত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাথালিয়া পাড়া, বাঘাবাড়ী দক্ষিন পাড়া, উল্লাপাড়া উপজেলার চর চন্দনগাতি ও টাঙ্গাইলের মধুপুর এলাকা পরিদর্শন করেন এবং এ্যানথ্রাক্স আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন। সেই সাথে তাদের উন্নত চিকিৎসা প্রদান করেন। এ ছাড়া এ্যানথ্রাক্স আক্রান্ত রোগীদের শরীর থেকে রক্ত ও সংক্রামিত ক্ষতস্থানের নমুনা গবেষণার জন্য সংগ্রহ করে। এ সকল টিমকে সহযোগিতা করেন শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সন্দীপ কুমার সরকার, সিরাজগঞ্জ এফডিআইএলএর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ গোলজার হোসেন, এডোপ্যারামাইট মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ গোলাম কাদির, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাজহারুল আলম আকন্দ, ডাঃ আব্দুল হাই, ও সাংবাদিক মোঃ মুমীদুজ্জামান জাহান। এ দিন সকাল থেকে শাহজাদপুর প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্ত কর্মচারীরা এ্যানথ্রাক্স আক্রান্ত বাঘাবাড়ী দক্ষিন পাড়া ও পাথালিয়া পাড়া গ্রামের সকল গবাদী পশুকে এ্যানথ্রাক্স এর প্রতিশেধক টিকা প্রদান করেন। এ ছাড়া মধুপুর ও উল্লাপাড়াতেও এ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে। গত কয়েকদিন আগে রোগ আক্রান্ত ছাগল ও গরু জবাই করে মাংস নাড়াচারা ও কোটাবাছা করায় শাহজাদপুরের পাথালিয়া পাড়া ও বাঘাবাড়ী দক্ষিন পাড়ার ১১ জন, উল্লাপাড়ার ২০ জন ও মধুপুরের ১৪ জন এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়। এ সংক্রান্ত খবর দৈনিক যুগান্তর সহ স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়। সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও অধিদপ্তরের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরাও নড়েচরে বসেন। শুরু হয় মাঠ পর্যায়ে খোঁজ খবর। আক্রান্ত এলাকাকে জরুরী অবস্থা ঘোষনা করে প্রয়োজনীয় ব্যবস্থ নেওয়া হয়। ২০১০ সালে শাহজাদপুর উপজেলার চিথুলিয়া, কাকিলামারী পাবনার ডেমরা গ্রামে প্রথম প্রাণী রোগ এ্যানথ্রাক্স মানবদেহে ছড়িয়ে পরে। এরপর থেকে প্রতি বছরই শাহজাদপুর, উল্লাপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে মানবদেহে এ্যানথ্রাক্স রোগ আক্রান্তের খবর পাওয়া যায়। মানবদেহে এ্যানথ্রাক্স রোগ যাতে ছড়িয়ে পরতে না পারে এবং গবাদী পশু যাতে এ রোগে আক্রান্ত হতে না পারে সে জন্য শত শত কোটি টাকা ব্যায়ে সরকার,সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও অধিদপ্তর গবাদী পশুকে প্রতিশেধক টিকা ও ব্যাপক প্রচার প্রচারনা চালালেও প্রতি বছরই এ রোগ দেখা দিচ্ছে। এতে শাহজাদপুর,উল্লাপাড় সহ দেশে সর্বত্র মানুষ ও গবাদী পশু এ্যানথ্রাক্স ঝুকিতে পড়েছে। এলাকাবাসী এর স্থায়ী সমাধান দাবী করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুরে ইসলামী জালসা অনুষ্ঠিত

ধর্ম

শাহজাদপুরে ইসলামী জালসা অনুষ্ঠিত

গতকাল রোববার রাতে উপজেলার শেলাচাপড়ী পশ্চিমপাড় গ্রামের পূর্ব উত্তরপাড়া মহল্লার ‘মাশয়ারিল হারাম’ জামে মসজিদের উন্নতিকল্পে...

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

বাংলাদেশ

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদে...

কোন পেশাই ছোট নয়, সব পেশাকে সম্মান করুন

উপ-সম্পাদকীয়

কোন পেশাই ছোট নয়, সব পেশাকে সম্মান করুন

মানুষের প্রয়োজনে দুনিয়ায় কত শত পেশা যে তৈরি হয়েছে তার ইয়ত্তা নাই । দেখুন না, জুতা সেলাই থেকে জাহাজ তৈরি কিংবা টিকা তৈরি...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...